Skip to content
Home » সকল জেলা পরিষদ শিক্ষাবৃত্তি ২০২২ | Zila Parishad Scholarship 2022 – District Council

সকল জেলা পরিষদ শিক্ষাবৃত্তি ২০২২ | Zila Parishad Scholarship 2022 – District Council

জেলা পরিষদ শিক্ষাবৃত্তি ২০২২ | Zila Parishad Scholarship 2022

সমগ্র বাংলাদেশেই বিভিন্ন জেলা পরিষদ শিক্ষাবৃত্তি প্রদান করতে মেধাবী এবং দরিদ্র শিক্ষার্থীদের। আর এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে বেশ কিছু জেলা পরিষদ সার্কুলার প্রদান করেছে। District Council – Zila Parishad Scholarship 2022 is publishing regularly on their own official website. যে সকল দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী ২০২১ সালে এসএসসি এবং এইচএসসি/ সমমান করেছে তারা উক্ত স্কলারশীপের আওতাভুক্ত থাকবে। তবে এর জন্য অবশ্যই তাকে তার নিজ জেলা ভিত্তিক সার্কুলারে আবেদন করতে হবে।

১,৫০,০০০/- ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড শিক্ষাবৃত্তি 
Japanese Government (MEXT) Scholarship for 2023

আমাদের ওয়েবসাইটে প্রতিদিন নতুন নতুন স্কলারশীপ খবর/ শিক্ষাবৃত্তিউপবৃত্তি খবর এবং সরকারি চাকরি / কোম্পানী চাকরি সার্কুলার প্রকাশ করা হয়। আপডেট পেতে নিয়মিত ভিসিট করুন inbdjob.com

চলমান জেলা পরিষদ শিক্ষাবৃত্তি গুলো-

জেলা পরিষদ শিক্ষাবৃত্তি ২০২২

২০২১/ ২০২২ সালের এসএসসি/ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ও দরিদ্র ছাত্র-ছাত্রীদের জন্য বিভিন্ন জেলা পরিষদ শিক্ষাবৃত্তির ব্যবস্থা করেছে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে জেলা পরিষদের কার্যালয়ে জমা দিতে হবে। উল্লেখ্য যে কিছু কিছু জেলায় শিক্ষার্থীদের জিপিএ ৫.০০ পেলে আবেদন করতে পারবে। আবার কিছু জেলায় ক্ষেত্রে ভেদে জিপিএ কম থাকলেও আবেদন করতে পারবে। তাই শুধু একটি জেলার বিজ্ঞপ্তি দেখেই আবেদন করা বা না করার সিদ্ধান্ত গ্রহণ না করার পরামর্শ থাকবে।

প্রথমে অবশ্যই আপনি আমাদের এখান থেকে বা অন্য কোন জায়গা থেকে বিজ্ঞপ্তি থেকে অবহিত হবার পরে আপনার জেলা পরিষদের অফিসিয়াল ওয়েবসাইটে যান। তার পরে সেখান থেকে আমাদের বিজ্ঞপ্তির সত্যতা চাযাই এর পরে আবেদন করার পক্রিয়া শুরু করুন।

একটু নিচের দিকে গেলেই দেখতে পাবেন যে বাংলাদেশের প্রায় সকল জেলার জেলা পরিষদের অফিসিয়াল ওয়েব সাইটের লিংক দেওয়া রয়েছে। যধি ভুল বশত কোন একটি বা আপনারটি বাদ পরে যায তো আমাদের কমেন্ট করুন অথবা গুগলে লিখুন zp.আপনার জেলার নাম.gov.bd. তাহলে দেখবেন আপনার জেলা পরিষদের অফিসিয়াল ওয়েব পেইজটি চলে এসেছে।

যাহোক, জেলা পরিষদ শিক্ষাবৃত্তি সম্পর্কে বিস্তারিত জানতে নিচের পৃথক-পৃথক জেলাগুলোর বিজ্ঞাপন দেখুন।

বর্তমানে চলমান জেলা পরিষদ শিক্ষাবৃত্তিগুলো

বর্তমানে আবদেন প্রক্রিয়ায় চলমান আছে এমন সকল জেলা পরিষদের লিস্ট নিচে দেয়া হলো।

পটুয়াখালী জেলা পরিষদ শিক্ষাবৃত্তি ২০২২

  • যোগ্যতা: এসএসসি ও এইচএসসি
  • আবেদনের শেষ তারিখ: ৩১/০৫/২০২ইং।
  • দেখুন বিস্তারিত: Patuakhali Zila Parishad Scholarship 2022
Patuakhali Zila Parishad Scholarship 2022
Patuakhali Zila Parishad Scholarship 2022

রাজশাহী জেলা পরিষদ শিক্ষাবৃত্তি ২০২২

  • যোগ্যতা: এইচএসসি ২০২১
  • আবেদনের শেষ তারিখ: ১৯/০৫/২০২ইং।
  • দেখুন বিস্তারিত: Rajshahi Zila Parishad Scholarship 2022

পাবনা জেলা পরিষদ শিক্ষাবৃত্তি ২০২২  

  • যোগ্যতা: এসএসসি ২০২১ ও এইচএসসি ২০২২
  • আবেদনের শেষ তারিখ: ২০/০৫/২০২ইং।
  • দেখুন বিস্তারিত: Pabna Zila Parishad Scholarship 2022

মানিকগঞ্জ জেলা পরিষদ শিক্ষাবৃত্তি 2022

  • যোগ্যতা: এসএসসি ও এইচএসসি
  • আবেদনের শেষ তারিখ: ১০/০৫/২০২ইং।
  • দেখুন বিস্তারিত: Zila Parishad Manikganj Scholarship 2022

জেলা পরিষদ (নাটোর) শিক্ষাবৃত্তি ২০২২

  • যোগ্যতা: এসএসসি ও এইচএসসি
  • আবেদনের শেষ তারিখ: ১৬/০৫/২০২ইং।
  • দেখুন বিস্তারিত: Zila Parishad Natore Scholarship 2022

নওগাঁ জেলা পরিষদ শিক্ষাবৃত্তি ২০২২

  • যোগ্যতা: এসএসসি ও এইচএসসি
  • আবেদনের শেষ তারিখ: ১৯/০৫/২০২ইং।
  • দেখুন বিস্তারিত: Zila Parishad Naogaon Scholarship 2022

হবিগঞ্জ জেলা পরিষদ শিক্ষাবৃত্তি ২০২২

  • যোগ্যতা: এসএসসি ও এইচএসসি
  • আবেদনের শেষ তারিখ: ২০/০৪/২০২ইং।
  • দেখুন বিস্তারিত: Zila Parishad Habiganj Scholarship 2022


চট্টগ্রাম জেলা পরিষদ শিক্ষাবৃত্তি ২০২২

চলমান অন্যান্য শিক্ষাবৃত্তিগুলো-

বরিশাল বিভাগ

১. বরগুনা www.barguna.gov.bd

২. বরিশাল www.barisal.gov.bd

৩. ভোলা www.bhola.gov.bd

৪. ঝালকাঠী www.jhalakathi.gov.bd

৫. পটুয়াখালী www.patuakhali.gov.bd

৬. পিরোজপুর www.pirojpur.gov.bd

চট্রগ্রাম বিভাগ

১. বান্দরবান www.bandarban.gov.bd

২. ব্রাক্ষ্মণবাড়িয়া www.brahmanbaria.gov.bd

৩. চাঁদপুর www.chandpur.gov.bd

৪. চট্রগ্রাম www.chittagong.gov.bd

৫. কুমিল্লা www.comilla.gov.bd

৬. কক্সবাজার www.coxsbazar.gov.bd

৭. ফেনী www.feni.gov.bd

৮. খাগড়াছড়ি www.khagrachhari.gov.bd

৯. লক্ষ্মীপুর www.lakshmipur.gov.bd

১০. নোয়াখালী www.noakhali.gov.bd

১১. রাঙ্গামাটি www.rangamati.gov.bd

ঢাকা বিভাগ

১. ঢাকা www.dhaka.gov.bd

২. ফরিদপুর www.faridpur.gov.bd

৩. গাজীপুর www.gazipur.gov.bd

৪. গোপালগঞ্জ www.gopalganj.gov.bd

৫. কিশোরগঞ্জ www.kishoreganj.gov.bd

৬. মাদারীপুর www.madaripur.gov.bd

৭. মানিকগঞ্জ www.manikganj.gov.bd

৮. মুন্সীগঞ্জ www.munshiganj.gov.bd

৯. নারায়নগঞ্জ www.narayanganj.gov.bd

১০. নরসিংদী www.narsingdi.gov.bd

১১. রাজবাড়ী www.rajbari.gov.bd

১২. শরিয়তপুর www.shariatpur.gov.bd

১৩. টাঙ্গাইল www.tangail.gov.bd

খুলনা বিভাগ

১. বাগেরহাট www.bagerhat.gov.bd

২. চুয়াডাঙ্গা www.chuadanga.gov.bd

৩. যশোর www.jessore.gov.bd

৪. ঝিনাইদহ www.jhenaidah.gov.bd

৫. খুলনা www.khulna.gov.bd

৬. কুষ্টিয়া www.kushtia.gov.bd

৭. মাগুরা www.magura.gov.bd

৮. মেহেরপুর www.meherpur.gov.bd

৯. নড়াইল www.narail.gov.bd

১০. সাতক্ষীরা www.satkhira.gov.bd

রাজশাহী বিভাগ

১. বগুড়া www.bogra.gov.bd

২. চাঁপাই নবাবগঞ্জ www.chapainawabganj.gov.bd

৩. জয়পুরহাট www.joypurhat.gov.bd

৪. পাবনা www.pabna.gov.bd

৫. নওগাঁ www.naogaon.gov.bd

৬. নাটোর www.natore.gov.bd

৭. রাজশাহী www.rajshahi.gov.bd

৮. সিরাজগঞ্জ www.sirajganj.gov.bd

রংপুর বিভাগ

১. দিনাজপুর www.dinajpur.gov.bd

২. গাইবান্ধা www.gaibandha.gov.bd

৩. কুড়িগ্রাম www.kurigram.gov.bd

৪. লালমনিরহাট www.lalmonirhat.gov.bd

৫. নীলফামারী www.nilphamari.gov.bd

৬. পঞ্চগড় www.panchagarh.gov.bd

৭. রংপুর www.rangpur.gov.bd

৮. ঠাকুরগাঁও www.thakurgaon.gov.bd

সিলেট বিভাগ

১. হবিগঞ্জ www.habiganj.gov.bd

২. মৌলভীবাজার www.moulvibazar.gov.bd

৩. সুনামগঞ্জ www.sunamganj.gov.bd

৪. সিলেট www.sylhet.gov.bd

ময়মনসিংহ বিভাগ

১. ময়মনসিংহ www.mymensingh.gov.bd

২. শেরপুর www.sherpur.gov.bd

৩. জামালপুর www.jamalpur.gov.bd

৪. নেত্রকোণা www.netrokona.gov.bd

বিশেষ দ্রষ্টব্য: সকল জেলায় এখনো উপবৃত্তি প্রদানের বিজ্ঞাপন প্রকাশ করেনি। তো যেগুলো করেছে সেগুলো এখানে উপস্থাপন করেছি আর যখন বাকি জেলাগুলো তাদের উপবৃত্তি প্রদানের বিজ্ঞাপন প্রকাশ করবে সঙ্গে সঙ্গে আমরা এখানে আপডেট দেব।

বিভিন্ন জেলা পরিষদ বৃত্তির বিজ্ঞপ্তি 2022

ঢাকা জেলা পরিষদ শিক্ষাবৃত্তি প্রদানের বিজ্ঞপ্তি 2022

ঢাকা জেলা পরিষদ শিক্ষাবৃত্তি প্রদানের বিজ্ঞপ্তি 2022 ডাউনলোড 1st and 2nd page

ঢাকা জেলা পরিষদ শিক্ষা বৃত্তির আবেদন ফরম- 2022 ডাউনলোড করুন।

ঢাকা জেলা পরিষদ শিক্ষা বৃত্তির আবেদন ফরম-2022 ডাউনলোড করুন।

সুনামগঞ্জ জেলা পরিষদ বৃত্তির বিজ্ঞপ্তি 2022

পাবনা জেলা পরিষদ বৃত্তির বিজ্ঞপ্তি 2022

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ বৃত্তির বিজ্ঞপ্তি 2022

ফেনী জেলা পরিষদ বৃত্তির বিজ্ঞপ্তি 2022

নাটোর জেলা পরিষদ বৃত্তির বিজ্ঞপ্তি 2022

জামালপুর জেলা পরিষদ বৃত্তির বিজ্ঞপ্তি 2022

যশোর জেলা পরিষদ বৃত্তির বিজ্ঞপ্তি 2022

খুলনা জেলা পরিষদ বৃত্তির বিজ্ঞপ্তি 2022

চাঁদপুর জেলা পরিষদ বৃত্তির বিজ্ঞপ্তি 2022

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ বৃত্তির বিজ্ঞপ্তি 2022

ভোলা জেলা পরিষদ বৃত্তির বিজ্ঞপ্তি 2022

মৌলভীবাজার জেলা পরিষদ বৃত্তির বিজ্ঞপ্তি 2022
মুন্সীগঞ্জ জেলা পরিষদ বৃত্তির বিজ্ঞপ্তি 2022

নওগাঁ জেলা পরিষদ বৃত্তির বিজ্ঞপ্তি 2022

নরসিংদী জেলা পরিষদ বৃত্তির বিজ্ঞপ্তি 2022

ময়মনসিংহ জেলা পরিষদ বৃত্তির বিজ্ঞপ্তি 2022

বগুড়া জেলা পরিষদ বৃত্তির বিজ্ঞপ্তি 2022

গোপালগঞ্জ জেলা পরিষদ বৃত্তির বিজ্ঞপ্তি 2022

পিরোজপুর জেলা পরিষদ বৃত্তির বিজ্ঞপ্তি 2022

শেরপুর জেলা পরিষদ বৃত্তির বিজ্ঞপ্তি 2022

মুন্সিগঞ্জ জেলা পরিষদ বৃত্তির বিজ্ঞপ্তি 2022

বরগুনা জেলা পরিষদ বৃত্তির বিজ্ঞপ্তি 2022

লক্ষ্মীপুর জেলা পরিষদ বৃত্তির বিজ্ঞপ্তি 2022

সিরাজগঞ্জ জেলা পরিষদ বৃত্তির বিজ্ঞপ্তি 2022

গাজীপুর জেলা পরিষদ বৃত্তির বিজ্ঞপ্তি 2022

কিশোরগঞ্জ জেলা পরিষদ বৃত্তির বিজ্ঞপ্তি 2022

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *