Skip to content
Home » জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | Zilla Parishad (ZP) Job Circular 2022

জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | Zilla Parishad (ZP) Job Circular 2022

ZP Job Circular 2022

বাংলাদেশে বিভিন্ন জেলা পরিষদে জনবল নিয়োগের নিমিত্তে বিভিন্ন দৈনিক পত্রিকা ও জেলা পরিষদের ওয়েবসাইটে অফিসিয়ালভাবে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। All District Council (Zila Parishad) Job Circular has been published on their official website(follow below). উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে বিভিন্ন জেলাগুলো চলমান নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা আকারে সাজিয়ে রাথা হয়েছে। আগ্রহী নারী-পুরুষ উভয়েই যোগ্যতাসম্পন্ন হলে নিজ নিজ জেলা প্ররিষদের নিয়োগ বিজ্ঞপ্তির শর্তানুযায়ী আবেদন করতে পারেন। প্রত্যেক পৃথক নিয়োগের আবেদনের সময়সীমা ভিন্ন, তাই নির্দিষ্ট সময়ের মধ্যে ডাকযোগে/অনলাইনে (যেভাবে বলা আছে) আবেদন করার পরামর্শ থাকবে। চলুন Zilla Porishad Niyog Biggopti 2022 – এর আলোকে আরো বিস্তারিত জেনে নেই।

নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এবং আবেদনের যাবতীয় প্রয়োজনীয় তথ্য এই সার্কুলারেই পাবেন নিয়মিত স্কলারশীপ খবর/ শিক্ষাবৃত্তিউপবৃত্তি  সরকারি চাকরির খবর / কোম্পানী চাকরি পেতে আমাদের ওয়েবসাইট ভিসিট করতে পারেন- inbdjob.com

একনজরে জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি (Summary of ZP Govt Job Circular)

বিজ্ঞপ্তির এই অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ, কারণ নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে সংক্ষেপে তালিকাভুক্ত করা হয়েছে। যা দেখে সম্পূর্ণ সার্কুলার সম্পর্কে অবহিত হতে পারবেন। Zilla Parishad (ZP) Job Circular 2022 Summary is below:

  • প্রতিষ্ঠানের নাম (Name of the Organization): জেলা পরিষদ – District Council (DC)
  • চাকরির ধরণ (Type of Job)সরকারি চাকরি (Government Job)
  • চাকরির সময়কাল: স্থায়ী চাকরি।
  • বিজ্ঞপ্তির সংখ্যা (Number of Circular): ০১টি।
  • শূন্যপদ (Vacancy): ০৫ জন।
  • বেতন (Salary): সর্বোচ্চ ২৪,৬৮০/- টাকা)
  • চাকরির প্রকৃতি (Job Nature): ফুল টাইম।
  • বয়সসীমা (Age limitation): ১৮-৩০ বছর (সাধারণ)।
  • শিক্ষাগত যোগ্যতা (Qualification) : ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাশ।
  • লিঙ্গ (Gender): পুরুষ-মহিলা উভয়ই আবেদন করতে পারবে (Men and Women Both)
  • জেলা (Job Location): নিজ জেলা।
  • আবেদনের ফি (Application Fee: ২২৪/- বা ২৮০/- বা ৩৩৬/- টাকা।
  • অফিসিয়াল ওয়েবসাই (Official Website): zp.জেলা কোড.gov.bd
  • আবেদনের মাধ্যম (Apply Process): অনলাইনে/ ডাকযোগে (বিজ্ঞপ্তি দেখুন)।
  • আবেদনের সময়সীমা (Application Deadline): ১৮/০৭/২০২২ইং তারিখ পর্যন্ত।

আরও দেখুন-
ভূমি সংস্কার বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি
ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি
চলমান সকল সরকারি চাকরি নিয়োগ তালিকা


জেলা পরিষদ বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি (Zila Parishad Job Details)

বাংলাদেশের ৮টি বিভাগ ৬৪টি জেলাতে বিভক্ত। সর্বশেষ ময়মনসিংহ বিভাগ। জেলাগুলি আবার ৪৯৫টি উপজেলায় বিভক্ত।

বাংলাদেশের প্রথম জেলা চট্টগ্রাম জেলা ১৬৬৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সর্বশেষ জেলা ফেনী জেলা ৭ নভেম্বর ১৯৮৪ সালে প্রতিষ্ঠা করা হয়।

আয়তন অনুযায়ী বাংলাদেশের বৃহত্তম জেলা হল রাঙ্গামাটি এবং বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা হল নারায়ণগঞ্জ।

বাংলাদেশের রাজধানী হল ঢাকা জেলা, বানিজ্যিক রাজধানী হল চট্টগ্রাম জেলা আর সাংস্কৃতিক রাজধানী হল কুষ্টিয়া জেলা।

নিজ নিজ জেলা পরিষদেই কেবল আগ্রহী প্রার্থীদের আবদেন করতে হবে। একজন কেবলমাত্র একটি নিয়োগেই আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি (How to Apply District Council Job Circular)

An online procedure is being followed to apply for this government job advertisement. আবেদন ২টি ধাপে সম্পন্ন করতে হবে। প্রথমে অনলাইনে ফরম পূরণ করে প্রাপ্ত User ID ব্যবহার করে টেলিটক প্রিপেইড মোবাইল ফোনের মাধ্যমে ২য় ধাপে ৫৬/- বা ১১২/- টাকা পরিশোধ করতে হবে।

  • 1st step- Online Apply (অনলাইনে আবেদন):
    অনলাইনে আবেদনের জন্য নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে Application Form এর অপশন থেকে ফরমটি পূর্ণাঙ্গরূপে পূরণ করতে হবে। আবেদন ফরমটি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে, কারণ পরবর্তীতে প্রয়োজন হবে।
  • 2nd Step- Payment of Application Fees (ফি/ চার্জ পরিশোধ):
    ফি বা চার্জ পরিশোধ করার জন্য বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশাবলী লক্ষ্য করতে পারেন।

আরও দেখুন-
চলমান সকল সরকারি চাকরির নিয়োগ তালিকা
চলমান সকল এনজিও চাকরির খবর


অফিসিয়াল নিয়োগ সার্কুলার – Zilla Parishad Official Job Circular 2022

সকল জেলা পরিষদের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির অফিসিয়াল বিজ্ঞপ্তিগুলো নিচে থেকে পিডিএফ ডাউনলোড দিতে পারবেন। Zila Porishod Official Niyog Biggopti PDF Download link is below:

DOWNLOAD OFFICIAL JOB CIRCULARs

সার্কুলার-০১:

পলাশবাড়ী পৌরসভা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | Palasbari Paurashava Job Circular 2022

  • প্রতিষ্ঠানের নাম: পলাশবাড়ী পৌরসভা।
  • পদের নাম:
    • সহকারী এ্যাসেসর (০১)
    • সহকারী কর আদায়কারী (০১)
    • কার্য সহকারী (০১)
  • পদ সংখ্যা: ০৩টি।
  • বেতন: সর্বোচ্চ ২৩,৪৯০/- টাকা।
  • যোগ্যতা: ন্যূনতম মাধ্যমিক বা সমমান পাশ।
  • আবেদনের মাধ্যম: ডাকযোগে
  • আবেদনের সময়সীমা: ২৭/০৭/২০২২ইং থেকে ১৪/০৮/২০২২ইং তারিখ পর্যন্ত।
  • অফিসিয়াল ওয়েবসাইট: palashbari.gaibandha.gov.bd
Palasbari Paurashava Job Circular 2022
Palasbari Paurashava Job Circular 2022

সূত্র: দৈনিক জনকণ্ঠ ২৭ জুলাই ২০২২।

সার্কুলার-০২:

বগুড়া জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | Bogra Zilla Parishad Job Circular 2022

  • প্রতিষ্ঠানের নাম: বগুড়া জেলা পরিষদ।
  • পদের নাম:
    • হিসাব রক্ষক (০১)।
    • পরিবহণ চালক (০১)।
    • ডুপ্লিকেটিং মেশিন অপারেটর-কাম-দপ্তরী (০১)।
    • অফিস সহায়ক (০২)।
  • পদ সংখ্যা: ০৬টি।
  • বেতন: সর্বোচ্চ ২৪,৬৮০/- টাকা।
  • যোগ্যতা: ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাশ।
  • আবেদনের মাধ্যম: অনলাইনে, ওয়েবসাইট http://zpbogura.teletalk.com.bd থেকে
  • আবেদনের সময়সীমা: ২০/০৬/২০২২ইং থেকে ১৮/০৭/২০২২ইং তারিখ পর্যন্ত।
  • অফিসিয়াল ওয়েবসাইট: zp.bogra.gov.bd
bogra zp job circular 2022
bogra zp job circular 2022

সূত্র: কালের কণ্ঠ ১৯ জুন ২০২২।


চরফ্যাশন পৌরসভার কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২। Charfesson Upazila Job Circular 2022

চরফ্যাসন পৌরসভায় পাম্পচালকের একটি শূন্য পদ (মৃত্যুজনিত কারণে পদটি শূন্য হয়) পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে স্বহস্তে লিখিত আহ্বান করা যাচ্ছে।

  • প্রতিষ্ঠানের নাম: মির্জাপুর পৌরসভা কার্যালয়, টাঙ্গাইল।
  • পদের নাম: পাম্প চালক।
  • পদ সংখ্যা: ০১টি।
  • বেতন: সর্বোচ্চ ২২,৪৯০/- টাকা।
  • যোগ্যতা: ন্যূনতম ৮ম শ্রেণি বা সমমান পাশ।
  • আবেদনের মাধ্যম: ডাকযোগে/সরাসরি
  • আবেদনের সময়সীমা: ২১/০৬/২০২২ইং থেকে ০৭/০৭/২০২২ইং তারিখ পর্যন্ত।
চরফ্যাশন পৌরসভার কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২। Charfesson Upazila Job Circular 2022
চরফ্যাশন পৌরসভার কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২। Charfesson Upazila Job Circular 2022

সূত্র: দৈনিক যায়যায় দিন ২২ জুন ২০২২।


সার্কুলার-০২: মির্জাপুর পৌরসভা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

মির্জাপুর পৌরসভা কার্যালয়, টাঙ্গাইল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | Mirzapur Municipality, Tangail Job Circular 2022

  • প্রতিষ্ঠানের নাম: মির্জাপুর পৌরসভা কার্যালয়, টাঙ্গাইল।
  • পদের নাম:
    • সহকারী কর আদায়কারী (০১)।
    • কোষাধ্যক্ষ (০১)।
    • নিম্নমান সহকারী কাম-মুদ্রাক্ষরিক (০২)।
    • সহকারী লাইসেন্স পরিদর্শক (০১)।
    • কঞ্জারভেন্সী ইন্সপেক্টর (০১)।
  • পদ সংখ্যা: ০৬টি।
  • বেতন: সর্বোচ্চ ২৩,৪৯০/- টাকা।
  • যোগ্যতা: ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা সমমান পাশ।
  • আবেদনের মাধ্যম: ডাকযোগে/সরাসরি
  • আবেদনের সময়সীমা: ১২/০৬/২০২২ইং থেকে ৩০/০৬/২০২২ইং তারিখ পর্যন্ত।

মির্জাপুর পৌরসভা কার্যালয়, টাঙ্গাইল
মির্জাপুর পৌরসভা কার্যালয়, টাঙ্গাইল

সূত্র: দৈনিক ইত্তেফাক ১৪ জুন ২০২২


প্রবেশপত্র/ চাকরির পরীক্ষা (Admit/ Job Exam)

অনলাইনে আবেদন প্রক্রিয়া হলে প্রবেশপত্র ডাউনলোড বিষয়ে প্রার্থীদের মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে। কিন্তু যদি সরাসরি/ডাকযোগে আবেদন কার্যক্রম সম্পন্ন হয় তো প্রবেশপত্র ডাকে পাঠানো হবে।

লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পর্কে যাবতীয় তথ্য প্রার্থীগণ নিজ নিজ জেলা পরিষদের অফিসিয়াল ওয়েব সাইট এর মাধ্যমেও জানতে পারবেন। Government Job Circular Written/MCQ/Viva Exam Date will be also available in our website. নিয়মিত সরকারি চাকরির খবর/ বিজ্ঞাপন পেতে ভিসিট করুন inbdjob.com

  • প্রাপ্ত আবেদনপত্রসমূহ প্রাথমিক বাছাইয়ের পর প্রার্থিত পদে নিয়ােগের জন্য ২টি বা ৩টি পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। যদিও ইক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে পরীক্ষা সম্পর্কিত কোন তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।
  • (১) প্রিলিমিনারী (MCQ) পরীক্ষা।
  • (২) লিখিত পরীক্ষা।
  • (২) মৌখিক পরীক্ষা।
  • বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েব সাইট দেখুন।

নিম্নে গুরুত্বপূর্ণ বিভাগ এবং অন্তর্ভূক্ত জেলাগুলোর তালিকা

বরিশাল বিভাগ

১. বরগুনা www.barguna.gov.bd

২. বরিশাল www.barisal.gov.bd

৩. ভোলা www.bhola.gov.bd

৪. ঝালকাঠী www.jhalakathi.gov.bd

৫. পটুয়াখালী www.patuakhali.gov.bd

৬. পিরোজপুর www.pirojpur.gov.bd

চট্রগ্রাম বিভাগ

১. বান্দরবান www.bandarban.gov.bd

২. ব্রাক্ষ্মণবাড়িয়া www.brahmanbaria.gov.bd

৩. চাঁদপুর www.chandpur.gov.bd

৪. চট্রগ্রাম www.chittagong.gov.bd

৫. কুমিল্লা www.comilla.gov.bd

৬. কক্সবাজার www.coxsbazar.gov.bd

৭. ফেনী www.feni.gov.bd

৮. খাগড়াছড়ি www.khagrachhari.gov.bd

৯. লক্ষ্মীপুর www.lakshmipur.gov.bd

১০. নোয়াখালী www.noakhali.gov.bd

১১. রাঙ্গামাটি www.rangamati.gov.bd

ঢাকা বিভাগ

১. ঢাকা www.dhaka.gov.bd

২. ফরিদপুর www.faridpur.gov.bd

৩. গাজীপুর www.gazipur.gov.bd

৪. গোপালগঞ্জ www.gopalganj.gov.bd

৫. কিশোরগঞ্জ www.kishoreganj.gov.bd

৬. মাদারীপুর www.madaripur.gov.bd

৭. মানিকগঞ্জ www.manikganj.gov.bd

৮. মুন্সীগঞ্জ www.munshiganj.gov.bd

৯. নারায়নগঞ্জ www.narayanganj.gov.bd

১০. নরসিংদী www.narsingdi.gov.bd

১১. রাজবাড়ী www.rajbari.gov.bd

১২. শরিয়তপুর www.shariatpur.gov.bd

১৩. টাঙ্গাইল www.tangail.gov.bd

খুলনা বিভাগ

১. বাগেরহাট www.bagerhat.gov.bd

২. চুয়াডাঙ্গা www.chuadanga.gov.bd

৩. যশোর www.jessore.gov.bd

৪. ঝিনাইদহ www.jhenaidah.gov.bd

৫. খুলনা www.khulna.gov.bd

৬. কুষ্টিয়া www.kushtia.gov.bd

৭. মাগুরা www.magura.gov.bd

৮. মেহেরপুর www.meherpur.gov.bd

৯. নড়াইল www.narail.gov.bd

১০. সাতক্ষীরা www.satkhira.gov.bd

রাজশাহী বিভাগ

১. বগুড়া www.bogra.gov.bd

২. চাঁপাই নবাবগঞ্জ www.chapainawabganj.gov.bd

৩. জয়পুরহাট www.joypurhat.gov.bd

৪. পাবনা www.pabna.gov.bd

৫. নওগাঁ www.naogaon.gov.bd

৬. নাটোর www.natore.gov.bd

৭. রাজশাহী www.rajshahi.gov.bd

৮. সিরাজগঞ্জ www.sirajganj.gov.bd

রংপুর বিভাগ

১. দিনাজপুর www.dinajpur.gov.bd

২. গাইবান্ধা www.gaibandha.gov.bd

৩. কুড়িগ্রাম www.kurigram.gov.bd

৪. লালমনিরহাট www.lalmonirhat.gov.bd

৫. নীলফামারী www.nilphamari.gov.bd

৬. পঞ্চগড় www.panchagarh.gov.bd

৭. রংপুর www.rangpur.gov.bd

৮. ঠাকুরগাঁও www.thakurgaon.gov.bd

সিলেট বিভাগ

১. হবিগঞ্জ www.habiganj.gov.bd

২. মৌলভীবাজার www.moulvibazar.gov.bd

৩. সুনামগঞ্জ www.sunamganj.gov.bd

৪. সিলেট www.sylhet.gov.bd

ময়মনসিংহ বিভাগ

১. ময়মনসিংহ www.mymensingh.gov.bd

২. শেরপুর www.sherpur.gov.bd

৩. জামালপুর www.jamalpur.gov.bd

৪. নেত্রকোণা www.netrokona.gov.bd

বিশেষ দ্রষ্টব্য: সকল জেলায় এখনো চাকরির নিয়োগ বিজ্ঞাপন প্রকাশ করেনি। তো যেগুলো করেছে সেগুলো এখানে উপস্থাপন করেছি আর যখন বাকি জেলাগুলো তাদের উপবৃত্তি প্রদানের বিজ্ঞাপন প্রকাশ করবে সঙ্গে সঙ্গে আমরা এখানে আপডেট দেব।

কোন কোন জেলার নিয়োগ এখানে প্রকাশ করা হয়?

বিভিন্ন জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি 2022

ঢাকা জেলা পরিষদ চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি 2022

ঢাকা জেলা পরিষদ চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি 2022 ডাউনলোড 1st and 2nd page

ঢাকা জেলা পরিষদ নিয়োগ আবেদন ফরম- 2022 ডাউনলোড করুন।

ঢাকা জেলা পরিষদ নিয়োগ আবেদন ফরম-2022 ডাউনলোড করুন।

সুনামগঞ্জ জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি 2022

পাবনা জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি 2022

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি 2022

ফেনী জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি 2022

নাটোর জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি 2022

জামালপুর জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি 2022

যশোর জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি 2022

খুলনা জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি 2022

চাঁদপুর জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি 2022

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি 2022

ভোলা জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি 2022

মৌলভীবাজার জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি 2022

মুন্সীগঞ্জ জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি 2022

নওগাঁ জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি 2022

নরসিংদী জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি 2022

ময়মনসিংহ জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি 2022

বগুড়া জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি 2022

গোপালগঞ্জ জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি 2022

পিরোজপুর জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি 2022

শেরপুর জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি 2022

মুন্সিগঞ্জ জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি 2022

বরগুনা জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি 2022

লক্ষ্মীপুর জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি 2022

সিরাজগঞ্জ জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি 2022

গাজীপুর জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি 2022

কিশোরগঞ্জ জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি 2022

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *