বিমান বাহিনীতে এমওডিসি পদে নতুন বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত। Bangladesh Air Force MODC job Circular 2022 has been published on the official website joinbangladeshairforce.mil.bd or joinairforce.baf.mil.bd. দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় আজই প্রকাশিত হয়েছে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি।
বাংলাদেশ বিমান বাহিনীতে আবেদনের জন্য সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা লাগবে ssc পাশ। বিমানবাহিনীতে আবেদন অবশ্যই অনলাইন এর মধ্যমে ০৩ ডিসেম্বর ২০২২ ইং তারিখ পর্যন্ত করা যাবে।
নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এবং আবেদনের যাবতীয় প্রয়োজনীয় তথ্য এই সার্কুলারেই পাবেন। নিয়মিত স্কলারশীপ খবর/ শিক্ষাবৃত্তি/ উপবৃত্তি সরকারি চাকরির খবর / কোম্পানী চাকরি পেতে আমাদের ওয়েবসাইট ভিসিট করতে পারেন- inbdjob.com
এক নজরে বিমান বাহিনী সার্কুলার (Job Summary of Air force)
বিমান বাহিনীতে এমওডিসি (মিনিস্ট্রি অব ডিফেন্স কনস্ট্রাবিউলারি) পদে নিয়োগ সার্কুলার ২০২২ সার-সংক্ষেপে দেখতে আশা করি সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। At a glance of Bangladesh Air Force MODC Circular 2022:
বাহিনীর নাম (Name of Force) | Bangladesh Airforce (বাংলাদেশ বিমানবাহিনী) |
চাকরির ধরণ (Type of Job) | Defence Job BD Govt Job |
ক্যাটাগরি (Job Category) | MODC Air এমওডিসি (এয়ার) |
শূন্যপদ (Vacancy) | Unspecified |
চাকরির প্রকৃতি (Job Nature) | ফুল টাইম (Full Time) |
বয়সসীমা (Age limitation) | ১৬ থেকে ২১ বছর (Normally) |
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) | SSC |
লিঙ্গ (Gender) | পুরুষ-মহিলা উভয়েই আবদন করতে পারবে [Men and Women (Both)] |
স্থান (Job Location) | Bangladesh |
আবেদনের ফি (Application Fee) | ১৫০/- টাকা |
অনলাইনে আবেদন শুরু: | ২৪ নভেম্বর ২০২২ |
যোগদানের সম্ভাব্য তারিখ: | ০২ এপ্রিল ২০২৩ |
অফিসিয়াল ওয়েবসাই (Official Website) | https://joinairforce.baf.mil.bd |
আবেদনের মাধ্যম (Apply Process) | অনলাইনে আবেদন করতে হবে. website: https://joinairforce.baf.mil.bd |
আবেদনের সময়সীমা (Application Deadline) | ০৩ ডিসেম্বর ২০২২ ইং তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। |
বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি | Details Airforce Job Circular
বাংলাদেশ বিমান বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সকল তথ্য নিচে থেকে দেখে নেয়া যাক।
আবেদন সংক্রান্ত সকল তথ্য
নতুন প্রকাশিত বাংলাদেশ বিমান বাহিনী এমওডিসি পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ অনুসারে আবেদন সংক্রান্ত সকল তথ্য এই সেকশন হতে জেনে নিতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা
বিমান বাহিনীতে যোগ দিতে হলে প্রার্থীকে অবশ্যই এসএসসি (SSC) পাশ করতে হবে। তবে অবশ্যই আপনাকে ২.০০ পয়েন্ট পেয়ে পাশ করলে
অন্যান্য যোগ্যতা
নাগরিকত্ব: বাংলাদেশী।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত।
বয়স: ১৬ হতে ২১ বৎসর।
উচ্চতা: ৫ ফুট ৮ ইঞ্চি।
বুকের মাপ: ৩০ ইঞ্চি। তবে সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে।
ওজন: বয়স ও উচ্চতা অনুযায়ী।
দৃষ্টিশক্তি: ৬/৬
উল্লেখ্য, বিমান সেনা নিয়োগ ২০২৩ অনুযায়ী, বয়স হিসেব করা হবে ০২ এপ্রিল ২০২৩ তারিখ অনুযায়ী।
আবেদনের সময়সীমা
Online -এ আবেদন করতে পারবেন ০৮ মে ২০২২ তারিখ হতে। আবেদনের শেষ সময় ১৪ মে ২০২২ তারিখ।
অনলাইনে আবেদন করার নিয়ম
বিমান বাহিনীর এমওডিসি (এয়ার) হিসাবে নিযুক্ত হতে আগ্রহী প্রার্থীগণ কিভাবে অনলাইনে বিমান বাহিনী নিয়োগ ফরম পূরণ করবেন তা নিচে ধাপে ধাপে বর্ণনা করা হলো।
- প্রথমে এই joinairforce.baf.mil.bd ওয়েবসাইট ভিজিট করুন।
- “Apply Now” অপশনটিতে ক্লিক করুন।
- এখন নির্দেশনা অনুসরণ করুন এবং রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। রেজিস্ট্রেশন সম্পন্ন করতে অনলাইন পদ্ধতিতে ফি বাবদ ১৫০/- টাকা পরিশোধ করতে হবে। ফি পরিশোধ করা হলে প্রার্থীর মোবাইল নম্বরে একটি User ID এবং Password দেওয়া হবে।
- উক্ত User ID এবং Password ব্যাবহার করে ‘Login’ করুন। লগ ইন করে আবেদন ফরম পূরন করুন এবং প্রিন্ট করুন।
এমওডিসি ইয়ার হিসেবে নিয়োগের পর সুবিধাসমূহ
👉 প্রশিক্ষণ চলাকালীন মাসিক বেতন ৮৮০০ টাকা। প্রশিক্ষণ শেষে পদ্ধতি অনুসারে আকর্ষণীয় বেতন-ভাতাদি প্রদান করা হবে।
👉 বিমান বাহিনীর তত্ত্বাবধানে উচ্চশিক্ষা অর্জনের সুযোগ।
👉 জাতিসংঘ মিশনে গমনের সুযোগ।
👉 বিমান বাহিনীর ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে যাতায়াতের সুযোগ।
👉 নিরাপদ বাসস্থানের ব্যবস্থা ও নিজের পরিবারের উন্নত চিকিৎসার ব্যবস্থা।
পরীক্ষার তারিখ
সকল বিভাগীয় শহরের পরীক্ষা আগামী ১৩ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ থেকে ০২ মার্চ ২০২৩ তারিখের মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ বিমান বাহিনীতে এমওডিসি চাকরি নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি (Bangladesh Air Force MODC Govt Job Circular 2022 All Images)
বাংলাদেশ বিমান বাহিনীতে এমওডিসি চাকরির নিয়োগ বিজ্ঞপি ২০২২ অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই দেখে তার পরে আবেদন করবেন। Bangladesh Air Force Job Circular 2022 Official Circular PDF Download link is below:
joinairforce.baf.mil.bd OFFICIAL JOB CIRCULAR

- এক নজরে inbdjob.com
- সকল চাকরি একসাথে দেখতে
- সরকারি চাকরি
- কোম্পানী/ এনজিও চাকরি
- সাপ্তাহিক পত্রিকা
- ডিফেন্স চাকরি
- পরীক্ষার সময়সূচি
- উপবৃত্তি/শিক্ষাবৃত্তি
- শিক্ষা
সূত্র: https://joinairforce.baf.mil.bd/
Shariatpur theke abedon kora jabe?
Plzbolen
ha vai jabe