বাংলাদেশ গ্যাস ফিল্টস্ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ও মৌখিক পরীক্ষার তালিকা। Bangladesh Gas Fields Company Ltd. Written Test Result and Viva Date
বাংলাদেশ গ্যাস ফিল্টস্ কোম্পনী লিমিটেড (বিজিএফসিএল)-এর জনবল নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি সুত্র নং: 28.10.1213.063.05.002.20 তারিখ: 27.07.2020 এর আলোকে আবেদনকারী প্রার্থীদের গত 08.10.2021, 28.10.2021 ও 03.12.2021 তারিখে অনুষ্ঠিত আইবিএ ও বুয়োট কর্তৃক গৃহীত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এবং মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত নিম্নোক্ত রোল নম্বরধারী (মেধাক্রম অনুসারে নয়) প্রার্থীদের মৌখিক পরীক্ষা বর্ণিত সময়সূচি অনুযায়ী বিজিএফসিএল এর ঢাকা লিয়াজোঁ অফিস, পেট্রোসেন্টার (১৫তলা), ৩, কাওরান বাজার, ঢাকা ১২১৫ এর মিটিং রুমে অনুষ্ঠিত হবে:

সাধারণ নির্দেশাবলী:
১) সকল শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ, নাগরিকত্ব সনদ এবং কোটা সংক্রান্ত সনদপত্রের মূলকপি সঙ্গে আনতে হবে;
২) সরকারি/আধা-সরকারি/স্বায়ত্বশাসিত সংস্থায় চাকুরিতে নিযুক্ত থাকলে অবশ্যই নিয়ােগকারী কর্তৃপক্ষ হতে ছাড়পত্র(Clearance Certificate) সঙ্গে আনতে হবে;
৩) লিখিত পরীক্ষার প্রবেশপত্র, Applicant’s Copy, সদ্য তােলা ০২কপি সত্যায়িত ছবি ও সকল সনদপত্রের এক সেট সত্যায়িত ফটোকপি এবং মুক্তিযােদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের মুক্তিযােদ্ধা সনদ যাচাই সংক্রান্ত ফরম পূরণকরত: মৌখিক পরীক্ষার নির্ধারিত সময়ের ৩০ মিনিট পূর্বে মৌখিক পরীক্ষার বাের্ডে দাখিল করতে হবে;
৪) মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না; এবং
৫) মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় বিজিএফসিএল এর ওয়েবসাইট (www.bgfcl.org.bd) থেকে পাওয়া যাবে এবং প্রার্থীকে টেলিটক কর্তৃক SMS এর মাধ্যমে জানানাে হবে।