Skip to content
Home » বাংলাদেশ ফিল্ম আর্কাইভ নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Film Archive – BFA Job Circular 2022

বাংলাদেশ ফিল্ম আর্কাইভ নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Film Archive – BFA Job Circular 2022

BFA Job Circular 2022

বাংলাদেশ ফিল্ম আর্কাইভ (বিএফএ) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ অফিসিয়ালভাবে আজ ১৮ এপ্রিল ২০২২ ইং তারিখে প্রকাশিত হয়েছে। Bangladesh Film Archive (BFA) govt Job Circular 2022 has been published & the official website is www.bfa.gov.bd. ০৬টি ক্যাটাগরীতে মোট ৮টি শূণ্যপদ পূরণের লক্ষ্যে অভিজ্ঞ এবং অনভিজ্ঞ জনবল নিয়োগের নিমিত্তে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীগণ নারী-পুরুষ উভয়েই আগামী ১৯ মে ২০২২ ইং তারিখ পর্যন্ত ডাকযোগের মাধ্যমে আবেদন করতে পারবেন। চলুন বিএফএ নিয়োগ বিজ্ঞপ্তি 2022 -এর আলোকে আরো বিস্তারিত জেনে নেই।

নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এবং আবেদনের যাবতীয় প্রয়োজনীয় তথ্য এই সার্কুলারেই পাবেন। নিয়মিত স্কলারশীপ খবর/ শিক্ষাবৃত্তিউপবৃত্তি  সরকারি চাকরির খবর / কোম্পানী চাকরি পেতে আমাদের ওয়েবসাইট ভিসিট করতে পারেন- inbdjob.com

একনজরে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ নিয়োগ (Summary of BFA Govt Job)

বাংলাদেশ ফিল্ম আর্কাইভ (বিএফএ) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এর বিশেষ বিশেষ বিয়য়গুলো দেখে নেন। Bangladesh Film Archive (BFA) Job Circular 2022 Summary is below:

  • প্রতিষ্ঠানের নাম (Name of the Organization): বাংলাদেশ ফিল্ম আর্কাইভ (বিএফএ) – Bangladesh Film Archive (BFA)
  • চাকরির ধরণ (Type of Job)সরকারি চাকরি (Government Job)
  • চাকরির সময়কাল: অস্থায়ী চাকরি।
  • শূন্যপদ (Vacancy): ০৮ জন।
  • চাকরির প্রকৃতি (Job Nature): ফুল টাইম।
  • বয়সসীমা (Age limitation): ১৮-৩০ বছর (সাধারণ)।
  • যোগ্যতা (Qualification) : উচ্চ মাধ্যমিক বা সমমান পাশ।
  • লিঙ্গ (Gender): পুরুষ-মহিলা উভয়ই আবেদন করতে পারবে (Men and Women Both)
  • জেলা (Job Location): সকল জেলা।
  • আবেদনের ফি (Application Fee: ১০০/- টাকার ট্রেজারি চালান।
  • অফিসিয়াল ওয়েবসাই (Official Website): www.bfa.gov.bd
  • আবেদনের মাধ্যম (Apply Process): ডাকযোগে।
  • আবেদনের সময়সীমা (Application Deadline): ১৮/০৪/২০২২ইং থেকে ১৯/০৫/২০২২ইং তারিখ পর্যন্ত।

আরও দেখুন-
বাংলাদেশ সমরাস্ত্র কারখানা নিয়োগ বিজ্ঞপ্তি
পল্লী উন্নয়ন ও সমবায় নিয়োগ বিজ্ঞপ্তি
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি


বিস্তারিত বাংলাদেশ ফিল্ম আর্কাইভ নিয়োগ বিজ্ঞপ্তি (BFA Govt Project Job)

DBangladesh Film Archive (BFA) job circular 2022 Vacancies and more details about designation. বাংলাদেশ ফিল্ম আর্কাইভ (বিএফএ) চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে দেওয়া হলো-

বিজ্ঞপ্তির শূন্যপদগুলো নিম্নরুপ-

১। পদের নাম: উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ/ মেইনটেনেন্স)
পদ সংখ্যা: ১ টি
বেতন: ২৭১০০/- টাকা
বেতন গ্রেড: ১০
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রী।

২। পদের নাম: সহকারি ক্যামেরাম্যান
পদ সংখ্যা: ২ টি
বেতন: ২৭১০০/- টাকা
বেতন গ্রেড: ১০
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রী।

৩। পদের নাম: অডিও এডিটর
পদ সংখ্যা: ২ টি
বেতন: ২৭১০০/- টাকা
বেতন গ্রেড: ১০
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রী।

৪। পদের নাম: টেকনিশিয়ান
পদ সংখ্যা: ১ টি
বেতন: ২৭১০০/- টাকা
বেতন গ্রেড: ১৩
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক ডিগ্রী।

৫। পদের নাম: সহকারী হিসাব রক্ষক
পদ সংখ্যা: ১ টি
বেতন: ১৭৭০৫/- টাকা
বেতন গ্রেড: ১৫
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রী।

৬। পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
পদ সংখ্যা: ১ টি
বেতন: ১৭০৪৫/- টাকা
বেতন গ্রেড: ১৬
শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক ডিগ্রী।

বি.দ্র: প্রার্থীদের ১৯/০৫/২০২২ইং তারিখে বয়স ১৮-৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধাদের সন্তান বা সন্তানের সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর।

শর্তাবলী 

  • পদসমূহে নিয়ােগ প্রকল্প মেয়াদ পর্যন্ত বলবৎ থাকবে।
  • ১৯.০৫.২০২২ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীরমুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যা অথবা মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র/কন্যার পুত্র/কন্যার ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। মুক্তিযােদ্ধা কোটার আবেদনের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সনদপত্রের সত্যায়িত অনুলিপি আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে। বয়স প্রমাণের জন্য কোন এফিডেভিট গ্রহণযােগ্য নয়।
  • জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক ১৯.০৯.২০০৪ তারিখে জারীকৃত সম/সওব্য/টিম-১(২)/১১/২০০৩-১৬৫ সংখ্যক স্মারক অনুসারে সমাপ্ত প্রকল্পের জনবল অন্য প্রকল্পে নিয়ােগের ক্ষেত্রে প্রবেশ পদে নিয়ােগের বয়সসীমা শিথিলযােগ্য।
  • বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযােগ্য।
  • নিয়ােগের ক্ষেত্রে সরকার নির্ধারিত বিধি-বিধান ও কোটাপদ্ধতি অনুসরণ করা হবে।
  • সরকারি/আধা-সরকারী সংস্থায় চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
  • ডাটা এন্ট্রি অপারেটর পদে গৃহীত লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীর ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।

আবেদনের পদ্ধতি – Apply Process of Uddipan Job Circular 2022

আবেদন পদ্ধতি

আবেদনপত্র আগামী ১৯.০৫.২০২২ তারিখ অফিস সময়ের মধ্যে প্রকল্প পরিচালক, দেশী ও বিদেশী উৎস হতে মুক্তিযুদ্ধের অডিও ভিজুয়াল দলিল সংগ্রহ ও সংরক্ষণ এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক প্রকল্প, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, এফ-৫, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ বরাবর ডাক/কুরিয়ার যােগে পৌছাতে হবে। নির্ধারিত তারিখের পর কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।

নির্ধারিত আবেদন ফরম অফিসিয়াল ওয়েবসাইটে (www.bfa.gov.bd) অথবা একটু নিচের দিকে গেলেই পেয়ে যাবেন।

আবেদনপত্রের সাথে প্রার্থীর নাম ও ঠিকানা সম্বলিত ১০ টাকার ডাকটিকিট লাগানো একটি অব্যবহৃত ফেরত খাম প্রেরণ করতে হবে।

আবেদন ফি প্রদান

আবেদনপত্রের সাথে সকল প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ সকল পদের জন্য ১০০/- (একশত) টাকা এ ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিয়ে মূল কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। কোন অবস্থাতেই ব্যাংক ড্রাফট/পে-অর্ডার গ্রহণযােগ্য হবে না।

আবেদনের শেষ তারিখ

আবেদনপত্র আগামী ১৯ মে ২০২২ তারিখের মধ্যে ডাকযোগে প্রেরণ করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

প্রকল্প পরিচালক
বাংলাদেশ ফিল্ম আর্কাইভ,
এফ-৫, আগারগাঁও প্রশাসনিক এলাকা
শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।

প্রয়োজনীয় কাগজপত্রাদি – Required Documents

আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে: (ক) আবেদনকারীর সদ্যতােলা ৩ (তিন) কপি পাসপাের্ট সাইজের সত্যায়িত রঙ্গিন ছবি, (খ) শিক্ষাগত যােগ্যতার ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি, (গ), জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদপত্র, (ঘ) পৌরসভার মেয়র/ওয়ার্ড কমিশনার/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্রের সত্যায়িত অনুলিপি (ঙ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার নিকট থেকে প্রাপ্ত চারিত্রিক সনদপত্র, (চ) কোটার প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ প্রতিষ্ঠান/কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্রের সত্যায়িত অনুলিপি, (ছ) প্রার্থীর নাম ও ঠিকানাসম্বলিত ১০ (দশ) টাকা মূল্যমানের অব্যবহৃত ডাকটিকেটযুক্ত ৪১/২”x ৯১/” সাইজের ১টি ফেরত খাম।

বাংলাদেশ ফিল্ম আর্কাইভ চাকরি নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি (Bangladesh Film Archive Govt Job Circular 2022 All Images)

বাংলাদেশ ফিল্ম আর্কাইভ (বিএফএ) চাকরির নিয়োগ বিজ্ঞপি ২০২২ অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই দেখে তার পরে আবেদন করবেন। Bangladesh Film Archive (BFA) Job Circular 2022 Official Circular PDF Download link is below:

WWW.BFA.GOV.BD OFFICIAL JOB CIRCULAR

BFA Job Circular 2022
BFA Job Circular 2022
 Bangladesh Film Archive - BFA Job Circular 2022
Bangladesh Film Archive – BFA Job Circular 2022
BFA Job ‍Application Form
BFA Job ‍Application Form

বিশেষ দ্রষ্টব্য:

  • প্রার্থীকে লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
  • প্রার্থীকে খামের ওপর পদের নাম স্পষ্ট অক্ষরে লিখতে হবে এবং মুক্তিযােদ্ধার সন্তান হলে পোেষ্য উল্লেখ করতে হবে।
  • ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ এবং নির্ধারিত তারিখের পরে প্রাপ্ত আবেদনপত্র কোন কারণ দর্শানাে ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে।
  • আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যােগ্যতার প্রমাণকসহ মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে।
  • নিয়ােগ সংক্রান্ত বিষয়ে নিয়ােগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

সূত্র: বাংলাদেশ ফিল্ম আর্কাইভ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *