বিজ্ঞপ্তি ২০২০ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন প্রসঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজ (২৫ এপ্রিল ২০২২)।
সংশ্লিষ্ট সকলকে জানানাে যাচ্ছে যে, ২০২০ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আগামী ২৭/০৪/২০২২ তারিখ থেকে ১৫/০৫/২০২২ তারিখ পর্যন্ত Online-এ আবেদনসহ ব্যাংকে টাকা জমা দেয়া যাবে।
আমাদের ওয়েবসাইটে (ইনবিডিজবডটকম) প্রতিদিন নতুন নতুন স্কলারশীপ খবর/ শিক্ষাবৃত্তি/ উপবৃত্তি খবর এবং সরকারি চাকরি / কোম্পানী চাকরি সার্কুলার প্রকাশ করা হয়। আপডেট পেতে নিয়মিত ভিসিট করুন inbdjob.com
- চলমান সকল সরকারি চাকরির নিয়োগ তালিকা
- সমস্ত চাকরির লিখিত ও মৌখিক পরীক্ষা সময়সূচি দেখুন
- সকল সরকারি চাকরির পরীক্ষার রেজাল্ট এখানে
Pay Slip সংগ্রহ ও জমাদানের নিয়মাবলী
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://103.113.200.36/PAMS/ICTUnit/Re_scrutiny.aspx থেকে Online-এ আবেদন ফরম পূরণ করে Pay Slip ডাউনলােড করে নিকটস্থ সােনালী ব্যাংকের যেকোন শাখার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে হবে অথবা সােনালী ব্যাংকের Online payment gateway ব্যবহার করে মােবাইল ব্যাংকিং সেবা- নগদ, বিকাশ, রকেট অথবা বিভিন্ন ধরণের কার্ড যেমনঃ AMERICAN EXPERESS, VISA, DBBL, NEXUS, MASTER CARD অথবা সোনালী ব্যাংকের হিসাবধারীরা নিজ হিসাব থেকে Online-এ টাকা ট্রান্সফার করে আবেদন করতে পারবে। ফি জমাদানের সাথে সাথে আবেদন প্রক্রিয়া শেষ হবে।
আবেদন করতে নিচে Apply Now তে ক্লিক করুন।
নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে আবেদন ফরমপূরণ করা, Pay Slip ডাউনলােড করা এবং টাকা জমা দেয়া যাবে না। ব্যাংকে প্রচলিত অন্য কোন ফরমে টাকা জমা প্রদান করা হলে এবং পরবর্তীতে যে কোন প্রকার উদ্ভূত জটিলতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
আবেদন ফি – Re-scrutiny Fee
আগ্রহী শিক্ষার্থীকে ফলাফল পুনঃনিরীক্ষণে আবেদনের জন্য ফি বাবদ প্রতিপত্র ৮০০/- (আটশত) টাকা প্রদান করতে হবে।
আবেদনের সময়সীমা – Deadline of Application
পুনঃনিরীক্ষণের জন্য আগামী ২৭/০৪/২০২২ তারিখ থেকে ১৫/০৫/২০২২ তারিখ পর্যন্ত Online-এ আবেদনসহ ব্যাংকে টাকা জমা দেয়া যাবে।
অফিসিয়াল নোটিশ-

- এক নজরে inbdjob.com
- সকল চাকরি একসাথে দেখতে
- সরকারি চাকরি
- কোম্পানী/ এনজিও চাকরি
- সাপ্তাহিক পত্রিকা
- ডিফেন্স চাকরি
- পরীক্ষার সময়সূচি
- উপবৃত্তি/শিক্ষাবৃত্তি
- শিক্ষা
সূত্র: জাতীয় বিশ্ববিদ্যালয়
the link provided on the notic some thing wrong with it please rectify it thanks.
ধন্যবাদ ভাই তথ্যটি দেবার জন্য, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত লিংকেই একটু ভুল ছিল!
এখন ঠিক করা হয়েছে, অনুগ্রহ করে আবার চেষ্ট করুন।
-পরিশেষে আবারও ধন্যবাদ আপানাকে <3