Skip to content
Home » যমুনা অয়েল কোম্পানী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | Jamuna Oil Company Limited Job Circular 2022

যমুনা অয়েল কোম্পানী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | Jamuna Oil Company Limited Job Circular 2022

Jamuna Oil Company Limited Job Circular 2022

যমুনা অয়েল কোম্পানী লিমিটেড (বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান) Jamuna Oil Company Limited Job Circular 2022 has been published on the official website www.jamunaoil.gov.bd and daily newspaper. The number of Total Vacancies is 17 under 11 different Categories. Last date of application of Jamuna oil job is 30/2/2022;

কর্মকর্তা নিয়ােগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যমুনা অয়েল কোম্পানী।

একনজরে যমুনা অয়েল নিয়োগ বিজ্ঞপ্তি(JOCL job circular)

এক নজরে যমুনা অয়েল কোম্পানী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ দেখুন। At a glance of JOCL (jamunaoil) job circular is below check.
যমুনা অয়েল কোম্পানী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এর সার-সংক্ষেপ:

  • প্রতিষ্ঠানের নাম (Name of the Organization): অয়েল কোম্পানী লিমিটেড (Jamuna Oil Company Limited)
  • চাকরির ধরণ (Type of Job): কোম্পোনী চাকরি (Private Job)
  • শূন্যপদ (Vacancy): ১৭ জন।
  • চাকরির প্রকৃতি (Job Nature): ফুল টাইম (Full Time)
  • বয়সসীমা (Age limitation): 18-30 Year(s) (normally)
  • শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা (Educational Qualification and Experience) : সবার নিচের বিজ্ঞাপনটি দেখার অনুরোধ রইল
  • লিঙ্গ (Gender): পুরুষ-মহিলা উভয়ই আবেদন করতে পারবে (Men and Women Both)
  • স্থান (Job Location): Bangladesh
  • আবেদনের ফি (Application Fee: ৭০০/- টাকা।
  • বেতন গ্রেড (Salary Range): সর্বোচ্চ ৫৭,৫১০/- টাকা।
  • অফিসিয়াল ওয়েবসাই (Official Website): www.jamunaoil.gov.bd
  • আবেদনের মাধ্যম (Apply Process): অনলাইনের মাধ্যমে, ওয়েবসাই http://jocl.telelalk.com.bd
  • আবেদনের সময়সীমা (Application Deadline): 09/03/2022 থেকে 30/03/2022ইং তারিখ।

বিস্তারিত যমুনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (Jamuna Oil Job Circular)

বিস্তারিত যমুনা অয়েল কোম্পানী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (Jamuna Oil Company Limited Job Circular Details)।

যমুনা অয়েল কোম্পানী লিমিটেড এ নিম্নোক্ত পদসমূহে নিয়ােগের নিমিত্তে প্রত্যেক পদের পার্শ্বে বর্ণিত শিক্ষাগত ও পেশাগত যােগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য শর্তাধীনে বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অন-লাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে:

০১. পদের নাম: সিনিয়র অফিসার (একাউন্টস)
শূন্যপদের সংখ্যা: ০২ টি
বেতন স্কেল: ২৯,০০০ – ৫৭,৫১০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: নিচে থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন;
বয়স: সর্বোচ্চ ৩৬ বছর।

০২. পদের নাম: সিনিয়র অফিসার (মেইনটেন্যান্স)
শূন্যপদের সংখ্যা: ০১ টি
বেতন স্কেল: ২৯,০০০ – ৫৭,৫১০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: নিচে থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন;
বয়স: সর্বোচ্চ ৩৬ বছর।

০৩. পদের নাম: সিনিয়র অফিসার (অপারেশন্স)
শূন্যপদের সংখ্যা: ০১ টি
বেতন স্কেল: ২৯,০০০ – ৫৭,৫১০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: নিচে থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন;
বয়স: সর্বোচ্চ ৩৬ বছর।

০৪. পদের নাম: অফিসার (কনফিডেনসিয়াল)
শূন্যপদের সংখ্যা: ০৫ টি
বেতন স্কেল: ২৩,০০০ – ৫৫,৪৭০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: নিচে থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন;
বয়স: সর্বোচ্চ ৩৩ বছর।

০৫. পদের নাম: অফিসার (হিউম্যান রিসোর্স)
শূন্যপদের সংখ্যা: ০১ টি
বেতন স্কেল: ২৩,০০০ – ৫৫,৪৭০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: নিচে থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন;
বয়স: সর্বোচ্চ ৩৩ বছর।

০৬. পদের নাম: অফিসার (টেকনিক্যাল সার্ভিসেস)
শূন্যপদের সংখ্যা: ০১ টি
বেতন স্কেল: ২৩,০০০ – ৫৫,৪৭০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: নিচে থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন;
বয়স: সর্বোচ্চ ৩৩ বছর।

০৭. পদের নাম: জুনিয়র অফিসার (সেলস)
শূন্যপদের সংখ্যা: ০১ টি
বেতন স্কেল: ২২,০০০ – ৫৩,০৬০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: নিচে থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন;
বয়স: সর্বোচ্চ ৩০ বছর।

০৮. পদের নাম: জুনিয়র অফিসার (একাউন্টস/ফাইন্যান্স)
শূন্যপদের সংখ্যা: ০২ টি
বেতন স্কেল: ২২,০০০ – ৫৩,০৬০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: নিচে থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন;
বয়স: সর্বোচ্চ ৩০ বছর।

০৯. পদের নাম: জুনিয়র অফিসার (পার্চেজ)
শূন্যপদের সংখ্যা: ০১ টি
বেতন স্কেল: ২২,০০০ – ৫৩,০৬০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: নিচে থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন;
বয়স: সর্বোচ্চ ৩০ বছর।

১০. পদের নাম: জুনিয়র অফিসার (প্ল্যানিং এন্ড ইকোনমিকস)
শূন্যপদের সংখ্যা: ০১ টি
বেতন স্কেল: ২২,০০০ – ৫৩,০৬০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: নিচে থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন;
বয়স: সর্বোচ্চ ৩০ বছর।

১১. পদের নাম: জুনিয়র অফিসার (ইঞ্জিনিয়ারিং এন্ড ডেভেলপমেন্ট)
শূন্যপদের সংখ্যা: ০১ টি
বেতন স্কেল: ২২,০০০ – ৫৩,০৬০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: নিচে থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন;
বয়স: সর্বোচ্চ ৩০ বছর।

কিভাবে আবেদন করব? (How to apply jocl job circular)

যমুনা অয়েল কোম্পানী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য ২টি ধাপ সম্পন্ন করতে হবে। প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করে User Id and Password পাবার পরে টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বারের মধ্যেমে পেমেন্ট পরিশোধ করতে হবে।

তো তাহলে চলুন আমরা প্রথমে অনলঅইনে আবেদন করি-

অনলাইনে আবেদনের পদ্ধতি (Online Application of jocl job circular)

Jamuna Oil Job Circular Online Application Process is below (official website is jamunaoil.gov.bd):

  • প্রথমে jocl.teletalk.com.bd ওয়েবসাইট এ যেতে হবে ।
  • এবার Application Form এ ক্লিক করুন।
  • যে কোন ০১ টি পদ সিলেক্ট করে Next এ ক্লিক করুন।
  • এবার No সিলেক্ট করে Next এ ক্লিক করুন।
  • এর পরেই যমুনা অয়েল কোম্পানী লিমিটেড এর চাকরির অনলাইন আবেদন ফরম পেয়ে যাবেন (jamunaoil job circular application form)।
  • ফরমটি যথাযথভাবে পূরণ করে, ছবি ও স্বাক্ষর যথা নিয়মে আপলোড করে সাবমিট দিলেই অনলাইনের কার্যক্রম শেষ হয়ে যাবে।

বি.দ্র: একজনে একটি পদেই আবেদন করতে পারবেন।

পেমেন্ট দেবার নিয়ম (Payment of JOCL Job Application Fees)

প্রার্থী টেলিটক প্রিপেইড মোবাইল ফোনের মাধ্যম খুব সহজেই আবেদনের পেমেন্ট বা চার্জ পরিশোধ করতে পারেন। How to Send Mobile SMS from Teletalk SIM For Jamuna Oil Company Limited– JOCL Job Circular Application? Don’t worry follow my given easier steps.

Below check the SMS format

We have to send 2 SMS to complete the procedure, here it is:

Think you complete your online application and your user id is “INDBJOB”

1st SMS: “JOCL” then “space” then “User Id” and Send to “16222”
Example: JOCL INBDJOB Send to 16222

পেমেন্ট দেবার নিয়ম (Payment of JOCL Job Application Fees)

2nd SMS: “JOCL” then “YES” then “PIN” and Send to “16222”
Example: JOCL YES 12345786 Send to 16222

আবেদনকারীদের জন্য প্রযােজ্য শর্তাবলী

১। আগ্রহী প্রার্থীগণকে অন-লাইনের মাধ্যমে আবেদন করাতে হবে। সরাসরি/ডাকযােগে/কুরিয়ারের মাধ্যমে কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না
২। প্রার্থীগণকে http://jocl.teletalk.com.bd এই ওয়েব সাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে।
(ক) আবেদনের সময়সীমা নিম্নরূপ:
অন-লাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ০৯/০৩/২০২২, সময়: সকাল ১০:০০টা।
অন-লাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ৩০/০৩/২০২২, সময় বিকাল ০৫:০০টা।
উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অন-লাইনে আবেদনপত্র জমাদানের সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
(খ) এসএমএস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান পদ্ধতি: অন-লাইনে আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর আপলােড় করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন প্রার্থী একটি ইউজার আইডি, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন । উক্ত Applicant’s copy প্রার্থী ভাউনলােড পূর্বক রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant’s কপিতে একটি ইউজার আইডি নম্বর দেয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন টেলিটক প্রিপেইড মােবাইল নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ টা: ৭০০/-(সাত শত) মাত্র অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। প্রথম SMS: JOCL User ID লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করলে ১টি পিন
নম্বর পাওয়া যাবে। দ্বিতীয় SMS: JOCL Yes PIN লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে।
৩। নিয়ােগের ক্ষেত্রে বিপিসি কর্তৃক অনুমােদিত কোম্পানির বিদ্যমান নিয়ােগ নীতিমালা ও নিয়ােগ বিধিমালা অনুসরণ করা হবে।
৪। লিখিত ও মৌখিক পরীক্ষার ক্ষেত্রে কোন টিএ/ডিএ প্রদান করা হবে না ।
৫। একজন প্রার্থী নিয়ােগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত কেবলমাত্র ০১ (এক) টি পদের বিপরীতে দরখাস্ত করতে পারবেন। একই পদের জন্য একাধিক দরখাস্ত বা একই ব্যক্তি একাধিক পদের জন্য দরখাস্ত করলে সকল দরখাস্ত বাতিল বলে গণ্য হবে।
৬। জিপিএ-তে ফলাফল প্রাপ্ত প্রার্থীদের শিক্ষাগত যােগ্যতার বিভাগ/শ্রেণী নির্ধারণের ক্ষেত্রে এতদবিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত পরিপত্র অনুসরণ করা হবে। নিয়ােগের ক্ষেত্রে শিক্ষাগত যােগ্যতার কোন পর্যায়ে ৩য় বিভাগ/শ্রেণী বা সমপর্যায়ের জিপিএ গ্রহণযোগ্য হবে না। এছাড়া appeared প্রার্থীগণ আবেদনের জন্য যোগ্য বিবেচিত হবেন না।
৭। যে সকল পদের বিপরীতে যত বছর এবং যে বিষয়ের উপর অভিজ্ঞতা চাওয়া হয়েছে, তা বিজ্ঞপ্তিতে উল্লিখিত শর্তানুযায়ী হতে হবে। কোন পদের বিপরীতে বিজ্ঞপ্তিতে উল্লেখিত শিক্ষাগত ডিগ্রী প্রাপ্তির পূর্বে শিক্ষাকালীন সময়ের কোন চাকুরীর অভিজ্ঞতা ঐ পদের জন্য সংশ্লিষ্ট অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হবে না।
৮। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষাগত যােগ্যতা পাবলিক বা ইউজিসি অনুমােদিত শিক্ষাপ্রতিষ্ঠান হতে সম্পন্ন করতে হবে। বিদেশি কলেজ বিশ্ববিদ্যালয় হতে অর্জিত ডিগ্রীর ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন হতে সমতুল্য সনদ দাখিল করতে হবে ।
৯। প্রার্থীর বয়স নিয়ােগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত আবেদনের শেষ তারিখে সংশ্লিষ্ট পদের বিপরীতে উল্লেখিত বয়সের অধিক হবে না।
১০। সরকারী আধা-সরকারী স্বায়ত্তশাসিত সংস্থায় চাকুরীরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় আবশ্যিকভাবে যথাযথ কর্তৃপক্ষের উক্ত অনুমতিপত্র প্রদর্শন করতে হবে।
১১। অসম্পূর্ণ ভুল তথ্য সম্বলিত দরখাস্ত ও নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত দরখাস্ত বাতিল বলে গণ্য হবে।
১২। বিজ্ঞপ্তিতে উল্লেখিত সকল পদের ক্ষেত্রে কম্পিউটারে এমএস অফিস (ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্ট) জানা থাকতে হবে।
১৩। নিয়ােগের বিষয়ে কোন প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে।
১৪। লিখিত ও মৌখিক পরীক্ষার নােটিশ প্রার্থীর মােবাইলে SMS এর মাধ্যমে ও যমুনা অয়েল কোম্পানী লিমিটেড এর ওয়েব সাইট হতে জানা যাবে।
১৫। কোন প্রার্থী নিয়ােগ লাভের পর তার প্রদত্ত কোন তথ্য মিথ্যা প্রমাণিত হালে নিয়ােগ বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৬। বিজ্ঞপ্তিতে উল্লেখিত জুনিয়র অফিসার পদসমূহের ক্ষেত্রে সরকার বিধি-বিধান অনুযায়ী মুক্তিযােদ্ধার সন্তান/উত্তরাধিকারী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ (বত্রিশ বছর।
১৭। প্রার্থীগণকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় আবেদনপত্রের রঙ্গিন প্রিন্টেড কপি, সদ্যতােলা ০৩ (তিন) কপি রঙ্গিন ছবি, সকল শিক্ষাগত যােগ্যতার মূল সার্টিফিকেট, মার্কশীট/ট্রান্সক্রিপ্ট, অভিজ্ঞতা সনদ (প্রযােজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্র (এনআইডি স্মার্ট কার্ড) উপস্থাপন করতে হবে। বর্ণিত দলিলাদির একসেট ফটোকপি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার মাধ্যমে সত্যায়নপূর্বক দাখিল করতে হবে।
১৮। প্রার্থীগণকে চূড়ান্ত নিয়ােগ লাভের পূর্বে স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
১৯। নিয়ােগকারী কর্তৃপক্ষ কোন কারণ দর্শানাে ব্যতিরেকে যে কোন সময়ে প্রয়ােজন বােধে এ নিয়ােগ কার্যক্রমপ্রক্রিয়া আংশিক বা সম্পূর্ণ পরিবর্তন, বাতিল এবং প্রার্থীদের কাউকে নিয়ােগ প্রদান করা বা না করার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার সংরক্ষণ করে।

যমুনা ওয়েল নিয়োগ বিজ্ঞপ্তি পিডিএফ (jocl.gov.bd Job Circular 2022 PDF)

JOCL PDF full job circular 2022 download below (jamunaoil)

যমুনা ওয়েল নিয়োগ বিজ্ঞপ্তি পিডিএফ (jocl.gov.bd Job Circular 2022 PDF)

প্রবেশপত্র ডাউনলোড (Download Admit Card of JOCL Job Circular)

পরীক্ষার নোটিশ এবং প্রবেশপত্র সম্পর্কীত তথ্য প্রার্থীর মোবাইলে ক্ষুদে বার্তার মাধ্যমে দেওয়া হবে। এছাড়াও যমুনা অয়েল কোম্পানী লিমিটেড এর ওয়েবসাইট www.jamunaoil.gov.bd ও jocl.teletalk.com.bd এর মাধ্যমেও জানতে পারবেন। যমুনা তেল কোম্পানীর প্রবেশপত্র এখনও ছাড়েনি। তবে যখনই ছাড়বে যখনই এখানে তার আপডেট পাবেন।

প্রবেশপত্র কিভাবে ডাউনলো করবেন সেটি এখন থেকেই জেনে রাখা ভালো। প্রবেশপত্র যখন ছাড়বে তখনই আপনি অনলাইন থেকে প্রাথমিক আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছিলেন সেই মোবাইল নাম্বারে একটি এসএমএস যাবে। এসএমএস এ User Id and Password দেওয়া থাকবে। উক্ত User Id and Password ব্যবহার করে নিচের পদ্ধতি অনুসরণ করলেই হবে।

  • 1st Step type “http://jocl.teletalk.com.bd/admitcard/index.php”
  • Then type your user id and password (see image below);
  • Not Click On Submit button;
  • Now click on Download Admit Card, That’s it.

লিখিত ও মৌখিক পরীক্ষা (Written and Viva Exam)

লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পর্কে যাবতীয় তথ্য প্রার্থীগণ যমুনা ওয়েল কোম্পানীর অফিসিয়াল ওয়েব সাইটে www.jamunaoil.gov.bd ও jocl.teletalk.com.bd এর মাধ্যমেও জানতে পারবেন। এছাড়াও প্রার্থীর মোবাইলে ক্ষুদে বার্তার মাধ্যমে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *