Skip to content
Home » ১০৫ পদে মেঘনা গ্রুপ নিয়োগ ২০২২ । Meghna Group (MGI) Job Circular 2022

১০৫ পদে মেঘনা গ্রুপ নিয়োগ ২০২২ । Meghna Group (MGI) Job Circular 2022

মেঘনা গ্রুপ নিয়োগ ২০২২ । Meghna Group Job Circular 2022

মাত্র এসএসসি বা সমমান পাশে মেঘনা গ্রুপ এ বিশাল নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত হয়েছে। Meghna Group of Industries (MGI) Job Circular has been published on the official website www.mgi.org. মেঘনা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এ ৩টি পদের অধীনে ১০৫ জন লোক নিয়োগ করা হবে। আগ্রহী নারী-পুরুষ উভয়েই আগামী ১৬-১৮ জুলাই ২০২২ তারিখে সরাসরি উপস্থিত থাকতে হবে। চলুন এমজিআই নিয়োগ বিজ্ঞপ্তি 2022 -এর আলোকে আরো বিস্তারিত জেনে নেই।

নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এবং আবেদনের যাবতীয় প্রয়োজনীয় তথ্য এই সার্কুলারেই পাবেন। নিয়মিত স্কলারশীপ খবর/ শিক্ষাবৃত্তিউপবৃত্তি  সরকারি চাকরির খবর / কোম্পানী চাকরি পেতে আমাদের ওয়েবসাইট ভিসিট করতে পারেন- inbdjob.com

একনজরে মেঘনা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (At a Glance Meghna Group Job Circular)

মেঘনা গ্রুপের (এমজিআই) এ বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ একনজরে দেখে নেন এখান থেকে। Meghna Group Job Circular 2022 summary is below:

  • কোম্পানির নাম (Name of the Organization): মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ – Meghna Group of Industries (MGI)
  • পদের নাম (Post Name) : ০৩টি পদ, নামগুলো নিচে থেকে দেখার অনুরোধ রইল।
  • চাকরির ধরণ (Type of Job): বেসরকারি চাকরি /Private Job Circular
  • শূন্যপদ / Vacancy: ১০৫।
  • Job Nature: ফুল টাইম।
  • শিক্ষাগত যোগ্যতা/ Educational Qualification: ন্যূনতম ৮ম শ্রেণি/ মাধ্যমিক বা সমমান ডিগ্রী।
  • লিঙ্গ/ Gender: পুরুষ এবং মহিলা উভয়েই আবেদন করতে পারবেন।
  • আবেদন পদ্ধতি/ Apply Process: সরাসরি (Direct)।
  • আবেদনের সময়সীমাApplication Deadline: ১৪-১৮ জুলাই ২০২২ইং তারিখ।
  • অফিসিয়াল ওয়েবসাইট: www.mgi.org

আরও দেখতে পারেন-
চলমান সকল কোম্পানীর চাকরির খবর
চলমান সকল সরকারি চাকরি নিয়োগ তালিকা 


মেঘনা গ্রুপ নিয়ােগ ২০২২ বিস্তারিত (Meghna Group Job Circular 2022)

বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর অঙ্গ প্রতিষ্ঠান “মেঘনা এডিবল অয়েলস্ রিফাইনারী লিমিটেড” এ উৎসাহী, যােগ্য এবং অভিজ্ঞ ব্যক্তিদের মেঘনাঘাট, সােনারগাঁও, নারায়ণগঞ্জ ফ্যাক্টরি কমপ্লেক্সে নিম্নে বর্ণিত পদসমূহে জরুরী ভিত্তিতে জনবল নিয়ােগ করা হবে। Megna Group/ মেঘনা গ্রুপ নিয়োগ ২০২২ বিস্তারিত দেখা যাক। Meghna Group (MGI) Job Circular 2022 details in below:

আবেদনের পদ্ধতি – Meghna Group Job Apply

বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর অঙ্গ প্রতিষ্ঠান “ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড” এ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এর আবেদনপত্র নির্ধারিত তারিখে প্রয়োজনীয় কাগজপত্রাদি সঙ্গে নিয়ে নির্ধারিত স্থানে সরাসরি আসতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্রাদি – Required Documents

আবেদন পত্র এবং আরও কিছু প্রয়োজনীয় জকুমেন্ট সাথে নিয়ো আসতে হবে।

আগ্রহী প্রার্থীদেরকে আবেদনপত্রের সাথে-

  1. সদ্য তােলা তিন কপি পাসপাের্ট সাইজ ছবি
  2. জীবন বৃত্তান্ত
  3. জাতীয় পরিচয়পত্রে ফটোকপি
  4. শিক্ষাগত যােগ্যতার সনদপত্রের মূলকপি ও ফটোকপি এবং
  5. অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি সঙ্গে নিয়ো আসতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা – Application Address

প্রার্থীদের আবেদনপত্রসহ উপস্থি হবার ঠিকানা:

মেঘনা এডিবল অয়েলস্ রিফাইনারী লিমিটেড,
ফ্যাক্টরি কমপ্লেক্স,
মেঘনাঘাট, সােনারগাঁও,
নারায়ণগঞ্জ।

আবেদনের সময়সীমা

আগামী ১৪-১৮ জুলাই ২০২২ তারিখ পর্যন্ত উপস্থিত হতে হবে।

সাক্ষাৎকারের পদ্ধতি/ মৌখিক পরীক্ষার পদ্ধতি

বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর অঙ্গ প্রতিষ্ঠান “ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড” এ নিয়োগের ক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের সরাসরি নির্ধারিত স্থানে ও সময়ে উপস্থীত থাকতে হবে। Meghna Group (MGI) Job Circular 2022 Examination or Interview Process Candidates have to present in date.

আবেদনপত্রসহ উপরে উল্লেখিত প্রয়োজনীয় কাগজপত্রাদি সঙ্গে নিয়ে প্রার্থীদের আগামী ২৬ ও ২৭ জুন, ২০২২ তারিখ সকাল ১০.০০ ঘটিকায় সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহনের জন্য স্ব-শরীরে উপস্থিত হতে হবে।

মেঘনা গ্রুপ অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ দেখার অনুরোধ রইল। Meghna Group – MGI Job 2022 Official Circular is below:

Meghna Group (MGI) Job Circular
Meghna Group (MGI) Job Circular

সূত্র: বাংলাদেশ প্রতিদিন ০৬ জুলাই ২০২২।



পূর্বের নিয়োগ বিজ্ঞপ্তি-

১। পদের নাম: সিনিয়র ফিটার/ ফিটার/ এ্যাসিস্ট্যান্ট ফিটার/ মেকানিক (মেকানিক্যাল)।
পদ সংখ্যা: ১০টি।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ৮ম শ্রেণি পাশ এবং ৪-১০ বছর অভিজ্ঞতা।

২। পদের নাম: পেট্রোলার/ জুনিয়র পেট্রোলার (প্রোডাকশন-গ্রাইন্ডিং/ প্যাকিং/ আনলোডিং)।
পদ সংখ্যা: ৪০ টি।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ৮ম শ্রেণি পাশ এবং ৪-৬ বছর অভিজ্ঞতা।

৩। পদের নাম: বার্জ লোডার অপারেটর/ ব্যাগ পুশিং অপারেটর/ মিল অপারেটর (প্রোডাকশন-গ্রাইন্ডিং/ প্যিাকিং)।
পদ সংখ্যা: ২০টি।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ৮ম শ্রেণি পাশ এবং ৩-০৫ বছর অভিজ্ঞতা।

৪। পদের নাম: ই-ক্রেন অপারেটর (প্রোডাকশন-আনলোডিং)।
পদ সংখ্যা: ০৫টি।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ৮ম শ্রেণি পাশ এবং ৫-১০ বছর অভিজ্ঞতা।

৫। পদের নাম: জুনিয়র অপারেটর (প্রোডাকশন-গ্রাইন্ডিং/ প্যাকিং/ আনলোডিং)
পদ সংখ্যা: ৫০টি।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ৮ম শ্রেণি পাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *