আকর্ষনীয় বেতনে আবুল খায়ের গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি আজ অফিসিয়ালভাবে দৈনিক পথম আলো পত্রিকায় প্রকাশিত হয়েছে। আবুল খায়ের টোব্যাকো কোম্পানি লিমিটেড এ এ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার (AMO) পদে কিছু সংখ্যক অভিজ্ঞ ও অনভিজ্ঞ লোক নিয়োগ করা হবে। Abul Khair Tobacco Co. Ltd Job Circular 2022 has been published on daily newspaper Prothom Alo on 24 May 2022. আবুল খায়ের টোবাকো বাংলাদেশের অন্যতম সর্ববৃহৎ প্রাইভেট প্রতিষ্ঠান। চলুন আবুল খায়ের গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি 2022 -এর আলোকে আরোও বিস্তারিত জেনে নেই।
আবুল খায়ের টোবাকোতে আবেদনের সর্বনিম্ন শিক্ষাগত যোগতা লাগবে। সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থীগণ নিয়োগ প্রাপ্ত হবে।
নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এবং আবেদনের যাবতীয় প্রয়োজনীয় তথ্য এই সার্কুলারেই পাবেন। নিয়মিত স্কলারশীপ খবর/ শিক্ষাবৃত্তি/ উপবৃত্তি সরকারি চাকরির খবর / কোম্পানী চাকরি পেতে আমাদের ওয়েবসাইট ভিসিট করতে পারেন- inbdjob.com
একজনরে বিজ্ঞপ্তি – Summary of Abul Khair Tobacco Co. Ltd Job Circular 2022
এক নজরে আবুল খায়ের টোব্যাকো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ দেখুন। At a glance of Abul Khair tobacoo (abul khair group) job circular is below check.
আবুল খায়ের টোব্যাকো কোম্পানী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এর সার-সংক্ষেপ:
- প্রতিষ্ঠানের নাম (Name of the Organization): আবুল খায়ের টোব্যাকো কোং লি. (Abul Khair Tobacco Company. Limited)
- চাকরির ধরণ (Type of Job): কোম্পানী চাকরি / Private Job
- শূন্যপদ (Vacancy): অনির্দিষ্ট
- বেতন গ্রেড (Salary Range): ২২,০০০ থেকে ২৬,০০০/- টাকা (আলোচনা সাপেক্ষে)।
- চাকরির প্রকৃতি (Job Nature): ফুল টাইম (Full Time)
- বয়সসীমা (Age limitation): নূন্যতম ২৪ বছর।
- শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা (Educational Qualification and Experience) : স্নাতক বা সমমান পাশ।
- লিঙ্গ (Gender): পুরুষ আবেদন করতে পারবে (Men)
- স্থান (Job Location): Bangladesh
- আবেদনের মাধ্যম (Apply Process): সরাসরি সাক্ষাৎকার।
- আবেদনের সময়সীমা (Application Deadline): সরাসারি সাক্ষাৎকার ২৪/০৫/২০২২ থেকে ১৮/০৬/২০২২ (বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন দিন)।
আরও পড়তে পারেন-
চলমান সকল এনজিও চাকরির খবর
২৩০ পদে প্রমি এগ্রো ফুডস্ এ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
সকল সরকারি চাকরির খবর
বিস্তারিত আবুল খায়ের গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি (Abul Khair Group Job Circular 2022)
ওয়াক-ইন ইন্টারভিউ
আবুল খায়ের টোব্যাকো কোং লিঃ এর মার্কেটিং বিভাগে তামাকজাত পণ্য বাজারজাতকরণের উদ্দেশ্যে উপযুক্ত বেতনে ওয়াক-ইন-ইন্টারভিউ এর মাধ্যমে কিছু সংখ্যক লােক নিয়ােগ করা হবে। পরিশ্রমী এবং সুস্বাস্থ্যের অধিকারী যে কোন বাংলাদেশী পুরুষ নাগরিক নিম্নোক্ত শর্তাবলী পূরণ সাপেক্ষে উল্লিখিত পদের জন্য প্রার্থী হতে পারবেন।
পদ সম্পর্কিত তথ্য
পদ এবং পদ সম্পর্কিত যাবতীয় তথ্য-
- পদের নাম: ট্রেড মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ (TMR)
- পদ সংখ্যা: অনির্দিষ্ট
- বেতন: ১৩,০০০/- টাকা
- টিএ ডিএ: প্রতি কর্ম দিবসে ১০০ টাকা (ঢাকা বিভাগের অন্তর্ভূক্ত এলাকার জন্য টিএ-ডিএ প্রযোজ্য নয়)।
- যোগ্যতা: এইচএসসি পাশ বা সমমান পাশ।
- অভিজ্ঞতা: অগ্রাধিকার প্রাপ্ত হবে।
- কর্মস্থল: নির্দিষ্ট জেলা।
আবেদন পদ্ধতি – How to Apply Abul Khair Tobacco Job
আগ্রহী প্রার্থীদের নিজ নিজ জবীনবৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, শিক্ষাগত যোগ্রতার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ নিম্নোক্ত/ নির্ধারিত ঠিকানায় উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।
মূল এখানে আবেদনের জন্য আলাদাভাবে আবেদনপত্র পাঠানোর দরকার নেই, সঙ্গে নিয়ে উপস্থিত হলেই হবে।
আবেদন ফি পরিশোধ
আবুল খায়ের টোব্যাকো কোং লি.- Abul Khair Tobacco Company Limited এ আবেদনের জন্য কোন চার্জ প্রযোজ্য নয়।
প্রয়োজনীয় কাগজপত্রাদি- Required Documents
আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সাথে আরও কিছু প্রয়োজনীয় কাগজপত্রাদিও সঙ্গে নিয়ে সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত হতে হবে। নিম্নে তার তালিকা উপস্থাপন করা হলো।
- আগ্রহী প্রার্থীদের নিজ নিজ জবীনবৃত্তান্ত;
- ০২ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি;
- শিক্ষাগত যোগ্রতার সনদপত্র;
- জাতীয় পরিচয়পত্রের ফটোকপি;
- অভিজ্ঞতার সনদপত্র (থাকলে)।
সাক্ষাৎকারের সময় ও ঠিকানা (Interview Date and Center)
আবুল খায়ের টোব্যাকো কোং লি. নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এ সরাসরি সাক্ষাৎকারের আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের Abul Khair Tobacco Co. Ltd Job Circular 2022 তে আবেদনের জন্য নিম্নে উল্লেখিত ঠিকানা এবং সময় লক্ষ্য রেখে নিজ নিজ জেলার নির্দিষ্ট স্থানে উপস্থিত থাকতে বলা হল।
সাক্ষাৎকার সময়কাল
প্রার্থীদের নির্ধারিত তারিখে সকাল ৯.০০টা হতে দুপুর ১২.০০টা এবং ১১.০০ টা হতে ২.০০ টা পর্যন্ত নিম্নলিখিত সিডিউল অনুযায়ী অনুষ্ঠিত হবে।
তারিখ | ঠিকানা/ কেন্দ্র |
---|---|
১২ ও ১৯ মে ২০২২ইং। সময়: সকাল ৯.০০ – ১২.০০ টা। | আবুল খাযের গ্রুপ নাভানা এফ এস কসমো, বাড়ী # ৪/বি, রোড # ৯৪, ২য় তলা, গুলশান-২, ঢাকা-১২১২ |
১৫ মে ২০২২ ইং। সময়: ৯-১২ টা। | আবুল খায়ের টোব্যাকো কোং লিঃ দীন ইসলাম ভবন, আমানতপুর ব্রিক ফিল্ড সংলগ্ন, বেগমগঞ্জ, নােয়াখালী |
বিজ্ঞপ্তি দেখুন | আবুল খায়ের টোব্যাকো কোং লিঃ ২৮৮, সালাম ভবন, ট্রাঙ্ক রােড (পাসপাের্ট অফিসের উত্তর পাশে), নােয়াপাড়া, কুমিল্লা। |
বিজ্ঞপ্তি দেখুন | আবুল খায়ের ভেজিটেবল অয়েল ইন্ডাষ্ট্রিজ লিঃ ৭/৮, নাসিরাবাদ আই/এ, বায়েজিদ (রুবি গেইট), চট্টগ্রাম |
বিজ্ঞপ্তি দেখুন | আবুল খায়ের টোব্যাকো কোং লিঃ, মেসার্স রফিকুর রহমান ভূঁইয়া, পুরাতন রেজিস্ট্রি অফিস, ভূঁইয়া বাড়ী, পাঠান বাড়ী রােড, ফেনী। |
বিজ্ঞপ্তি দেখুন | আবুল খায়ের টোব্যাকো কোং লিঃ, হামিদা মঞ্জিল (২য় তলা), সি এন্ড বি রােড (থানা কাউন্সিলের বিপরীতে), বরিশাল |
বিজ্ঞপ্তি দেখুন | আবুল খায়ের টোব্যাকো কোং লিঃ, বাড়ি নং-০১, রােড নং-০১, মুলাটোল পাকার মাথা, রংপুর |
বিজ্ঞপ্তি দেখুন | আবুল খায়ের টোব্যাকো কোং লিঃ, বড় বনগ্রাম, খানকা শরীফ গেট (জিয়া পার্ক সংলগ্ন) শাহমখদুম, রাজশাহী। |
আবুল খায়ের টোব্যাকো কোং লি. নিয়োগ বিজ্ঞপ্তির অফিসিয়াল সার্কুলা (Abul Khair Tobacco Co. Ltd Official Job Circular 2022)
আবুল খায়ের টোব্যাকো কোং লি. চাকরির নিয়োগ বিজ্ঞপি ২০২২ অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই দেখে তার পরে আবেদন করবেন। Abul Khair Tobacco Company Limited Job Circular 2022 Official Circular PDF Download link is below:
www.abulkhairgroup.com OFFICIAL JOB CIRCULAR

- এক নজরে inbdjob.com
- সকল চাকরি একসাথে দেখতে
- সরকারি চাকরি
- কোম্পানী/ এনজিও চাকরি
- সাপ্তাহিক পত্রিকা
- ডিফেন্স চাকরি
- পরীক্ষার সময়সূচি
- উপবৃত্তি/শিক্ষাবৃত্তি
- শিক্ষা
সূত্র: প্রথম আলো।
পূর্বের নিয়োগ বিজ্ঞপ্তি-
আকর্ষনীয় বেতনে আবুল খায়ের গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি আজ অফিসিয়ালভাবে দৈনিক পথম আলো পত্রিকায় প্রকাশিত হয়েছে। আবুল খায়ের টোব্যাকো কোম্পানি লিমিটেড এ ট্রেড মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ (TMR)


সাক্ষাৎকারের সময় প্রয়োজনীয় কাগজপত্র (Required Documents for Abul Khair job)
সরাসরি সাক্ষাৎকারের সময় সেকল কাগজপত্রাদি সঙ্গে আনতে হবে।
- প্রত্যেক প্রার্থীকে জীবনবৃত্তান্ত;
- সকল শিক্ষাগত যােগ্যতার সনদপত্র;
- জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
- দুই কপি পাসপাের্ট সাইজের রঙিন ছবি;
- সকল শিক্ষাগত যােগ্যতার মূল সার্টিফিকেট/মার্কশিট;
- এস.এস.সি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড;
- অভিজ্ঞতার সনদপত্র
- Original National ID Card ইন্টারভিউ বাের্ডে প্রদর্শনের জন্য অবশ্যই সাথে রাখতে হবে।
- সাক্ষাৎকারের জন্য উপস্থিত প্রার্থীদের কোন প্রকার টি.এ/ডি.এ প্রদান করা হবে না। তবে প্রাথমিকভাবে নির্বাচিত এবং ১৪ দিনের ট্রেনিং প্রােগ্রাম সম্পন্নকৃত প্রার্থীগণকে কোম্পানির বিধি মােতাবেক Training Allowance প্রদান করা হবে।
আবুল খায়ের টোব্যাকো,
ক্যারিয়ার গঠনে আদর্শ প্রতিষ্ঠান
সাক্ষাৎকারের সময় ঠিকানা (Interview Date and Center)
তারিখ | ঠিকানা/ কেন্দ্র |
---|---|
১২ ও ১৯ মে ২০২২ইং। সময়: সকাল ৯.০০ – ১২.০০ টা। | আবুল খাযের গ্রুপ নাভানা এফ এস কসমো, বাড়ী # ৪/বি, রোড # ৯৪, ২য় তলা, গুলশান-২, ঢাকা-১২১২ |
১৫ মে ২০২২ ইং। সময়: ৯-১২ টা। | আবুল খায়ের টোব্যাকো কোং লিঃ দীন ইসলাম ভবন, আমানতপুর ব্রিক ফিল্ড সংলগ্ন, বেগমগঞ্জ, নােয়াখালী |
১৪/০৩/২০২২ | আবুল খায়ের টোব্যাকো কোং লিঃ ২৮৮, সালাম ভবন, ট্রাঙ্ক রােড (পাসপাের্ট অফিসের উত্তর পাশে), নােয়াপাড়া, কুমিল্লা। |
১৫/০৩/২০২২ | আবুল খায়ের ভেজিটেবল অয়েল ইন্ডাষ্ট্রিজ লিঃ ৭/৮, নাসিরাবাদ আই/এ, বায়েজিদ (রুবি গেইট), চট্টগ্রাম |
২০/০৩/২০২২ | আবুল খায়ের টোব্যাকো কোং লিঃ, মেসার্স রফিকুর রহমান ভূঁইয়া, পুরাতন রেজিস্ট্রি অফিস, ভূঁইয়া বাড়ী, পাঠান বাড়ী রােড, ফেনী। |
২২/০৩/২০২২ | আবুল খায়ের টোব্যাকো কোং লিঃ, হামিদা মঞ্জিল (২য় তলা), সি এন্ড বি রােড (থানা কাউন্সিলের বিপরীতে), বরিশাল |
২৭/০৩/২০২২ | আবুল খায়ের টোব্যাকো কোং লিঃ, বাড়ি নং-০১, রােড নং-০১, মুলাটোল পাকার মাথা, রংপুর |
২৯/০৩/২০২২ | আবুল খায়ের টোব্যাকো কোং লিঃ, বড় বনগ্রাম, খানকা শরীফ গেট (জিয়া পার্ক সংলগ্ন) শাহমখদুম, রাজশাহী। |
সূত্র: বাংলাদেশ প্রতিদিন।
আসলামু আলাইকুম ছ্যার, আমি গত ২১-৯-২২ তারিখ যশোর জোনে ইন্টারভিউ দিছিলাম। ইন্টারভিউ তে সিলেক্টেড হবার পরে আমাকে বলা হয়েছিলো দুই দিন পরে কল দেবে। কিন্তু আমি এখনো তথ্য পাইনি এ বিষয় আপনারা সহযোগিতা কামনা করছি
ভাই, আপনি তাদের সাথে এখান থেকে যোগাযোগ করতে পারেন।
https://www.abulkhairgroup.com/contact-us/
ভাইয়া এদের ফোন নাম্বার দিবেন