Skip to content

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | বিভিন্ন পদে আর্মিতে যোগ দিন

এএমসি ও এডিসি পদে আর্মিতে যোগ দিন

এখানে বাংলাদেশ সেনাবাহিনীতে বিভিন্ন পদে/ কোরে নিয়োগ বিজ্ঞপ্তি একসাথে প্রচার করা হয়েছে। যেমন: অফিসার, জুনিয়র অফিসার, সৈনিক, নার্সিং এবং আরও অন্যান্য।

বাংলাদেশ সেনাবাহিনীতে সেনাশিক্ষা কোরে জুনিয়র কমিশন্ড অফিসার, ৫৮তম বিএমএ স্পেশাল (ইঞ্জিনিয়ার্স/ সিগন্যালস্/ ইএমই/ এইসি) এবং ৫১তম ডিএসএসি (আরভিএন্ডএফসি) কোরে এবং ৯০তম বিএমএ পুরুষ এবং মহিলা উভয় নিয়োগের নিমিত্তে আজ অফিসিয়ালভাবে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক বাংলাদেশ প্রতিদিন, যুগান্তর, ইত্তেফাক পত্রিকা এবং অফিসিয়াল ওয়েবসাইটে (joinbangladesharmy.army.mil.bd)। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি/ বিজ্ঞপ্তিগুলোতে বিভিন্ন ক্যাটাগরির অধীনে লোক নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীগণ যোগ্যতা সম্পন্ন হলে নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। চলুন Bangladesh Senabahini Niyog Biggopti 2022 – এর আলোকে আরো বিস্তারিত জেনে নেই। English Version

নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এবং আবেদনের যাবতীয় প্রয়োজনীয় তথ্য এই সার্কুলারেই পাবেন। আর নিয়মিত স্কলারশীপ খবর/ শিক্ষাবৃত্তি/ উপবৃত্তি  সরকারি চাকরির খবর / কোম্পানী চাকরি পেতে আমাদের ওয়েবসাইট ভিসিট করতে পারেন- inbdjob.com

সূচিপত্র

একনজরে বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বাংলাদেশ আর্মি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এর মূল বিষয়গুলো সংক্ষেপে এখানে তুলো ধরা হয়েছে, ফলে পূর্নাঙ্গ সার্কুলারের ধারণা এখান থেকেই পাবেন। তাই এই অংশটুকু ভালোভাবে দেখার অনুরোধ থাকবে।

  • ফোর্সের নাম: বাংলাদেশ সেনাবাহিনী।
  • পদের নাম: ৫৮তম বিএমএ স্পেশাল (ইঞ্জিনিয়ার্স/ সিগন্যালস্/ ইএমই/ এইসি), ৫১তম ডিএসএসি (আরভিএন্ডএফসি) এবং ৯০তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স এবং বাংলাদেশ সেনাবাহিনীতে সেনাশিক্ষা কোরে জুনিয়র কমিশন্ড অফিসার ও ৪০তম সরাসরি স্বল্পমেয়াদী কমিশন (এএফএনএস) আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস।
  • চাকরির ধরণসরকারি চাকরিডিফেন্স
  • শূন্যপদ: অনির্দিষ্ট।
  • বেতন গ্রেড: বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।
  • চাকরির প্রকৃতি: ফুল টাইম (Full Time)
  • বয়সসীমা: সর্বোচ্চ ২৮ এবং ৯০তম বিএমএ তে ১৭-২১ বছর, নার্সিংয়ে অনুর্ধ্ব ২৬ বছর।
  • যোগ্যতা : এসএসসি, এইচএসসি ও ডিগ্রী।
  • লিঙ্গ: পুরুষ-মহিলা উভয়ই আবেদন করতে পারবে।
  • জেলা: সকল জেলা।
  • আবেদনের ফি : ৫০০/- ও ১,০০০/- টাকা।
  • অফিসিয়াল ওয়েবসাইwww.army.mil.bd ও joinbangladesharmy.army.mil.bd
  • আবেদনের মাধ্যম: অনলাইনের, ওয়েবসাই https://joinbangladesharmy.army.mil.bd থেকে।
  • আবেদনের সময়সীমা: ২৯ অক্টোবর ২০২২ ইং তারিখ পর্যন্ত।

আরও দেখুন-
৪৯৭ পদে গণযোগাযোগ অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
২৪ পদে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২


বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে

বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্থল শাখা। এটি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্ববৃহৎ শাখা। সেনাবাহিনীর প্রাথমিক দায়িত্ব হচ্ছে বাংলাদেশের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা সহ সব ধরনের নিরাপত্তা ও প্রতিরক্ষা সহায়তায় প্রয়োজনীয় শক্তি ও জনবল সরবরাহ করা।

  • ওয়েবসাইট: দাপ্তরিক ওয়েবসাইট
  • দেশ: বাংলাদেশ
  • ভূমিকা: স্থল যুদ্ধ
  • রং: সবুজ, কালো, খাকি, মেরুন
  • আকার: ২,২৫,০০০ জন সামরিক
  • আনুগত্য: বাংলাদেশের সংবিধান
  • চিফ অব জেনারেল স্টাফ: লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান
  • সূত্র: উইকিপিডিয়া

বিস্তারিত বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্ববৃহৎ শাখা। উক্ত পোস্টে একাধিক বিজ্ঞপ্তির মাধ্যমে পদ/ কোরের অধীনে অধীনে নারী-পুরুষ উভয়ই নিয়োগ করা হবে। বাংলাদেশের প্রকৃত নাগরিক নারী-পুরুষ উভয়েই যদি সকল যোগ্যতার অনুকূলে থাকে, আবেদন করতে পারবে।

অন্যান্য প্রয়োজনীয় তথ্য

উক্ত চাকরির নিয়োগ সার্কুলার-এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল প্রয়োজনীয় তথ্যগুলো নিচে দেওয়া হলো-

  • ১। পদের নাম: ইঞ্জিনিয়ার্স কোর- পুরুষ/মহিলা।
  • ২। পদের নাম: সিগন্যালস্ কোর- পুরুষ/মহিলা।
  • ৩। ইলেকট্রিক্যাল এন্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইএমই) কোর – পুরুষ/মহিলা।
  • ৪। আর্মি এডুকেশন কোর (এইসি) – পুরুষ/মহিলা।
  • ৫। রিমাউন্ট ভেটেরিনারী এন্ড ফার্ম কোর (আরভিএন্ডএফসি) – পুরুষ।
  • ৬। ৯০তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স পুরুষ/মহিলা।
  • ৭। ৪০তম সরাসরি স্বল্পমেয়াদী কমিশন (এএফএনএস) আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস।
শিক্ষাগত যোগ্যতা (ন্যুনতম):

৫৮তম বিএমএ স্পেশাল (ইঞ্জিনিয়ার্স/ সিগন্যালস্/ ইএমই/ এইসি) এবং ৫১তম ডিএসএসি (আরভিএন্ডএফসি) কোরে শিক্ষাগত যোগ্যতা:

১। পদের নাম: ইঞ্জিনিয়ার্স কোর- পুরুষ/মহিলা।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি এবং এইচএসসি সাথে সংশ্লিষ্ট বিষয়ে ইঞিজ্নিয়ারিং।

২। পদের নাম: সিগন্যালস্ কোর- পুরুষ/মহিলা।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি এবং এইচএসসি সাথে সংশ্লিষ্ট বিষয়ে ইঞিজ্নিয়ারিং।

৩। ইলেকট্রিক্যাল এন্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইএমই) কোর – পুরুষ/মহিলা।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি এবং এইচএসসি সাথে সংশ্লিষ্ট বিষয়ে ইঞিজ্নিয়ারিং।

৪। আর্মি এডুকেশন কোর (এইসি) – পুরুষ/মহিলা।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি এবং এইচএসসি সাথে সংশ্লিষ্ট বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর।

৫। রিমাউন্ট ভেটেরিনারী এন্ড ফার্ম কোর (আরভিএন্ডএফসি) – পুরুষ।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি এবং এইচএসসি সাথে বিএসসি।

৬। ৯০তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স-এ শিক্ষাগত যোগ্যতা: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর অধীনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন না।

বৈবাহিক অবস্থা:
  • ক। পুরুষ: অবিবাহিত। তবে, ০১ জানুয়ারী ২০২৩ তারিখে যাদের বয়স ২৬ বছরের উপরে হবে সে সকল বিবাহিত পুরুষ প্রার্থীগণও আবেদন করতে পারবেন। তবে প্রশিক্ষণের জন্য যোগদানের পূর্বে বা পরবর্তীতে যে কোন সময়ে ০১ জানুয়ারী ২০২৩ তারিখে ২৬ বছর হয়নি এমন প্রশিক্ষণার্থী বা অফিসার বিবাহিত ছিল প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে)।
  • খ। মহিলা: অবিবাহিতা/বিবাহিতা
শারীরিক মান (ন্যূনতম)
পুরুষ প্রার্থীদের জন্যমহিলা প্রার্থীদের জন্য
১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)১.৫৫ মিটার (৫ ফুট ১ ইঞ্চি)
৫৭ কিলোগ্রাম (১২৬ পাউন্ড)৪৯ কিলোগ্রাম (১০৯ পাউন্ড)
স্বাভাবিক- ৩০ ইঞ্চি (০.৭৬ মিটার), প্রসারণ- ৩২ ইঞ্চি (০.৮১ মিটার)স্বাভাবিক- ২৮ ইঞ্চি (০.৭১ মিটার), প্রসারণ- ৩০ ইঞ্চি (০.৭৬ মিটার)
*উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে।

জাতীয়তা: জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক হতে হবে।

বি.দ্র: ০১/০১/২০২৩ ও ১২/০৩/২০২২ তারিখে আবেদনকারীর সর্বোচ্চ বয়স ২৮ বছর এর মধ্যে হতে হবে এবং ৯০তম বিএমএ কোর্সে ১৭-২৭ বছর।

প্রার্থীর জন্য অযোগ্যতা:
  • ১। সেনা/নৌ/বিমান বাহিনী অথবা যে কোন সরকারী চাকরি হতে অপসারিত/বরখাস্ত।
  • ২। আইএসএসবি কর্তৃক ০২ (দুই) বার স্ক্রিন্ড আউট/প্রত্যাখাত (একবার স্ক্রিন্ড আউট ও একবার প্রত্যাখাত হলে আবেদন করা যাবে)। তবে ০৫ (পাঁচ) বছর পূর্বে ০২ (দুই) বার স্ক্রিন্ড আউট/প্রত্যাখাত প্রার্থীগণও আবেদন করতে পারবেন।
  • ৩। প্রতিটি চোখের দৃষ্টিক্ষীনতা ও দূরদৃষ্টি ২.৫ ডাইঅপ্টার এর বেশি এবং বিষমদৃস্টি ১.০ ডাইঅপ্টার এর বেশি হলে সেক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবে।
  • ৪। সেনা, নৌ, বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত।
  • ৫। মেডিকেল ও ডেন্টাল কলেজের সকল পেশাগত পরীক্ষাসমূহে সর্বমোট ০২ (দুই) বা ততোধিক বিষয়ে রেফার্ড প্রাপ্ত ডাক্তারগণ সেনাবাহিনীতে ভর্তির জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন।

আবেদন পদ্ধতি (এ টু জেট)

উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনপত্র ৩টি ধাপে সম্পন্ন করতে হবে। অনলাইন এবং মোবাইল বাংকিং এর মাধ্যমে ৫০০/- বা ১,০০০/- টাকা আবেদন ফি বাবদ পরিশোধ করে আবেদনের বাকি কাজ সম্পন্ন করতে হবে।

  • ১ম ধাপ: (অনলাইনে আবেদন);
  • ২য় ধাপ (ফি/ চার্জ পরিশোধ);
  • ৩য় ধাপ (অনলাইনে কল-আপ লেটার সংগ্রহ)

চলুন আবেদন প্রক্রিয়াটি দেখা যাক-

অনলাইনে আবেদন (১ম ধাপ)

  • এখন আপনার পছন্দের পদের পাশের Apply Now বাটনে ক্লিক করুন।
আবেদনের নির্দেশনা

  • একটি আবেদন ফরম প্রদর্শিত হবে, যেটি সঠিকভাবে পূরণ করে CHECK ELIGIBILITY তে ক্লিক করুন।
আবেদন ফরম

  • এখন পরবর্তী নির্দেশনা অনুসরণ করুন।

ফি/ চার্জ পরিশোধ (২য় ধাপ)

আবেদনকারী প্রার্থীগণকে Trust Bank T-Cash, VISA/Master Card, Bkash, Rocket ইত্যাদির মাধ্যমে ১,০০০/- (এক হাজার) টাকা আবেদন ফি প্রদান করতে হবে।
কিভাবে করবেন সেটা অনলাইনে প্রাথমিক আবেদন করার পরেই সমস্ত নির্দেশাবলী অনলাইন থেকেই পেয়ে যাবেন।

অনলাইনে কল-আপ লেটার সংগ্রহ (৩য় ধাপ)

আবেদন প্রক্রিয়াতেই ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যাবে এবং তাৎক্ষনিকভাবে লিখিত পরীক্ষার জান্য কল-আপ লেটার পাওয়া যাবে। চার্জ পরিশোধ করার পরে লগইন একসেস পাবেন, যেটা ব্যবহার করে কল-আপ লেটারের জন্য অনলাইনে প্রবেশ করতে হবে।

  • প্রদর্শিত ছোট ফরমটি সঠিকভাবে পূরণ করুন (কোর্সের নাম, মোবাইল নম্বর, জন্ম তারিখ ও ক্যাপচা) এবং DOWNLOAD CALL-UP LETTER এ ক্লিক করুন।

আরও দেখুন-
চলমান সকল সরকারি চাকরির নিয়োগ তালিকা
চলমান সকল এনজিও চাকরির খবর


আবেদন করার সময়সীমা

নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন প্রক্রিয়ার সময়সীমা নিম্নরূপ:

বিবরণতারিখসময়
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ০২, ১২ ও ২৬ আগস্ট, ২৩ সেপ্টেম্বর ২০২২ ইং
আবেদন শুরু০৫, ১২ ও ২৯ আগস্ট, ২৩ সেপ্টেম্বর ২০২২ ইং
আবেদনের শেষ তারিখ২৭ আগস্ট, ২৮ সেপ্টেম্বর ও ০৭ এবং ২৯ অক্টোবর ২০২২ ইং
আবেদন করার সময়সীমা

আর্মির নিয়োগ বিজ্ঞপ্তির অফিসিয়াল সার্কুলার

চাকরির নিয়োগ বিজ্ঞপি ২০২২ অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই দেখে তার পরে আবেদন করবেন। অফিসিয়াল বিজ্ঞপ্তি পিডিএফ ডাউনলোড লিংকসহ নিচে দেওয়া আছে।

৪০তম সরাসরি স্বল্পমেয়াদী কমিশন (এএফএনএস) আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস

৪০তম সরাসরি স্বল্পমেয়াদী কমিশন (এএফএনএস) আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস কোর্সের আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদনের সময়কাল: ২৩ সেপ্টেম্বর ২০২২ হতে ২৯ অক্টোবর ২০২২। বিস্তারিত নির্দেশাবলী এবং অনলাইনে আবেদন করার জন্য ‘Current Circulars এর 40TH DSSC (AFNS) – ONLY FEMALE CANDIDATES’ অংশ দেখুন।

আবেদনের সময়সীমা: ২৩ সেপ্টেম্বর ২০২২ থেকে ২৯ অক্টোবর ২০২২ ইং তারিখ।

৪০তম সরাসরি স্বল্পমেয়াদী কমিশন (এএফএনএস) আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস

সূত্র: অফিসিয়াল ওয়েবসাইট ও দৈনিক ইত্তেফাক ২৩ সেপ্টম্বর ২০২২।

বাংলাদেশ সেনাবাহিনীতে সেনাশিক্ষা কোরে জুনিয়র কমিশন্ড অফিসার

আবেদনের সময়সীমা: ২৯ আগস্ট ২০২২ থেকে ২৮ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখ।

বাংলাদেশ সেনাবাহিনীতে সেনাশিক্ষা কোরে জুনিয়র কমিশন্ড অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ সেনাবাহিনীতে সেনাশিক্ষা কোরে জুনিয়র কমিশন্ড অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি

৫৮তম বিএমএ স্পেশাল (ইঞ্জিনিয়ার্স/ সিগন্যালস্/ ইএমই/ এইসি) এবং ৫১তম ডিএসএসি (আরভিএন্ডএফসি) কোরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২:

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

৯০তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২:

৯০তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
৯০তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

নির্বাচন পদ্ধতি

  • ১। লিখিত পরীক্ষা: লিখিত পরীক্ষা (পেশাগত বিষয়ে ১০০ নম্বর) আগামী ০৫ আগস্ট ২০২২ তারিখ ০৯০০ ঘটিকায় শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনম্যান্ট কলেজ, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতঃ প্রার্থীরা কল-আপ লেটার প্রিন্ট করে নিবেন এবং পরীক্ষার সময় কল-আপ লেটার সাথে বহন করবেন। লিখিত পরীক্ষার ফলাফল আগস্ট ২০২২ মাসের ৪র্থ সপ্তাহে ওয়েবসাইট ও এসএমএস/টেলিফোনের মাধ্যমে জানানো হবে।
  • ২। প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা আগামী ০৪ সেপ্টেম্বর ২০২২ হতে ০৮ সেপ্টেম্বর ২০২২ তারিখ পযন্ত ডিজিএমএস অফিস, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার সময় সকল পরীক্ষা সার্টিফিকেট ও মার্কসীটের মূলকপি (এসএসসি/ও লেভেল, এইচএসসি/এ লেভেল, এমবিবিএস/বিডিএস, ইন্টার্ণশীপ, বিএমএন্ডডিসি রেজিস্ট্রেশন কার্ড, এফসিপিএস পার্ট-১ যদি থাকে এবং কল-আপ লেটার) প্রদর্শন করতে হবে, অন্যথায় অযোগ্য বলে বিবেচিত হবেন।
  • ৩। আইএসএসবি পরীক্ষা: লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ঢাকা সেনানিবাসে অবস্থিত আইএসএসবি এর নিকট পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। পরীক্ষা/সাক্ষাৎকারের তারিখ আইএসএসবি’র ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

হেল্পলাইন/যোগাযোগ

অনলাইনে আবেদন করতে যে কোন প্রকার অসুবিধা হলে 01713161979 নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন। এছাড়াও অন্যান্য তথ্যের জন্য ভিজিট করুন অফিসিয়াল ওয়েবসাইট।

অফিসিয়াল ওয়েবসাইট: joinbangladesharmy.army.mil.bd

সূত্র: অফিসিয়াল ওয়েসাইট ও দৈনিক ইত্তেফাক+বাংলাদেশ প্রতিদিন+যুগান্তর + অন্যান্য (০৫, ২৬ আগস্ট ২০২২)।

2 thoughts on “বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | বিভিন্ন পদে আর্মিতে যোগ দিন”

  1. Pingback: Bangladesh Army Job Circular 2022 | (AMC & ADC) joinbangladesh.army.mil.bd Apply - inbdjob.com

  2. Pingback: ২০০ পদে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ - inbdjob.com

Leave a Reply

Your email address will not be published.