সোসিও ইকোনমিক ব্যাংকিং এসোসিয়েশন (সেবা)তে ৫টি ক্যাটাগরীতে ৬৬০ জনের নতুন বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ অফিসিয়ালভাবে পত্রিকা ও ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। Socio Economic Backing Association (SEBA) Job Circular 2022 has been published on official website seba-bd.org and newspaper. আগ্রহী নারী-পুরুষ উভয়েই আগামী ১৫ মে ২০২২ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। চলুন সোসিও ইকোনমিক ব্যাংকিং এসোসিয়েশন (সেবা) নিয়োগ বিজ্ঞপ্তি 2022 -এর আলোকে আরো বিস্তারিত জেনে নেই।
নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এবং আবেদনের যাবতীয় প্রয়োজনীয় তথ্য এই সার্কুলারেই পাবেন। নিয়মিত স্কলারশীপ খবর/ শিক্ষাবৃত্তি/ উপবৃত্তি সরকারি চাকরির খবর / কোম্পানী চাকরি পেতে আমাদের ওয়েবসাইট ভিসিট করতে পারেন- inbdjob.com
Topics in this Post
একনজরে সেবা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (At a Glance SEBA NGO Job Circular)
সোসিও ইকোনমিক ব্যাংকিং এসোসিয়েশন (সেবা) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ একনজরে দেখে নেন এখান থেকে। Socio Economic Backing Association (SEBA) Job Circular 2022 summary is below:
- কোম্পানির নাম (Name of the Organization): সোসিও ইকোনমিক ব্যাংকিং এসোসিয়েশন (সেবা) – Socio Economic Backing Association (SEBA)
- পদের নাম (Post Name) : ৫টি পদের নাম নিচে দেয়া হয়েছে।
- চাকরির ধরণ (Type of Job): এনজিও চাকরি /NGO Job Circular
- শূন্যপদ / Vacancy: ৬৬০ টি।
- Job Nature: ফুল টাইম।
- শিক্ষাগত যোগ্যতা/ Educational Qualification: ন্যূনতম এইচএসসি পাশ।
- লিঙ্গ/ Gender: পুরুষ এবং মহিলা উভয়েই আবেদন করতে পারবেন।
- আবেদন পদ্ধতি/ Apply Process: সরাসরি/ ডাকযোগে (Direct/ by post)।
- আবেদনের সময়সীমা/ Application Deadline: ১৫/০৫/২০২২ইং তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।
- অফিসিয়াল ওয়েবসাইট: www.seba-bd.org
- আরও দেখতে পারেন-
- ৭২০ পদে যমুনা গ্রুপ বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
- বসুন্ধরা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি
- চলমান সকল সরকারি চাকরির নিয়োগ তালিকা
সেবা এনজিও নিয়ােগ ২০২২ বিস্তারিত (SEBA NGO Job Circular 2022)
সোসিও ইকোনমিক ব্যাংকিং এসোসিয়েশন (সেবা) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ একনজরে দেখে নেন এখান থেকে। Socio Economic Backing Association (SEBA)Job Circular 2022 summary is below.
১। পদের নামঃ এরিয়া ম্যানেজার (পুরুষ)
পদ সংখ্যাঃ ১০ টি
বেতনঃ সর্বসাকুল্যে ৪৩,০০০ টাকা
বয়সঃ সর্বোচ্চ ৪৫ বছর
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রী। ৫ বছরের কাজের অভিজ্ঞতা।
২। পদের নামঃ ব্রাঞ্চ ম্যানেজার (পুরুষ)
পদ সংখ্যাঃ ৫০ টি
বেতনঃ সর্বসাকুল্যে ৩৪,৩৯৫ টাকা
বয়সঃ সর্বোচ্চ ৪২ বছর
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রী। ৩ বছরের কাজের অভিজ্ঞতা।
৩। পদের নামঃ এরিয়া ম্যানেজার
পদ সংখ্যাঃ ১০ টি
বেতনঃ সর্বসাকুল্যে ২৩,৩৩৩ টাকা
বয়সঃ সর্বোচ্চ ৪০ বছর
শিক্ষাগত যোগ্যতাঃ বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর ডিগ্রী।
৪। পদের নামঃ কমিউনিটি ম্যানেজার-A (মাঠকর্মী) (পুরুষ/ মহিলা)
পদ সংখ্যাঃ ২০০টি
বেতনঃ সর্বসাকুল্যে ২২,৮৬৫ টাকা
বয়সঃ সর্বোচ্চ ৩৫ বছর
শিক্ষাগত যোগ্যতাঃ বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর ডিগ্রী।
৫। পদের নামঃ কমিউনিটি ম্যানেজার-B (মাঠকর্মী) (পুরুষ/ মহিলা)
পদ সংখ্যাঃ ২৫০টি
বেতনঃ সর্বসাকুল্যে ২২,৩১৪ টাকা
বয়সঃ সর্বোচ্চ ৩৫ বছর
শিক্ষাগত যোগ্যতাঃ বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর ডিগ্রী। দুই বছরের অভিজ্ঞতা।
আবেদনের পদ্ধতি – Apply Process of SEBA NGO Job Circular 2022
প্রার্থীকে স্বহস্তে লিখে ডাকযোগে/ সরাসরি আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি/ জন্ম নিবন্ধন এর ফটোকপি, ৩ কপি পাসপোর্ট সাইজ ছবি সহ প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে হবে। আবেদনপত্র সেবা সংস্থার নিকটস্থ যে কোন শাখায় জমা দেয়া যাবে।
প্রয়োজনীয় কাগজপত্রাদি – Required Documents
আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সাথে আরও কিছু প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে।
- জীবন বৃত্তান্তর কপি।
- রঙ্গিন ছবি ৩ কপি।
- শিক্ষাগত যোগ্যতার সনদপত্রর কপি।
- নাগরিকত্ব সনদপত্রর কপি।
- জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও ফটোকপি।
শর্তাবলী
- (১) প্রার্থীদের লিখিত দরখাস্তের সাথে সদ্য তােলা ৩ কপি পাসপাের্ট সাইজের রঙ্গীন ছবি, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্বের সনদ ও অভিজ্ঞতার সনদসহ সকল শিক্ষাগত যােগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
- (২) শিক্ষানবিশকাল ছয় মাস সন্তোষজনকভাবে উত্তীর্ণ স্টাফদের চাকুরী স্থায়ীকরণসহ বছরে ৩টি উত্সব বােনাস, স্টাফ কল্যাণ তহবিল ও অবসরকালীন তহবিল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মােবাইল বিল, দুরত্ব ভাতা, বাণিজ্যিক ভাত, মােটরসাইকেল ও বাই-সাইকেল মেরামত, ট্রাভেলিং ও ডেইলী এলাউন্স, ছুটির সুবিধা, বাৎসরিক ইনক্রিমেন্ট ও ইনসেন্টিভ বােনাস প্রদান করা হবে।
- (৩) ১, ২ ও ৩ নং পদের ক্ষেত্রে নিজস্ব মােটরসাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
- (৪) ৩, ৪ ও ৫ নং পদের ক্ষেত্রে অনভিজ্ঞদের ১ মাস প্রশিক্ষণকাল ধরা হবে।
- (৫) ১ নং পদের ক্ষেত্রে ২০,০০০/- টাকা, ২ নং পদের ক্ষেত্রে ১৫,০০০/- টাকা এবং ৩, ৪ ও ৫ নং পদের ক্ষেত্রে ১০,০০০/টাকা জামানত বাধ্যতামূলক, যা চাকুরী শেষে ফেরতযােগ্য।
- (৬) দরখান্তে ২টি সচল মােবাইল নম্বর দিতে হবে।
- (৭) সকল পদের ক্ষেত্রে ২জন প্রকৃত জামিনদাতাসহ প্রার্থীকে ৩০০/-টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি করতে হবে।
- (৮) সাক্ষাত্তারের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
- (৯) সকল পদের ক্ষেত্রে Microsoft Office Program, Internet Browsing, Email জানা আবশ্যক। উল্লেখ্য, আবেদনপত্রের সাথে করােনার টিকা সনদের ফটোকপি যুক্ত করতে বলা হলাে।
আবেদনের শেষ তারিখ
আবেদনপত্র আগামী ১৫ মে ২০২২ তারিখের মধ্যে সরাসরি/ ডাকযোগে প্রেরণ করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
(১) সেবা সংস্থার নিকটস্থ যে কোন শাখায় দরখাস্ত জমা দেয়া যাবে।
(২) ইমেইলেও আবেদন করা যাবে। Email: [email protected]
(৩) অনলাইনে সার্টিফিকেট পরীক্ষণ করা হবে।
Website: www.seba-bd.org
পরিচালক প্রশাসন (মানবসম্পদ বিভাগ)
সেবা সংস্থা, প্রধান কার্যালয়,
সেবা টাওয়ার, বিশ্বাস বেতকা, টাঙ্গাইল।

সূত্র: প্রথম আলো ও অফিসিয়াল ওয়েবসাই www.seba-bd.org
চাকরি টা পেলে কৃতজ্ঞ থাকবো
স্বাগতম আপনাকে, আবেদন করুন।
15 may তো লাষ্ট ডেট
আবেদন পাঠানোর কিন্ত সেদিন তো সরকারী ছুটি টানা ৩ দিন ছুটি থাকলো, এখন আমি কি করতে পারি? দয়া করে যানাবেন
সরাসরিও আবেদনপত্র পাঠানো যাবে, দেখেন যদি খুবই আগ্রহ থাকে তো সরাসরি আবেদনপত্র জমা দিন।
এটার শাখা ঢাকার কোথায় আছে।
Savar Branch House-34, Wahid Monjil, Anandapur, Savar, Dhaka [email protected]
ঢাকার ভিতরতে আরও রয়েছে, ওয়েবসাইটে সবাই দেয়া আছে।
কোন সমস্যা হলে অবশ্যই বলবেন, ধন্যবাদ