Skip to content
Home » সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ কোর্স ২০২২ | Skills for Employment Investment Program 2022 – SEIP

সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ কোর্স ২০২২ | Skills for Employment Investment Program 2022 – SEIP

সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ কোর্স ২০২২

প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি (সম্পূর্ণ বিনামূল্যে)! সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ | Skills for Employment Investment Program – SEIP একটি বিনামূল্যে প্রশক্ষণের ব্যবস্থা করেছে। প্রশিক্ষণ বাবদ প্রত্যেক প্রার্থীকে ১০,৮০০/- টাকা ভাতা প্রদান করা হবে। উক্ত কোর্স চলাকালীন সময় (৩মাস) প্রশিক্ষাণার্থীদের প্রতিদিন ১৫০/- টাকা দেওয়া হবে। আগ্রহী বাংলাদেশী নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারেবন। বয়সসীমা ১৮-৩৫ বছর এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি এবং কিছু কিছু কোর্সে এইচএসসি পাশ থাকতে হবে। SEIP training course 2022 প্রশিক্ষণ শেষে সাফল্যের সাথে উত্তীর্ণদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

আমরা সিধান্ত নিয়েছি যত রকমের ফ্রি কোর্স আসে তার সবই এই পোস্টে লিপিবদ্ধ করব। তাই দয়া করে আপনি আপনার কাঙ্খিত কোর্সটি খুজে নিন। এবং যদি অন্য কোন কোর্স চান তো সেটাও কমেন্টে জানান।

আমাদের ওয়েবসাইটে (ইনবিডিজবডটকম) প্রতিদিন নতুন নতুন স্কলারশীপ খবর/ শিক্ষাবৃত্তিউপবৃত্তি খবর এবং সরকারি চাকরি / কোম্পানী চাকরি সার্কুলার প্রকাশ করা হয়। আপডেট পেতে নিয়মিত ভিসিট করুন inbdjob.com

Topics in this Post

এক নজরে কোর্সটি সম্পর্কে (At A Glance of this free program of SEIP)

  • কোর্সের নাম: Skills for Employment Investment Program (SEIP)
  • কোর্সের সংখ্যা: বর্তমানে ১৪টি কোর্স।
  • কোর্সের ফি: সম্পূর্ণ বিনামূল্যে।
  • কোর্সের সময়কাল: ৩ মাস, সপ্তাহে ৫দিন (৬০ দিন), ভিন্নতা থাকতে পারে তাই সার্কুলারে দেখুন।
  • আবেদনের যোগ্যতা: ন্যূনতম ৮ম শ্রেণি বা সমমান পাশ।
  • বয়সসীমা: ১৮ – ৩৫ বছর।
  • লিঙ্গ: পুরুষ-মহিল উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে।
  • ভাতা: সর্বোচ্চ ১০,৮০০/- টাকা (দৈনিক ১০০/- টাকা যাতায়াত এবং ৫০ টাকা ফিফিন বাবদ দেয়া হবে)।
  • আবেদনের সময়কাল: বিভিন্ন কোর্সের আবেদন সময়কাল ভিন্ন, দয়া করে নিচে থেকে আপনার পছন্দের কোর্সটি থেকে দেখে নিন।
  • ক্লাশের সময়সীমা: ক্লাশ শুরুর সময়কাল পরে জানতে পারবেন (তবে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখার অনুরোধ থাকবে)।
  • চাকরির সুযোগ: প্রশিক্ষণ শেষে সাফল্যের সাথে উত্তীর্ণদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

কোর্সটি বাংলাদেশ সরকার অনুমোদিত।


নিয়মিত সঠিক চাকরির সন্ধান করতে ভিসিট করুন চাকরির খবর পেজটি


প্রশিক্ষণ সম্পর্কে বিস্তারিত তথ্য (SEIP program details circular 2022 course)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন Skills for Employment Investment Program (SEIP) এর আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে বিভিন্ন ধরণের প্রশিক্ষণ পরিচালিত হয়ে আসছে বিগত বেশ কয়েক বছর ধরে।

তারই ধারাবাহিকতায় বর্তমানে আরও জোরদার করা হয়েছে এই ধরণের ফ্রি প্রশিক্ষণের ব্যবস্থার। কোর্সগুলো ৩ মাস বা প্রয়োজনে বিশ দিবস এ সম্পন্ন করা হবে।

কিভাবে আবেদন করব? (How to apply SEIP course 2022)

কিছু ‍কিছু প্রশিক্ষণে অনলাইনে বা ডাকযোগে বা সরাসরি আবেদন করার প্রয়োজন হতে পারে। যে কোর্সে যেভাবে নির্দেশাবলী দেয়া হয়েছে সেভাবেই কেবল আগ্রহী প্রার্থীগণকে আবেদন করতে হবে।

প্রশিক্ষণ প্রদানকারী কেন্দ্রসমূহ এবং তার ঠিকানা দেয়া রয়েছে, পাশেই যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর থাকলে প্রয়োজনে কল দিতে পারেন।

মনে রাখবেন আবেদনপত্র অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যেই পৌছাতে হবে।

সম্পূর্ণ ফ্রি কোর্স – অফিসিয়ার বিজ্ঞপ্তিটি দেখুন (Free Courses)

DOWNLOAD OFFICIAL CIRCULAR

ফ্রি কোর্স নং- (স্লিলস্ ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম -SEIP- অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের সহায়তার স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (SEIP) এর আওতায় সারাদেশের ৩৪৭টি সরকারি-বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্রে বিনাখরচে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে ভর্তি চলছে।

ফ্রি কোর্স নং-০১ (স্লিলস্ ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম -SEIP- অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়)
স্লিলস্ ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম -SEIP- অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়

সূত্র: আমাদের সময় ০৪ নভেম্বর ২০২২।
এছাড়াও বিভিন্ন পত্রিকা (আজাদী, প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন, যুগান্তর ইত্যাদি)।


বেকার যুবকদের জন্য কোর্স ফি ছাড়া কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি

হাফেজ, ইমাম, মাদ্রাসা ছাত্র ও বেকার যুবকদের জন্য কোর্স ফি ছাড়া কম্পিউটার প্রশিক্ষণের ২য় কোর্স ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও দিনাজপুর কেন্দ্রে আগামী ০৬/১১/২০২২ তারিখ রবিবার থেকে ০৪/০১/২০২২ ইং তারিখ বুধবার পর্যন্ত অনুষ্ঠিত হবে আগ্রহী প্রার্থীদেরকে ইমাম প্রশিক্ষণ একাডেমির কেন্দ্রসমূহে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
কোর্স সমূহ: Basic Computer, Graphics Design, Adobe PHotoshop, Illustrator, Freelancing, Marketplace & Consultancy.

বেকার যুবকদের জন্য কোর্স ফি ছাড়া কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি

Source: Ittefaq 14 October 2022

লেদারগুডস ও ফুটওয়্যার শিল্পের বিভিন্ন কারিগরি কোর্সে ফ্রি প্রশিক্ষণ কার্যক্রম

  • কোর্সের সংখ্যা: ০৫টি কোর্স।
  • কোর্সের মেয়াদ: ২ মাস।
  • আবেদন ফি: সম্পূর্ণ ফ্রি।
  • যোগ্যতা: অক্ষর জ্ঞান/ ৫ম শ্রেণী পাস।
  • সুবিধা: ভাতা এবং কোর্স শেষে সার্টিফিকেট ও চাকরির সুযোগ।
লেদারগুডস ও ফুটওয়্যার শিল্পের বিভিন্ন কারিগরি কোর্সে ফ্রি প্রশিক্ষণ কার্যক্রম
লেদারগুডস ও ফুটওয়্যার শিল্পের বিভিন্ন কারিগরি কোর্সে ফ্রি প্রশিক্ষণ কার্যক্রম

Source: Bangladesh Pratidin 26 September 2022

মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ

মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ” শীর্ষক প্রকল্পের অধীন ৮টি বিভাগীয় শহর (রাজশাহী বিভাগের পাবনা জেলায়) (২১-৪৫ বছর) মহিলাদের বিনামূল্যে আয়বর্ধক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। প্রশিক্ষণ গ্রহনে আগ্রহী মহিলাদের অনলাইনের মাধ্যমে আবেদন করার আহ্বান করা হচ্ছে।

আবেদনের সময়সীমা: ২৯/০৯/২০২২ তারিখ।

মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ

সূত্র: বাংলাদেশ প্রতিদিন ২০ সেপ্টেম্বর ২০২২।

সরকারি খরচে প্রশিক্ষণ নিন, এগ্রো ফুড সেক্টরে কর্মজীবন গড়ুন!
সরকারি খরচে প্রশিক্ষণ নিন, এগ্রো ফুড সেক্টরে কর্মজীবন গড়ুন!
সরকারি খরচে প্রশিক্ষণ নিন, এগ্রো ফুড সেক্টরে কর্মজীবন গড়ুন!

Source: Ittefaq 11 September 2022

ফ্রি কোর্স নং- (স্লিলস্ ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম -SEIP- অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের সহায়তার স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (SEIP) এর আওতায় সারাদেশের ৩৪৭টি সরকারি-বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্রে বিনাখরচে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে ভর্তি চলছে।

ফ্রি কোর্স নং-০১ (স্লিলস্ ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম -SEIP- অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়)
স্লিলস্ ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম -SEIP- অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়

সূত্র: বিভিন্ন পত্রিকা (আজাদী, প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন, যুগান্তর ইত্যাদি)।


Free course

Source: Ittefaq 09 Sep 2022

বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক), শিল্প মন্ত্রণালয়।

প্রশিক্ষণ সংক্রান্ত ভর্তি বিজ্ঞপ্তি

SEIP: BITAC Free Course 2022
SEIP: BITAC Free Course 2022

সূত্র: দৈনিক বাংলাদেশ প্রতিদিন ০১ আগস্ট ২০২২।

SEIP: Industry Skills Council (ISC) Free Course 2022

সরকারি খরচে হোটেল ও পর্যটন বিষয়ে প্রশিক্ষণ ও চাকুরীর সুযোগ

SEIP: Industry Skills Council (ISC) Free Course 2022
SEIP: Industry Skills Council (ISC) Free Course 2022

সূত্র: দৈনিক বাংলাদেশ প্রতিদিন ০১ আগস্ট ২০২২।

কারিগরি শিক্ষা গ্রহণ করি স্বাবলম্বী হই।

SEIP প্রকল্পের অধীনে Bangladesh Association of Construction Industry এর তত্ত্বাবধানে দেশে ও বিদেশে নির্মাণ শিল্পে দক্ষ শ্রমিক হিসেবে কাজ করার জন্য উল্লেখিত ট্রেডসমূহে ৩ (তিন) মাস মেয়াদি ৩৬০ ঘন্টা ট্রেনিং গ্রহণের জন্য আগ্রহী বাংলাদেশী নারী/ পুরুষ এর নিকট থেকে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। দরিদ্র জনগোষ্ঠী/ প্রতিবন্ধী/ উপজাতি/ নারী এবং অদক্ষ শ্রমিকদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

SEIP New Courses List

সূত্র: দৈনিক আমাদের সময় ২৫ জুলাই ২০২২।

বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) প্রশিক্ষণ

ভর্তির যাবতীয় শর্তাবলী সহ প্রয়োজনীয় সকল তথ্যগুলো নিচের বিজ্ঞপ্তি থেকে দেখার অনুরোধ রইল।

বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) প্রশিক্ষণ

সূত্র: দৈনিক বাংলাদেশ প্রতিদিন ২৮ জুলাই ২০২২।

NTVQ Level-1/জতিীয় দক্ষতামান বেসিক (শর্ট কোর্স ৩৬০ ঘন্ট/ ৪ মাস মেয়াদি) ভর্তি বিজ্ঞপ্তি

আসন সংখ্যা: ১৫০টি।
যোগ্যত: ন্যূনতম ৮ম শ্রেণি বা সমমান পাশ।
কোর্স ফি: প্রযোজ্য নয়।
ফরম বিতরণ: ০১/০৮/২০২২ থেকে ০৮/০৮/২০২২ তারিখ।

সূত্র: দৈনিক প্রথম আলো ২৫ জুলাই ২০২২।

SEIP এর আরও একটি কোর্স, কোর্স শেষে ১০,৮০০/- টাকা ভাতা প্রদান।

সূত্র: দৈনিক আজাদী ২৫ জুলাই ২০২২।

কোর্স ফি ছাড়া কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে ভর্তির সুযোগ

হাফেজ, ইমাম, মাদ্রাসা ছাত্র ও বেকার যুবকদের জন্য কোর্স ফি ছাড়া কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে ভর্তির সুযোগ

সূত্র: দৈনিক কালের কণ্ঠ ২৫ জুলাই ২০২২।

ফ্রি! যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক যানবাহন চালনা প্রশিক্ষণ এর সুযোগ

দেশে পরিবহন খাতে দুর্ঘটনা রোধে দক্ষ গাড়িচালক তৈরির মাধ্যমে যুবকদের জন্য পরিবহন খাতে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযেগা সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনের পাশাপাশি টেকসই জীবিকা নিশ্চিত করার লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরাধীন ‘যানবাহন চালনা প্রশিক্ষণ’ প্রকল্পের আওতাধীন ৪০টি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে ৬৪টি জেলার বেকার যুবদের যানবাহন চালনা বিষয়ে ০১ (এক) মাস মেয়াদি অনাবাসিক প্রশিক্ষণ প্রদান করা হবে। উক্ত প্রশিক্ষণ কোর্সে ভর্তির লক্ষ্যে কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের একাধিক প্যানেল নির্বাচন করার নিমিত্ত তাদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

ফ্রি! যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক যানবাহন চালনা প্রশিক্ষণ এর সুযোগ
ফ্রি! যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক যানবাহন চালনা প্রশিক্ষণ এর সুযোগ

সূত্র: দৈনিক বাংলাদেশ প্রতিদিন ২০ জুন ২০২২।


জেলা পরিষদ কর্তৃক পরিচালিত ০৩ (তিন) টি প্রশিক্ষণসহ ইংলিশ স্পোকেন কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি

আবেদনের শেষ তারিখ: ৩০/০৬/২০২২ ইং তারিখ।

অফিসিয়াল নোটিশ-

জেলা পরিষদ কর্তৃক পরিচালিত ০৩ (তিন) টি প্রশিক্ষণসহ ইংলিশ স্পোকেন কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি
জেলা পরিষদ কর্তৃক পরিচালিত ০৩ (তিন) টি প্রশিক্ষণসহ ইংলিশ স্পোকেন কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি

সূত্র: প্রথম আলো।


প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি (jms.gov.bd

অফিসিয়াল নোটিশ-

প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি (jms.gov.bd)
প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি (jms.gov.bd)

বাংলাদেশ নৌবাহিনী ডকইয়ার্ড টেকনিক্যাল ইন্সটিটিউট ফ্রি কোর্স ও চাকরির শেষে চাকরির সুযোগ

অফিসিয়াল নোটিশ-

বাংলাদেশ নৌবাহিনী ডকইয়ার্ড টেকনিক্যাল ইন্সটিটিউট ফ্রি কোর্স ও চাকরির শেষে চাকরির সুযোগ
বাংলাদেশ নৌবাহিনী ডকইয়ার্ড টেকনিক্যাল ইন্সটিটিউট ফ্রি কোর্স ও চাকরির শেষে চাকরির সুযোগ

মহিলাদের জন্য ফ্রি কোর্স

এই সেকশনে শুধুমাত্র মহিলাদের জন্য প্রদত্ত সম্পূর্ণ ফ্রি কোর্সগুলোর তালিকা প্রকাশ করা হলো-

শহীদ শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিল প্রশিক্ষণ একাডেমী কর্তৃক সম্পূর্ণ সরকারি খরচে শুধুমাত্র মহিলাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ।

আসন সংখ্যা: ১৭০টি।
যোগ্যত: ন্যূনতম ৮ম শ্রেণি বা সমমান পাশ।
কোর্স ফি: প্রযোজ্য নয়।
ভর্তি পরীক্ষার তারিখ: ০৩/০৭/২০২২ইং তারিখ।

শহীদ শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিল প্রশিক্ষণ একাডেমী কর্তৃক সম্পূর্ণ সরকারি খরচে শুধুমাত্র মহিলাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ।
সম্পূর্ণ সরকারি খরচে শুধুমাত্র মহিলাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ।

সূত্র: দৈনিক প্রথম আলো ১৯ জুন ২০২২।

বাংলাদেশের প্রকৃত নাগরিক নারীদের জন্য সরকার/ স্বায়ত্বসাশিত প্রতষ্ঠান কর্তৃক প্রদত্ত সম্পূর্ণ বিনামূল্যে কোর্সসমূহ-

সূত্র: দৈনিক বাংলাদেশ প্রতিদিন ১৬ জুন ২০২২।

কোর্স- ০৩ (সম্পূর্ণ সরকারি খরচে শুধুমাত্র মহিলাদের দক্ততা উন্নয়ন প্রশিক্ষণ)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা বিষয়ক অধিদপ্তর।

ফ্রি কোর্স নং-০২ (সম্পূর্ণ সরকারি খরচে শুধুমাত্র মহিলাদের দক্ততা উন্নয়ন প্রশিক্ষণ)
ফ্রি কোর্স নং-০২ (সম্পূর্ণ সরকারি খরচে শুধুমাত্র মহিলাদের দক্ততা উন্নয়ন প্রশিক্ষণ)

সূত্র: দৈনিক বাংলাদেশ প্রতিদিন ১৩ জুন ২০২২।


সরকারি খরচে ফ্রি প্রশিক্ষণ ও চাকুরির সুযোগ

ফ্রি কোর্স নং-০১ বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্ত্র (বিটাক)

SEIP, Tranche-3 এর আওতায় নিম্নলিখিত ট্রেডসমূহে প্রশিক্ষণ প্রদান করা হবে। সফলভাবে প্রশিক্ষণ সমাপনাস্তে প্রশিক্ষণার্থীগণকে শিল্প কারখানাসমূহে কর্মসংস্থানের সার্বিক সহযোগিতা প্রদান করা হবে। প্রশিক্ষণ সংক্রান্ত তথ্যাদি নিম্নরূপ

ট্রেডসমূহ: (ক) মেশিন সপ (খ) ওয়েল্ডিং (গ) ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট ইন্সটলেশন এন্ড মেইনটেন্যান্স।
প্রশিক্ষণের মেয়াদ: ৩ মাস।
আসন সংখ্যা: প্রতি ট্রেডে ৩০ জন।
যোগ্যতা: ৮ম শ্রেণী বা সমমান পাশ।
আবেদন ফি: প্রযোজ্য নয়।
প্রার্থী বাছাইকরণ ও নির্বাচ: ২৬/০৭/২০২২ ইং তারিখ সকাল ৯.৩০টা।

:অফিসিয়াল নোটিশ-

সূত্র: দৈনিক আমাদের সময় ২৯ জুন ২০২২।


ফ্রি কোর্স নং-০২ (মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন মহিলা বিষয়ক অধিদপ্তরে মহিলাদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ)

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত এবং বাংলঅদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত ‘মহিলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট’ তুলাতলা, মোরেলগঞ্জ, বাগেরহাটে জুলাই-সেপ্টেম্বর/২০২২ সেশনে আবাসিক ভিত্তিতে প্রশিক্ষণার্থী ভর্তির নিমিত্তে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য বিধি মেনে বাংলাদেশের যেকোন এলাকার শুধুমাত্র ১৬-৪০ বছর বয়স সীমার মহিলাদের (প্রতিবন্ধীদের অগ্রাধিকার) নিকট হতে নিম্নোক্ত শর্তে সাদা কাগজে স্বহস্তে লিখিত/ অফিস হতে সংগ্রহীত নির্দিষ্ট ভর্তি ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

বি.দ্র: রেজিস্ট্রেশন ফি নেওয়া হলেও কোস শেষে তা ফেরত দেয়া হবে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন মহিলা বিষয়ক অধিদপ্তরে মহিলাদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন মহিলা বিষয়ক অধিদপ্তরে মহিলাদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ

সূত্র: দৈনিক ইত্তেফাক ১৩ জুন ২০২২।


ফ্রি কোর্স নং-০৩ (স্লিলস্ ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম -SEIP- অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়)

ফ্রি কোর্স নং-০১ (স্লিলস্ ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম -SEIP- অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়)
ফ্রি কোর্স নং-০১ (স্লিলস্ ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম -SEIP- অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়)

সূত্র: দৈনিক আজাদী (১০/০৬/২০২২)।


ফ্রি কোর্স নং-০৪ (প্রশিক্ষণ কোর্সে ভর্তি সম্পূর্ণ বিনামূল্যে)

প্রশিক্ষণ কোর্সে ভর্তি সম্পূর্ণ বিনামূল্যে
প্রশিক্ষণ কোর্সে ভর্তি সম্পূর্ণ বিনামূল্যে

সূত্র: ইত্তেফাক ০৬ জুন ২০২২।


ফ্রি কোর্স নং-০৫ (পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি- SEIP)

ফ্রি কোর্স নং-০২ (পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি- SEIP)
ফ্রি কোর্স নং-০২ (পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি- SEIP)

সূত্র: বাংলাদেশ প্রতিদিন।


ফ্রি কোর্স নং-০৬ (স্লিলস্ ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম -SEIP অর্থ বিভাগ, অর্থমন্ত্রণালয়)

স্লিলস্ ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম -SEIP অর্থ বিভাগ, অর্থমন্ত্রণালয়
স্লিলস্ ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম -SEIP অর্থ বিভাগ, অর্থমন্ত্রণালয়

সূত্র: দেনিক আজাদী


ফ্রি কোর্স নং-০৭ (সরকারি খরচে শীপবিল্ডিং শিল্পে বিভিন্ন কারিগরি কোর্সে ফ্রি প্রশিক্ষণ ও চাকুরির সুযোগ)

সরকারি খরচে শীপবিল্ডিং শিল্পে বিভিন্ন কারিগরি কোর্সে ফ্রি প্রশিক্ষণ ও চাকুরির
সরকারি খরচে শীপবিল্ডিং শিল্পে বিভিন্ন কারিগরি কোর্সে ফ্রি প্রশিক্ষণ ও চাকুরির

ফ্রি কোর্স নং-০৮ (সরকারি খরচে প্রশিক্ষণ নিন, এগ্রো ফুড সেক্টরে কর্মজীবন গড়ুন)

সরকারি খরচে প্রশিক্ষণ নিন, এগ্রো ফুড সেক্টরে কর্মজীবন গড়ুন
সরকারি খরচে প্রশিক্ষণ নিন, এগ্রো ফুড সেক্টরে কর্মজীবন গড়ুন

ফ্রি কোর্স নং-০৯ (SEIP প্রকল্পের আওতায় বিনা খরচে কুমুদিনী কেয়ারগিভিং কোর্সে প্রশিক্ষণ)

SEIP প্রকল্পের আওতায় বিনা খরচে কুমুদিনী কেয়ারগিভিং কোর্সে প্রশিক্ষণ
SEIP প্রকল্পের আওতায় বিনা খরচে কুমুদিনী কেয়ারগিভিং কোর্সে প্রশিক্ষণ

কোর্স সম্পর্কে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন Skills for Employment Investment Program (SEIP) Tranche-3 এর আওতায় বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই) এর তত্ত্বাবধানে নারী উদ্যোক্তা তৈরী ও উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঢাকা, নারায়নগঞ্জ, নরসিংদী, গাজীপুর, যশাের, বগুড়া, দিনাজপুর, সিলেট, টাঙ্গাইল ও রাজশাহী জেলার নিম্নোক্ত প্রশিক্ষণ কেন্দ্র এবং ৩ মাস মেয়াদী (৬০ কর্ম দিবস) প্রশিক্ষণ কোর্স সমূহে (অনাবাসিক) সম্পূর্ণ বিনামূল্যে ভর্তি চলছে।

সুবিধাসমূহ (Opportunities of SEIP Course/ BWCCI Course)

  • প্রশিক্ষণ কোর্সগুলি সম্পূর্ণ বিনামূল্যে;
  • প্রশিক্ষণার্থীদের কম পক্ষে ৮০% উপস্থিতি থাকতে হবে;
  • প্রশিক্ষণার্থীদের সফলভাবে প্রশিক্ষণ শেষে এককালীন দৈনিক যাতায়াত বাবদ ১০০টাকা এবং টিফি বাবদ ৫০ টাকা প্রদান করা হবে;
  • প্রশিক্ষণ শেষে কৃতকার্য প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করা হবে;
  • কৃতকার্য প্রশিক্ষণার্থীদের ব্যবসা উন্নয়ন বা কর্মসংস্থানে সহায়তা করা হবে;
  • কৃতকার্য প্রশিক্ষণার্থীদের ব্যবসা উন্নয়ন ও প্রসারে ব্যাংক ঋণ প্রাপ্তিতে সহযােগিতা করা হবে ।

শর্তসমূহ (Instruction and Conditions of SEIP Course)

  • সর্বনি ১৮ বছর এবং সর্বোচ্চ ৪৫ বহর এর নারী;
  • বিউটিফিকেশন, ফ্যাশন ডিজাইন এবং যুদ্ধ এল্ড বেভারেজ কোর্সের জন্য কমপক্ষে এস, এস, সি পাশ এবং আইটি ফ্রিল্যান্সিং কোর্সের না কমপক্ষে এইচ,এস,সি পাশ;
  • আবেদন ফর্মে যােগাযােগের জন্য প্রথম যে মােবাইল নম্বর দেয়া হবে সেটি অবশ্যই নিজের ন্যাশনাল আইডি দিয়ে নিজ্জের নামে রেজিষ্ট্রিকৃত সিম হতে হবে;
  • প্রশিক্ষণ শেষে যারা সংশ্লিষ্ট ব্যবসা করতে আগ্রহী এবং প্রতিশ্রুতিবদ্ধ শুধুমাত্র তাদের কাছ খেকেই আবেদন আহ্বান করা হচ্ছে;
  • একজন প্রার্থী একটি প্রশিক্ষণ কোর্সের জন্য আবেদন করতে পারবেন (SEIP এর প্রশিক্ষণ যিনি পূর্বে যে কোন ইনস্টিটিউট থেকে যে কোন বিষয়ের ওপর যদি নিয়ে থাকেন তিনি এই প্রশিক্ষণ কোর্সের জন্য বিবেচিত হবেন না);
  • নিষ্ঠার সাথে প্রশিক্ষণ নিতে ও সম্পন্ন করতে প্রশিক্ষণে ১০০% উপস্থিত থাকার আগ্রহী হতে হবে;
  • শুধুমাত্র বাছাইয়ের মাধ্যমে উত্তীর্ণ আবেদনকারীদের নির্দিষ্ট আসন সংখ্যা অনুযায়ি ভর্তি নিশ্চিত করা হবে;
  • প্রশিক্ষণসমূহ ২০২১ সালের জানুয়ারী থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে চলছে এবং নির্দিষ্ট আসন সংখ্যা লক্ষ্যমাত্রা বিবেচনায় কোর্স সমূহ অায়োজিত হবে;
  • সংখ্যালঘু ক্ষুদ্র নৃগােষ্টি প্রতিবন্ধী/বিধবা নারীদের অগ্রাধিকারের সাথে বিবেচনা করা হবে;
  • যেহেতু প্রশিক্ষণ কোর্সগুলাে অনাবাসিক, সেহেতু যারা নিয়মিত এবং সময়মত অর্থাৎ পুরাে মেয়াদে প্রশিক্ষণ কোর্সে উপস্থিত থাকতে পারবেন, শুধুমাত্র তাদের কাছ থেকেই আবেদন আহ্বান করা হচ্ছে;\
  • প্রশিক্ষণের জন্য প্রার্থী বাছাই, কোর্সে অংশগ্রহণের সময়সূচি নির্ধারণ ও অন্যান্য সম্পর্কিত সকল বিষয়ের অধিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

আবেদন ফর্ম এর সাথে প্রয়ােজনীয় কাগজপত্র (Required Document for Application of SEIP Course)

  • সদ্য তোলা ২ কপি পাসপাের্ট সাইজের ছবি;
  • জাতীয় পরিচয় পত্রের ফটোকপি;
  • সকল শিক্ষাগত সনদপত্রের ফটোকপি(এসএসসি সনদ অবশ্যই দাখিল করতে হবে)।

পূর্বের সার্কুলারগুলো

ফ্রি কোর্স নং-১ (বাংলাদেশ শিল্প কারিগরি সহায়ত কেন্দ্র -বিটাক)

বাংলাদেশ শিল্প কারিগরি সহায়ত কেন্দ্র -বিটাক
বাংলাদেশ শিল্প কারিগরি সহায়ত কেন্দ্র -বিটাক

সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২২  Skills for Employment Investment Program 2022 - SEIP
সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ | Skills for Employment Investment Program 2022 (SEIP)

নিচের বিজ্ঞাপন/ সার্কুলারটি ”আজকালের খবর” পত্রিকা থেকে নেওয়া হয়েছে।

Skills for Employment Investment Program 2022
Skills for Employment Investment Program 2022

১, কোর্সের নাম: বিউটিফিকেশন এন্ড এন্টারপ্রেনারসিপ ডেভেলপমেন্ট (বিউটিফিকেশন এবং উত্তোক্তা উন্নয়ন);
পদের সংখ্যা: উল্লেখ নয়;
যোগ্যতা: এসএসসি পাশ
কোর্সের মেয়াদকাল: ৩মাস (৬০ দিন)
আবেদনের শেষ তারিখ: ২৬/০৩/২০২২;
প্রশিক্ষণ কেন্দ্র: নিচের সার্কুলার দেখুন।

২, কোর্সের নাম: ফ্যাশন ডিজাইন, প্রোডাক্ট ডেভেলপমেন্ট এন্ড এন্টারপ্রেনারসিপ ডেভেলপমেন্ট (ফ্যাশন ডিজাইন, পণ্য এবং উদ্যোক্ত উন্নয়ন)
পদের সংখ্যা: উল্লেখ নয়;
যোগ্যতা: এসএসসি পাশ;
কোর্সের মেয়াদকাল: ৩মাস (৬০ দিন)
আবেদনের শেষ তারিখ: ২৬/০৩/২০২২;
প্রশিক্ষণ কেন্দ্র: নিচের সার্কুলার দেখুন।

৩, কোর্সের নাম: ফুড এন্ড বেভারেজ প্রোডাক্সন এন্ড এনটারপ্রেনারসিপ ডেভেলপমেন্ট (খাদ্য ও পানীয় প্রস্তুতকরণ এবং উদ্যোক্ত উন্নয়ন);
পদের সংখ্যা: উল্লেখ নয়;
যোগ্যতা: এসএসসি পাশ;
কোর্সের মেয়াদকাল: ৩মাস (৬০ দিন)
আবেদনের শেষ তারিখ: ২৬/০৩/২০২২;
প্রশিক্ষণ কেন্দ্র: নিচের সার্কুলার দেখুন।

৪, কোর্সের নাম: আইটি ফ্রিল্যান্সিং এন্ড এন্টারপ্রেনারসিপ ডেভেলপমেন্ট (তথ্য প্রযুক্তিতে স্বাধীনভাবে কাজ এবং উদ্যোক্তা উন্নয়ন);
পদের সংখ্যা: উল্লেখ নয়;
যোগ্যতা: এইচএসসি পাশ;
কোর্সের মেয়াদকাল: ৩মাস (৬০ দিন)
আবেদনের শেষ তারিখ: ২৬/০৩/২০২২;
প্রশিক্ষণ কেন্দ্র: নিচের সার্কুলার দেখুন।

আগ্রহী নারী প্রার্থীদেরকে উল্লিখিত প্রশিক্ষণ কেন্দ্র অথবা সেইপ-বিডব্লিউসিসিআই কার্যালয় (বাড়ী নং-২ (৩য় তলা), রােড নং ২৩/সি, গুলশান-১, ঢাকা-১২১২) থেকে নির্ধারিত আবেদন ফরম সগ্রহ করে উল্লিখিত আবেদন জমার সময়সীমার মধ্যে সংশ্লিষ্ট প্রশিক্ষণ কেন্দ্রে আবেদন (নিম্নেলিখিত প্রয়োজনীয় কাগজপত্র সহ) জমা প্রদানের জন্য আহ্বান কা হচ্ছে। এছাড়াও উগ্লিখিত প্রশিক্ষণ এলাকার স্থানীয় পত্রিকায় প্রকাশিতব্য বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করার সুযােগ রয়েছে।
মনে রাখবেন আবেদনপত্র অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যেই পৌছাতে হবে।

সতর্কতা:
১ম সার্কুলারটি এবং উক্ত পোস্টের প্রায় সকল তথ্যের উৎস ”ইত্তেফাক” পত্রিকা। ২টি সার্কুলারে বেশকিছু পার্থক্য পরিলক্ষত হয়েছে। তাই সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যাচাই-বাছাই করে এবং সঠিক তথ্য সংগ্রহ করে আবেদন করুন। ধন্যবাদ।

হেল্পলাই (Helpline)
বিজ্ঞারিত জানতে সংশ্লিষ্ট প্রশিক্ষণ কেন্দ্র বা বিজ্ঞক্লিউসিসিই, বাড়ী নং-২(৩ তলা), রােড নং ২৩/সি, গুলশান-১, ঢাকা-১২১২,ফোন: +৮৮-০২-২২২২৬১৫২৬ এ যােগাযােগ করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *