৩৮ পদে এসকেএস ফাউন্ডেশনে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। SKS Job Circular 2022 has been published on the official website sks-bd.org today. বাংলাদেশের পুরুষ এবং মহিলা নাগরিকদের যোগ্যতা যাচাইয়ের পর ২টি ক্যাটাগরির অধীনে ০২টি শূন্যপদে নিয়োগ করা হবে। ডাক বা কুরিয়ার বা সরাসরি আবেদন করা যাবে। এসকেএস ফাউন্ডেশন মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি সনদপ্রাপ্ত। উক্ত প্রতিষ্ঠানে আবেদনের শেষ তারিখ হচ্ছে ১৫ জুন ২০২২ইং তারিখ।
নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এবং আবেদনের যাবতীয় প্রয়োজনীয় তথ্য এই সার্কুলারেই পাবেন নিয়মিত স্কলারশীপ খবর/ শিক্ষাবৃত্তি/ উপবৃত্তি সরকারি চাকরির খবর / কোম্পানী চাকরি পেতে আমাদের ওয়েবসাইট ভিসিট করতে পারেন- inbdjob.com
একনজরে এসকেএস নিয়োগ (At a Glance SKS Job Circular)
SKS Foundation Job Circular 2022 এর সার-সংক্ষেপ দেখা যাক।
- কোম্পানির নাম (Name of the Organization): এসকেএস ফাউন্ডেশন (SKS Foundation)
- পদের নাম (Post Name) : ২টি ক্যাটাগরি, পদের নামগুলো নিচে দেয়া আছে।
- চাকরির ধরণ (Type of Job): বেসরকারি চাকরি /Private Job Circular
- শূন্যপদ / Vacancy: ০২টি।
- বেতন (Salary) : ৫৫,০০০/- টাকা
- Job Nature (জব প্রকৃতি): ফুল টাইম চাকরি।
- শিক্ষাগত যোগ্যতা/ Educational Qualification: মাস্টার্স (see circular for more)
- জামানত : কিছু পদে জামানত লাগবে (পদ ভেদে ৮,০০০ ও ১৫,০০০ টাকা)।
- লিঙ্গ/ Gender: পুরুষ এবং মহিলা উভয়েই আবেদন করতে পারবেন।
- আবেদন পদ্ধতি/ Apply Process: সরাসরি/ ডাকযোগে/ কুরিয়ারে (Direct/ by post);
- আবেদনের সময়সীমা/ Application Deadline: ১৫ জুন ২০২২ ইং তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত আবেদন করা যাবে।
আরও দেখুন-
২৮৬ পদে সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি
চলমান সকল এনজিও চাকরির খবর
এসকেএস নিয়ােগ ২০২২ – SKS Job Circular 2022
এসকেএস ফাউণ্ডেশন জাতীয় পর্যায়ের একটি স্বীকৃত বেসরকারী উন্নয়নমূলক সংস্থা যা, ১৯৮৭ সাল থেকে দরিদ্র জনগােষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সংস্থাটি মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) সনদ সহ (এমআরএ-০১৬২১-০০৫৩৪-০০০৪৫) একাধিক প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্ত। উক্ত সংস্থায় কুষ্টিয়া, মেহেরপুর, টাঙ্গাইল, গাজীপুর, কক্সবাজার, কুড়িগ্রাম, রংপুর, রাজশাহী, নওগাঁ জেলায় ঋণ কার্যক্রম বাস্তবায়নের নিমিত্তে কাজ করে যাচ্ছে।
এসকেএস ফাউন্ডেশন বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি | SKS Job Circular 2022 published on sks-bd.org. সর্বোচ্চ বেতন ৭৫,০০০ টাকা। উক্ত প্রাইভেট বা এনজিও চাকরির শূন্যপদ সম্পর্কে নিচে থেকে ভালোভাবে জেনে নিন।
পদ সম্পর্কিত সকল তথ্য
SKS Foundation job circular 2022 Vacancies and more details about designation. এসকেএস ফাউন্ডেশন চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে দেওয়া হলো-
১। পদের নাম: Director Social Enterprising
পদ সংখ্যা: ০১টি।
বেতন: ১,৫৬,৫০০/- টাকা।
শিক্ষাগত যোগ্যতা: মাস্টার্স।
অভিজ্ঞতা: ১০ বছর।
২। পদের নাম: Assistant Director- Admin
পদ সংখ্যা: ০১টি।
বেতন: ৯৫,৩০০/- টাকা।
শিক্ষাগত যোগ্যতা: মাস্টার্স।
অভিজ্ঞতা: ০৮ বছর।
আবেদনের পদ্ধতি
নিম্নে উল্লেখিত পদে কর্মী নিয়ােগের জন্য যােগ্য প্রার্থীদেরকে নিম্নস্বাক্ষরকারী বরাবর লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবন বৃত্তান্ত (ইমেইল ও মােবাইল নম্বর উল্লেখসহ), ০২ কপি পাসপাের্ট সাইজ রঙ্গিন ছবি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয় পত্র, শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতার সনদের ফটোকপি নির্ধারিত সময়ের মধ্যে মধ্যে এসকেএস ফাউণ্ডেশন, কলেজ রােড, উত্তর হরিণ সিংহা, গাইবান্ধা- ৫৭০০ ঠিকানায় ডাক/কুরিয়ার/সরাসরি প্রেরণের আহবান করা যাচ্ছে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়ােগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে। নারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
বি: দ্র: সংশ্লিষ্ট শিক্ষাগত যােগ্যতা ও কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী ছাড়া অন্যান্যদের আবেদন গ্রহণযােগ্য হবে না।
আবেদনের সময়সীমা
আগ্রহী প্রার্থীকে আগামী ১৫ জুন ২০২২ ইং তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদনপত্র পৌছাতে হবে।
আবেদন ফি পরিশোধ
এসকেএস ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এ আবেনের জন্য কোন রকম ফি লাগবেনা।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা
এসকেএস ফাউণ্ডেশন, কলেজ রোডম উত্তর হরিণ সিংহা,ম গাইবান্ধা-৫৭০০
এসকেএস ফাউন্ডেশন বিশাল নিয়োগ বিজ্ঞপ্তির অফিসিয়াল চাকরির বিজ্ঞানপি দেখার অনুরোধ রইল। SKS Job Circular 2022 Official job circular is below:
sks-bd.org apply অফিসিয়াল বিজ্ঞপ্তি

অন্যান্য শর্তাবলী
এছাড়াও সাপ্তাহিক ২ দিন ছুটি এবং স্থায়ীকরণের পর পি.এফ, গ্রাচুয়্যিটি, চিকিৎসা সেবা সহায়তা, উৎসব ভাতা সুবিধা প্রাপ্য হবেন। নারী প্রার্থীদের জন্য বিশেষ সুবিধা রয়েছে। উল্লেখ্য যে, ২ ও ৩ নং পদে উত্তীর্ণ প্রার্থীদের যােগদানের সময় যথাক্রমে ১৫,০০০/-ও ৮,০০০/- টাকা জামানত (ফেরতযােগ্য) প্রদান করতে হবে।
সূত্র: দৈনিক প্রথম আলো।
- এক নজরে inbdjob.com
- সকল চাকরি একসাথে দেখতে
- সরকারি চাকরি
- কোম্পানী/ এনজিও চাকরি
- সাপ্তাহিক পত্রিকা
- ডিফেন্স চাকরি
- পরীক্ষার সময়সূচি
- উপবৃত্তি/শিক্ষাবৃত্তি
- শিক্ষা
পূর্বের নিয়োগ বিজ্ঞপ্তি
এসকেএস ফাউন্ডেশন এর পূর্বের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ অনেকেরই প্রয়োজনে আসতে পারে। কেননা উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে পদের নাম সহ বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ পরবর্তীতে অনেক আবেদনকারীরই প্রয়োজন হতে পারে।
আর কেবল আপনাদের ভবিষ্যৎ প্রয়োজন মেটানোর জন্যই আমরা পূর্বের নিয়োগগুলোও সংরক্ষণ করে রাখার পরিকল্পনা করেছি।


১. কো-অর্ডিনেটর, ফিল্ড অপারেশন- (০১ জন): শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা: যে কোন বিষয়ে মাস্টার্স। এনজিও/আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে একসাথে ৫০-৬০ টি ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে ৭ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বিশ্লেষণমূলক কাজ ও রিপাের্টিং এ দক্ষ হতে হবে। বয়স-অনুর্ধ্ব ৪৫ বছর। বেতন-ভাতা: দক্ষতা ও যােগ্যতার ভিত্তিতে মাসিক বেতন-ভাতা হবে ৬০,০০০/- থেকে ৭৫,০০০/-। এছাড়াও গাড়ী সুবিধা ও নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
২. জোনাল ম্যানেজার- (০২ জন): শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা: যে কোন বিষয়ে মাস্টার্স। পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত শহর/নগর এলাকার এনজিওতে একসাথে কমপক্ষে ২০-২৫ টি ব্রাঞ্চ পরিচালনার ৫-৭ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপাের্টিং এ দক্ষ হতে হবে। মােটর সাইকেল চালনায় সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়স-অনুর্ধ্ব ৪০ বছর। বেতন-ভাতা: দক্ষতা ও যােগ্যতার ভিত্তিতে মাসিক বেতন-ভাতা হবে ৪৫,০০০/- থেকে ৬০,০০০/- | এছাড়াও নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
৩. এরিয়া ম্যানেজার- (১০) জন: শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা: যে কোন বিষয়ে মাস্টার্স। এনজিও/আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে একসাথে ০৫ টি ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপাের্টিং এ দক্ষ হতে হবে। মােটর সাইকেল চালনায় সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়স-অনুর্ধ্ব ৪০ বছর। বেতন-ভাতা: দক্ষতা ও যােগ্যতার ভিত্তিতে মাসিক বেতন-ভাতা হবে সর্বসাকুল্যে ৩৫,০০০/- থেকে ৪৫,০০০/-। এছাড়াও নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
৪. এইচআর অফিসার-(১ জন): শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা: ব্যবস্থাপনা বিষয়ে এমবিএ/বিবিএ ডিগ্রিধারী। এনজিও/আর্থিক প্রতিষ্ঠানে মানব সম্পদ বিভাগে কাজের কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও কম্পিউটার (এমএস প্যাকেজ, ইন্টারনেট ব্যবহার ও এইচআর সফটওয়্যার) পরিচালনায় দক্ষ হতে হবে। বয়স-অনুর্ধ্ব ৩৫ বছর। মাসিক বেতন-ভাতা: আলােচনা সাপেক্ষে।
৫. ব্রাঞ্চ ম্যানেজার- (৩০) জন: শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা: যে কোন বিষয়ে মাস্টার্স। এনজিও/আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপাের্টিং এ দক্ষ হতে হবে। মােটর সাইকেল চালনায় সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়স-অনুর্ধ্ব ৪০ বছর। বেতন-ভাতা: দক্ষতা ও যােগ্যতার ভিত্তিতে মাসিক বেতন-ভাতা হবে সর্বসাকুল্যে ৩০,০০০/- থেকে ৪০,০০০/-। এছাড়াও নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
৬, ফিল্ড অফিসার- (১০০ জন): শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা: যে কোন বিষয়ে অনার্স/মাস্টার্স। এনজিও/আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে ২-৩ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মােটরসাইকেল চালনার দক্ষতা থাকতে হবে। বয়স-অনুর্ধ্ব ৩৫ বছর। বেতন-ভাতা: দক্ষতা ও যােগ্যতার ভিত্তিতে মাসিক বেতন-ভাতা হবে সর্বসাকুল্যে ২০,০০০/- থেকে ২৫,০০০/-। এছাড়াও নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
৭. হিসাবরক্ষক- (৪০ জন): শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা: বাণিজ্যে বিভাগ হতে অনার্স/মাস্টার্স। এনজিও/আর্থিক প্রতিষ্ঠানে ব্রাঞ্চের হিসাব কার্যক্রম পরিচালনায় ২-৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সফটওয়্যার চালনা, রিপাের্টিং ও কম্পিউটার পরিচালনা বিষয়ে দক্ষতা থাকতে হবে। বয়স-অনুর্ধ্ব ৩৫ বছর। বেতন-ভাতা: দক্ষতা ও যােগ্যতার ভিত্তিতে মাসিক বেতন-ভাতা হবে সর্বসাকুল্যে ২০,০০০/- থেকে। ২৫,০০০/-। এছাড়াও নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
পূর্বের নিয়োগ বিজ্ঞপ্তি
১. পদের নাম: সহকারী কো-অর্ডিনেটর, ফিল্ড অপারেশন
পদসংখ্যা: ০১ জন।
শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা: যে কোন বিষয়ে মাস্টার্স। এনজিও/আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে একসাথে ৫০-৬০ টি ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে ৭ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বিশ্লেষণমূলক কাজ ও রিপাের্টিং এ দক্ষ হতে হবে।
বয়স-অনুর্ধ্ব ৪৫ বছর।
বেতন-ভাতা: দক্ষতা ও যােগ্যতার ভিত্তিতে মাসিক বেতন-ভাতা হবে ৫৫,০০০। এছাড়াও গাড়ী সুবিধা ও নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
২. পদের নাম: এরিয়া ম্যানেজার
পদসংখ্যা: ০৭ জন।
শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা: যে কোন বিষয়ে মাস্টার্স। এনজিও/আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে একসাথে ০৫ টি ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপাের্টিং এ দক্ষ হতে হবে। মােটর সাইকেল চালনায় সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বয়স-অনুর্ধ্ব ৪০ বছর।
বেতন-ভাতা: দক্ষতা ও যােগ্যতার ভিত্তিতে মাসিক বেতন-ভাতা হবে সর্বসাকুল্যে ৩৫,০০০/- থেকে ৪৫,০০০/-। এছাড়াও নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
৩ পদের নাম: ফিল্ড অফিসার
পদসংখ্যা: ৩০ জন।
শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা: যে কোন বিষয়ে অনার্স/মাস্টার্স। এনজিও/আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে ২-৩ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মােটরসাইকেল চালনার দক্ষতা থাকতে হবে।
বয়স-অনুর্ধ্ব ৩৫ বছর।
বেতন-ভাতা: দক্ষতা ও যােগ্যতার ভিত্তিতে মাসিক বেতন-ভাতা হবে সর্বসাকুল্যে ২০,০০০/- থেকে ২৫,০০০/-। এছাড়াও নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।