মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি কর্তৃক সনদ প্রাপ্ত (সনদ নং: ০০১২৩-০০৮৪৮-০০০০৩) বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা “উদ্দীপন” এ নিম্নলিখিত পদে জরুরী ভিত্তিতে নিয়ােগের জন্য বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।
উদ্দীপন এনজিও এ ২টি ক্যাটাগরীতে ১৫৫ জনের নতুন বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ অফিসিয়ালভাবে ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। Uddipan NGO Job Circular 2022 has been published & The official website is www.uddipan.org. আগ্রহী নারী-পুরুষ উভয়েই আগামী ১৬ মে ২০২২ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। চলুন উদ্দীপন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2022 -এর আলোকে আরো বিস্তারিত জেনে নেই।
নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এবং আবেদনের যাবতীয় প্রয়োজনীয় তথ্য এই সার্কুলারেই পাবেন। নিয়মিত স্কলারশীপ খবর/ শিক্ষাবৃত্তি/ উপবৃত্তি সরকারি চাকরির খবর / কোম্পানী চাকরি পেতে আমাদের ওয়েবসাইট ভিসিট করতে পারেন- inbdjob.com
Topics in this Post
একনজরে উদ্দীপন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি (At a Glance Uddipan NGO Job Circular)
উদ্দীপন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ একনজরে দেখে নেন এখান থেকে। Uddipan NGO Job Circular 2022 summary is below:
- কোম্পানির নাম (Name of the Organization): উদ্দীপন – Uddipan
- পদের নাম (Post Name) : সিনিয়র প্রোগ্রাম অফিসার (এসপিও) ও শাখা ব্যবস্থাপক এবং ট্রাক প্রোগ্রাম অফিসার (এএফপি) ও শাখা হিসাব রক্ষক
- চাকরির ধরণ (Type of Job): এনজিও চাকরি /NGO Job Circular
- শূন্যপদ / Vacancy: ১৫৫টি।
- Job Nature: ফুল টাইম।
- শিক্ষাগত যোগ্যতা/ Educational Qualification: স্নাতক পাশ।
- লিঙ্গ/ Gender: পুরুষ এবং মহিলা উভয়েই আবেদন করতে পারবেন।
- আবেদন ফি (Application Fee): ২০০/- টাকার পে অর্ডার বা পোস্টাল অর্ডার বা ডিডি।
- আবেদন পদ্ধতি/ Apply Process: ডাকযোগে (by post)।
- আবেদনের সময়সীমা/ Application Deadline: ১৬/০৫/২০২২ইং তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।
- অফিসিয়াল ওয়েবসাইট: www.uddipan.org
- আরও দেখতে পারেন-
- ৭২০ পদে যমুনা গ্রুপ বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
- বসুন্ধরা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি
- চলমান সকল সরকারি চাকরির নিয়োগ তালিকা
উদ্দীপন নিয়ােগ ২০২২ বিস্তারিত (Uddipan NGO Job Circular 2022)
উদ্দীপন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ একনজরে দেখে নেন এখান থেকে। Uddipan NGO Job Circular 2022 summary is below.
নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদ সমূহ
১। পদের নাম: সিনিয়র প্রোগ্রাম অফিসার (এসপিও) ও শাখা ব্যবস্থাপক
পদ সংখ্যা: ১০৫ টি
বেতন: ২৬৭৪০ টাকা
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
যোগ্যতা: প্রার্থীকে যে কোন বিষয়ে স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রী।
২। পদের নাম: ট্রাক প্রোগ্রাম অফিসার (এএফপি) ও শাখা হিসাব রক্ষক
পদ সংখ্যা: ৫০ টি
বেতন: ২৩৩৭৯ টাকা
বয়স: সর্বোচ্চ ৩২ বছর
যোগ্যতা: প্রার্থীকে যে কোন বিষয়ে স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রী।
সুযােগ-সুবিধা ও আনুসঙ্গিক বিষয়সমূহ
- উপরে বর্ণিত মাসিক বেতন এবং অন্যান্য ভাতা ব্যতীত সংস্থার মানব সম্পদ ব্যবস্থাপনা নীতিমালা ও কার্যপ্রক্রিয়া অনুযায়ী অন্যান্য ভাতা এবং সুযােগ সুবিধাদি যেমন – কন্ট্রিবিউটরী প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, বাৎসরিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা (দুইটি), বৈশাখী ভাতা, কর্মী কল্যাণ তহবিল এবং দূরত্ব ভাতা (প্রযােজ্য ক্ষেত্রে) প্রাপ্য হবেন।
- কর্মস্থল: উদ্দীপনের কর্ম এলাকা (বাংলাদেশের যে কোন জেলা/পৌরসভা/উপজেলা/ইউনিয়ন/গ্রাম)।
- সংস্থার প্রয়ােজনে আবেদনকারীদের সাথে সরাসরি এবং তাৎক্ষনিকভাবে যােগাযােগ করার জন্য সঠিক মােবাইল/ টেলিফোন/ | যােগাযােগের ঠিকানা এবং খামের উপর অবশ্যই আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে।
- যােগ্য নারী প্রার্থীগনকে আবেদনের জন্য বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে।
- শুধুমাত্র বাছাইকৃত যােগ্য প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযােগ দেয়া হবে।
আবেদনের পদ্ধতি – Apply Process of Uddipan Job Circular 2022
আবেদনকারীকে সদ্যতােলা ২ কপি পাসপাের্ট সাইজ ছবি, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যােগ্যতার মূল সনদপত্র, অভিজ্ঞতার সনদ এবং জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত অনুলিপি এবং ২ জন পরিচয়দানকারী ব্যক্তির নাম, যােগাযােগের ঠিকানা এবং মােবাইল নম্বর উল্লেখসহ আগামী ১৬/০৫/২০১২ ইং তারিখের মধ্যে সৈয়দ মনির হােসেন, উপ-পরিচালক ও প্রধান, মানব সম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়ন বিভাগ, উদ্দীপন প্রধান কার্যালয়, বাড়ী নং -০৯, রােড নং -০১, ব্লক- এফ, জনতা কো-অপারেটিভ হাউজিং সােসাইটি লিঃ, রিং রােড, আদাবর, ঢাকা – ১২০৭ বরাবর আবেদন করার জন্য অনুরােধ করা হচ্ছে।
আবেদন ফি প্রদান
আবেদনপত্রের সাথে “উদ্দীপন” এর অনুকূলে ২০০/- টাকার পে-অর্ডার/পােষ্টাল অর্ডার/ডিডি (অফেরতযােগ্য) জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ
আবেদনপত্র আগামী ১৬ মে ২০২২ তারিখের মধ্যে ডাকযোগে প্রেরণ করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
সৈয়দ মনির হোসেন,
উপ পরিচালক ও প্রধান,
মানব সম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়ন বিভাগ,
উদ্দীপন প্রধান কার্যালয়,
বাড়ি নং -৯ রোড নং -১
ব্লক এফ জনতা কো-অপারেটিভ হাউসিং সোসাইটি লিঃ,
রিং রোড, আদাবর, ঢাকা-১২০৭।
প্রয়োজনীয় কাগজপত্রাদি – Required Documents
আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সাথে আরও কিছু প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে।
- পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত কপি।
- ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।
- শিক্ষাগত যোগ্যতার মূল ও অনুলিপি।
- অভিজ্ঞতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)।
- জাতীয় পরিচয়পতত্রের কপি।
- ২জন পরিচয়দানকারী ব্যক্তির নাম, মোবাইল নম্বর ও যোগাযোগ ঠিকানা।
- ২০০/- টাকার পে-অর্ডার/পোষ্টাল অর্ডার/ডিডি কপি।
অফিসিয়াল বিজ্ঞপ্তি (Uddipan NGO Job Circular 2022 All Images)
উদ্দীপন এনজিও চাকরির নিয়োগ বিজ্ঞপি ২০২২ অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই দেখে তার পরে আবেদন করবেন। Uddipan NGO Job Circular 2022 Official Circular PDF Download link is below:
www.uddipan.org OFFICIAL JOB CIRCULAR

হেল্প-লাইন-
Telephone :880-2-58153216, 9145448
Call Center No : 09677 222 444
Web : www.uddipan.org
Email : [email protected], [email protected]
সূত্র: দৈনিক পত্রিকা ও www.uddipan.org