Skip to content

৪৬ পদে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

  • by
প্রত্নতত্ত্ব অধিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক জনবল নিয়োগের নিমিত্তে অফিসিয়ালভাবে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দৈনিক ইত্তেফাক ও বাংলাদেশ প্রতিদিন এবং অফিসিয়াল ওয়েবসাইটে (www.archaeology.gov.bd & www.moca.gov.bd)। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে ২২টি ক্যাটাগরির অধীনে মোট ৪৬ জন লোক নিয়োগ করা হবে। আগ্রহী নারী-পুরুষ উভয়েই যোগ্যতা সম্পন্ন হলে ২৮ জুলাই ২০২২ইং তারিখ থেকে ১২ আগস্ট ২০২২ইং তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। চলুন Protnototto Odhidoptor Niyog Biggopti 2022 – এর আলোকে আরো বিস্তারিত জেনে নেই। English Version

নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এবং আবেদনের যাবতীয় প্রয়োজনীয় তথ্য এই সার্কুলারেই পাবেন। আর নিয়মিত স্কলারশীপ খবর/ শিক্ষাবৃত্তি/ উপবৃত্তি  সরকারি চাকরির খবর / কোম্পানী চাকরি পেতে আমাদের ওয়েবসাইট ভিসিট করতে পারেন- inbdjob.com

একনজরে প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি

ডিপার্টমেন্ট অফ আর্কিওলজি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এর মূল বিষয়গুলো সংক্ষেপে এখানে তুলো ধরা হয়েছে, ফলে সম্পূর্ণ সার্কুলারের ধারণা এখান থেকেই পাবেন। তাই এই অংশটুকু ভালোভাবে দেখার অনুরোধ রইল।

  • প্রতিষ্ঠানের নাম: প্রত্নতত্ত্ব অধিদপ্তর
  • চাকরির ধরণসরকারি চাকরি
  • শূন্যপদ: ৪৬ জন।
  • বেতন গ্রেড: সর্বোচ্চ ২৭,৩০০/- টাকা।
  • চাকরির প্রকৃতি: ফুল টাইম (Full Time)
  • চাকরির স্থায়ীত্ব: অস্থায়ী।
  • বয়সসীমা: ১৮-৩০ (সাধারণ)।
  • যোগ্যতা : ন্যূনতম পঞ্চম, অষ্টম, মাধ্যমিক বা সমমান ডিগ্রী।
  • লিঙ্গ: পুরুষ-মহিলা উভয়ই আবেদন করতে পারবে।
  • জেলা: জেলাগুলোর নাম বিজ্ঞপ্তিতে দেখার অনুরোধ রইল।
  • আবেদনের ফি : ৫৬/- বা ১১২/- টাকা।
  • অফিসিয়াল ওয়েবসাইwww.archaeology.gov.bd
  • আবেদনের মাধ্যম: অনলাইনের, ওয়েবসাই http://doa.teletalk.com.bd থেকে।
  • আবেদনের সময়সীমা: ২৮/০৭/২০২২ ইং থেকে ১২/০৮/২০২২ ইং তারিখ পর্যন্ত।

আরও দেখুন-
জাতীয় গ্রন্থকেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২


প্রত্নতত্ত্ব অধিদপ্তর সম্পর্কে

বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাংলাদেশের একটি রাষ্ট্রীয় সংস্থা। সংস্থাটি প্রত্নতত্ত্ব আইন ১৯৬৪ অনুসারে রাষ্ট্রের প্রত্নতাত্ত্বিক নিদর্শন রক্ষা ও নিয়ন্ত্রণ করে থাকে। ২০০৫ থেকে ঢাকার আগারগাঁওস্থ সদরদপ্তর থেকে কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এ অধিদপ্তরের প্রধান কার্যনির্বাহীকে মহাপরিচালক বলা হয়।

সদর দপ্তর: আগারগাঁও ঢাকা বাংলাদেশ
প্রতিষ্ঠার তারিখ ও জায়গা: ১৯৭২
গঠিত: ১৯৭২; ৫০ বছর আগে
মূল অধিদপ্তর: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় (বাংলাদেশ)
সূত্র: উইকিপিডিয়া।

বিস্তারিত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি


প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজস্ব খাতভূক্ত নিম্নবর্ণিত বিভিন্ন গ্রেডের স্থায়ী শূন্য পদ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

পদ সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য

উক্ত চাকরির নিয়োগ সার্কুলার-এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল প্রয়োজনীয় তথ্যগুলো নিচে দেওয়া হলো-

১। পদের নাম: গ্রন্থগারিক/ গ্রন্থগারিক কাম কাস্টোডিয়ান
পদ সংখ্যা: ১ টি
গ্রেড: ১৩
বেতন: ১১০০০-২৬৫৯০ টাকা
যোগ্যতা: স্নাতক/ সমমানের ডিগ্রী।

২। পদের নাম: উচ্চমান সহকারি
পদ সংখ্যা: ৩ টি
গ্রেড: ১৪
বেতন: ১০২০০-২২৪৯০ টাকা
যোগ্যতা: স্নাতক ডিগ্রি/ সমমানের ডিগ্রী। কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।

৩। পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ৩ টি
গ্রেড: ১৪
বেতন: ১০২০০-২২৪৯০ টাকা
যোগ্যতা: স্নাতক/ সমমানের ডিগ্রী। কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ এবং বাংলায় ৪৫ শব্দের গতি থাকতে হবে।

৪। পদের নাম: হিসাব সহকারি/ ক্যাশিয়ার
পদ সংখ্যা: ৩ টি
গ্রেড: ১৪
বেতন: ১০২০০-২২৪৯০ টাকা
যোগ্যতা: বাণিজ্যের স্নাতক/ সমমানের ডিগ্রী

৫। পদের নাম: নকশা অঙ্কনকরি (গ্রেট-১)
পদ সংখ্যা: ১ টি
গ্রেড: ১৪
বেতন: ১০২০০-২২৪৯০ টাকা
যোগ্যতা: ডিপ্লোমা ইন আর্কিটেকচার ডিগ্রী।

৬। পদের নাম: সহকারি মডেলার
পদ সংখ্যা: ১ টি
গ্রেড: ১৪
বেতন: ১০২০০-২২৪৯০ টাকা
যোগ্যতা: উচ্চমাধ্যমিক/ সমমানের ডিগ্রী।

৭। পদের নাম: আলোকচিত্রকর
পদ সংখ্যা: ১ টি
গ্রেড: ১৪
বেতন: ১০২০০-২২৪৯০ টাকা
যোগ্যতা: স্নাতক/ সমমানের ডিগ্রী।

Protnototto Odhidoptor এর বাকি পদগুলো (৮-১৪)

৮। পদের নাম: ইলেকট্রিশিয়ান
পদ সংখ্যা: ১ টি
গ্রেড: ১৪
বেতন: ১০২০০-২২৪৯০ টাকা
যোগ্যতা: মাধ্যমিক/ সমমানের ডিগ্রী।

৯। পদের নাম: সংরক্ষন ফেরিম্যান
পদ সংখ্যা: ১ টি
গ্রেড: ১৫
বেতন: ৯৭০০-২৩৪৯০ টাকা
যোগ্যতা: অষ্টম শ্রেণী পাস।

১০। পদের নাম: ড্রাইভার
পদ সংখ্যা: ১ টি
গ্রেড: ১৫
বেতন: ৯৭০০-২৩৪৯০ টাকা
যোগ্যতা: অষ্টম শ্রেণী পাস।

১১। পদের নাম: রেফারেন্স সহকারী
পদ সংখ্যা: ১ টি
গ্রেড: ১৬
বেতন: ৯৩০০-২২৪৯০ টাকা
যোগ্যতা: উচ্চ মাধ্যমিক/ সমমানের ডিগ্রী।

১২। পদের নাম:আলোকচিত্র মুদ্রাকর
পদ সংখ্যা: ২ টি
গ্রেড: ১৬
বেতন: ৯৩০০-২২৪৯০ টাকা
যোগ্যতা: উচ্চ মাধ্যমিক/ সমমানের ডিগ্রী।

১৩। পদের নাম: বুকিং সহকারী
পদ সংখ্যা: ৪ টি
গ্রেড: ১৬
বেতন: ৯৩০০-২২৪৯০ টাকা
যোগ্যতা: উচ্চ মাধ্যমিক/ সমমানের ডিগ্রী।

১৪। পদের নাম: ক্যাশ সরকার
পদ সংখ্যা: ৩ টি
গ্রেড: ১৭
বেতন: ৯০০০-২১৮৮০ টাকা
যোগ্যতা: উচ্চ মাধ্যমিক/ সমমানের ডিগ্রী।

Protnototto Odhidoptor এর বাকি পদগুলো (১৫-২২)

১৫। পদের নাম: ডেসপাস রাইডার
পদ সংখ্যা: ১ টি
গ্রেড: ১৭
বেতন: ৯০০০-২১৮৮০ টাকা
যোগ্যতা: উচ্চ মাধ্যমিক/ সমমানের ডিগ্রী।

১৬। পদের নাম: ডুপ্লিকেটিং মেশিন অপারেটর
পদ সংখ্যা: ১ টি
গ্রেড: ১৭
বেতন: ৯০০০-২১৮৮০ টাকা
যোগ্যতা: উচ্চ মাধ্যমিক/ সমমানের ডিগ্রী।

১৭। পদের নাম: লাইব্রেরী এটেনডেন্ট
পদ সংখ্যা: ১ টি
গ্রেড: ১৯
বেতন: ৮৫০০-২০৫৭০ টাকা
যোগ্যতা: মাধ্যমিক/ সমমানের ডিগ্রী।

১৮। পদের নাম: মিউজিয়াম এটেনডেন্ট
পদ সংখ্যা: ৫ টি
গ্রেড: ১৯
বেতন: ৮৫০০-২০৫৭০ টাকা
যোগ্যতা: মাধ্যমিক/ সমমানের ডিগ্রী।

১৯। পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ৫ টি
গ্রেড: ২০
বেতন: ৮২৫০-২০০১০ টাকা
যোগ্যতা: মাধ্যমিক/ সমমানের ডিগ্রী।

২০। পদের নাম: কুক/ বাবুর্চি
পদ সংখ্যা: ২ টি
গ্রেড: ২০
বেতন: ৮২৫০-২০০১০ টাকা
যোগ্যতা: মাধ্যমিক/ সমমানের ডিগ্রী।

২১। পদের নাম: সাইট এটেনডেন্ট
পদ সংখ্যা: ৪ টি
গ্রেড: ২০
বেতন: ৮২৫০-২০০১০ টাকা
যোগ্যতা: মাধ্যমিক/ সমমানের ডিগ্রী।

২২। পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী
পদ সংখ্যা: ১ টি
গ্রেড: ২০
বেতন: ৮২৫০-২০০১০ টাকা
যোগ্যতা: পঞ্চম শ্রেণী পাস।

বি.দ্র: ১৫/০৭/২০২২ তারিখে আবেদনকারীর ১৮-৩০ বছর এর মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৩২ বছর পর্যন্ত।

আবেদন পদ্ধতি (এ টু জেড)

উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনপত্র ২টি ধাপে সম্পন্ন করতে হবে। আবেদন করার জন্য প্রথমে অনলাইন থেকে আবেদন ফরম পূরণ করে আবেদন ফরম সংগ্রহ করতে হবে। এর পরে আবেদন ফরমে উল্লেখিত User ID ব্যবহার করে টেলিটক প্রিপেইড মোবাইল ফোনের মাধ্যমে ১১২/- বা ৫৬/- টাকা পরিশোধ করতে হবে।

চলুন আবেদন প্রক্রিয়াটি দেখা যাক-

  • ১ম ধাপ: (অনলাইনে আবেদন);
  • ২য় ধাপ (ফি/ চার্জ পরিশোধ);

অনলাইনে আবেদন পদ্ধতি (১ম ধাপ)

চলুন প্রথমে অনলাইনে আবেদন করা যাক।

  1. প্রথমে টাইপ করুন “http://doa.teletalk.com.bd” অথবা ক্লিক করুন বেদন করুন বাটটে।

  1. এখন Application Form (Click here to apply Online) এ ক্লিক করুন।
  2. তারপরে post সিলেক্ট করে next এ ক্লিক করুন।
  3. এখন “No” অপশনে ক্লিক করুন next , নিচে দেখুন।
Are you a ‘Premium Member’ of Alljobs?*: Yes   No
  1. এখন সঠিকভাবে আবেদন ফরমটি পূরণ করে Next এ ক্লিক করুন।
  2. ছবি এবং স্বাক্ষর সঠিক সাইজে আপলোড করুন; নিচে সাই দেখুন।
    ছবি ৩০০X৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ কে.বি এবং জেপিজি (JPG) ফরমাট এ হতে হবে।
    স্বাক্ষর ৩০০X৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ কে.বি এবং জেপিজি (JPG) ফরমাট এ হতে হবে।
  3. এ পর্যায়ে ক্লিক করুন submit button এ।
  4. এখন আবেদন ফরমটি প্রিন্ট দিয়ে সংরক্ষণ করে রাখুন।.

বি.দ্র: অনলাইনে আবেদন করার পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বারের মাধ্যমে নির্ধারিত চার্জ পরিশোধ করতে হবে।

আবেদন ফি পরিশোধ পদ্ধতি

১-১৪ নং পদের জন্য আবেদন ফি ১১২/- (সার্ভিস চার্জসহ) টাকা এবং ১৫-২৩ নং পদের জন্য ৫৬/- (সার্ভিস চার্জসহ) টাকা পরিশোধ করতে হবে।

শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল থেকে ২টি এসএমএস এর মাধ্যমে আবেদনের চার্জ পরিশোধ করা যাবে। যথা-

১ম এসএমএস: টাইপ করুন “DOA” <স্পেস> “User Id” এবং পাঠিয়ে দিন “16222” নাম্বারে।
উদাহরণ: DOA GOVJOB (পাঠাতে হবে ১৬২২২ নম্বরে)

২য় এসএমএস: আবারও লিখুন “DOA” <স্পেস> “YES” <স্পেস> “PIN” এবং পাঠিয়ে দিন “১৬২২২” নম্বরে।
উদাহরণ: DOA YES 12345786 (পাঠাতে হবে ১৬২২২ নম্বরে)

এখানে USER ID হিসেবে ‘‘GOVJOB’’ ধরা হয়েছে।


আরও দেখুন-
চলমান সকল সরকারি চাকরির নিয়োগ তালিকা
চলমান সকল এনজিও চাকরির খবর


আবেদন করার সময়সীমা

নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন প্রক্রিয়ার সময়সীমা নিম্নরূপ:

বিবরণতারিখসময়
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ২৪ জুলাই ২০২২ ইং
আবেদন শুরু২৮ জুলাই ২০২২ ইংসকাল ১০.০০ ঘটিকা
আবেদনের শেষ তারিখ১২ আগস্ট ২০২২ ইংরাত ১২.০০ ঘটিকা
আবেদন করার সময়সীমা

ডিপার্টমেন্ট অফ আর্কিওলজি নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি

চাকরির নিয়োগ বিজ্ঞপি ২০২২ অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই দেখে তার পরে আবেদন করবেন। অফিসিয়াল বিজ্ঞপ্তি পিডিএফ ডাউনলোড লিংকসহ নিচে দেওয়া আছে।

প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
ডিপার্টমেন্ট অফ আর্কিওলজি নিয়োগের ২য় পাতা
ডিপার্টমেন্ট অফ আর্কিওলজি নিয়োগের ২য় পাতা

প্রবেশপত্র ডাউনলোড (কিভাবে ও কখন)

পরীক্ষার নোটিশ এবং প্রবেশপত্র সম্পর্কীত তথ্য প্রার্থীর মোবাইলে ক্ষুদে বার্তার মাধ্যমে দেওয়া হবে। এছাড়াও ডিপার্টমেন্ট অফ আর্কিওলজি এর অফিসিয়াল ওয়েবসাইট www.archaeology.gov.bd, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.moca.gov.bd এবং জব সাইট এর ওয়েবসাইট http://doa.teletalk.com.bd এর মাধ্যমেও জানতে পারবেন। নিয়মিত সঠিক চাকরির তথ্য পেতে দৈনিক পত্রিকা, অফিসিয়াল ওয়েবসাই এবং আমাদের ওয়েবসাইট ফলো করুন। প্রবেশপত্র প্রকাশের তথ্য এখানে তার আপডেট পাবেন।

  • প্রথমে http://doa.teletalk.com.bd এ প্রবেশ করুন;
  • এর পরে ‘Admit Card‘ অপশনে ক্লিক করুন;
  • এবার ইউজার আইডিপাসওয়ার্ড দিয়ে সাবমিট করে প্রবেশপত্রটি ডাউনলোড করুন।

চাকরির পরীক্ষা সম্পর্কিত তথ্য

লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পর্কে যাবতীয় তথ্য প্রার্থীগণ অফিসিয়াল ওয়েব সাইট এর মাধ্যমেও জানতে পারবেন। নিয়মিত সরকারি চাকরির খবর/ বিজ্ঞাপন পেতে ভিসিট করুন inbdjob.com

প্রাপ্ত আবেদনপত্রসমূহ প্রাথমিক বাছাইয়ের পর প্রার্থিত পদে নিয়ােগের জন্য ২টি বা ৩টি পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। যদিও উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে পরীক্ষা সম্পর্কিত কোন তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।
বাংলাদেশে বিভিন্ন সরকারি/ আধা-সরকারি/ স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে মূল সর্বোচ্চ ৩টি পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। যথা-

  • (১) প্রিলিমিনারী (MCQ) পরীক্ষা।
  • (২) লিখিত পরীক্ষা (প্রিলিমিনারীতে উত্তীর্ণকারীদের)।
  • (৩) মৌখিক পরীক্ষা (লিখিত পরীক্ষায় উত্তীর্ণকারীদের)।
  • বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েব সাইট (www.archaeology.gov.bd) দেখুন।

সূত্র: অফিসিয়াল ওয়েসাইট ও দৈনিক ইত্তেফাক (২৬ জুলাই ২০২২)।

Leave a Reply

Your email address will not be published.