বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শিক্ষাবৃত্তি ২০২২ অফিসিয়ালভাবে প্রকাশিত হয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায়। BGB Scholarship 2022 has been published on officially today. বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এ উপযুক্তদের নির্দিষ্ট আবেদন ফরমে সংগ্রহ করে আগামী ১০ এপ্রিল ২০২২ ইং তারিখ এর মধ্যে আবেদন কার্যক্রম করতে বলা হয়েছে।
আমাদের ওয়েবসাইটে প্রতিদিন নতুন নতুন স্কলারশীপ খবর/ শিক্ষাবৃত্তি/ উপবৃত্তি খবর এবং সরকারি চাকরি / কোম্পানী চাকরি সার্কুলার প্রকাশ করা হয়। আপডেট পেতে নিয়মিত ভিসিট করুন inbdjob.com
নতুন শিক্ষাবৃত্তির খবরগুলোও দেখতে পারেন-
জেলা পরিষদ শিক্ষাবৃত্তি ২০২২
সুবর্ণ জয়ন্তী শিক্ষাবৃত্তি 2022
বঙ্গবন্ধু ছাত্রবৃত্তির বিজ্ঞপ্তি ২০২২ দেখুন বিস্তারিত
Topics in this Post
এক নজরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শিক্ষাবৃত্তি ২০২২
বর্ডার গার্ড বাংলাদেশ শিক্ষাবৃত্তি বিজ্ঞপ্তি ২০২২ এর মূল বিষয়গুলো দেখলে প্রাথমিক ধারণা পাবেন। Zila Parishad Naogaon Scholarship summary is below:
- প্রতিষ্ঠানের নাম (Name of the Organization): জেলা পরিষদ, নওগাঁ – BGB Scholarship
- বৃত্তির ধরণ (Type of Scholarship): এককালীন।
- শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) : ১ম শ্রেণি থেকে এইচএসসি সকল শ্রেণির জন্য।
- লিঙ্গ (Gender): পুরুষ-নারী সবাই আবেদন করতে পারবে (Men-Women)
- স্থান (Job Location): বাংলাদেশের সেকোন স্থান থেকে আবেদন করতে পারবে।
- শিক্ষাবৃত্তির পরিমান (Amount of scholarship): উল্লেখ নেই।
- আবেদনের মাধ্যম (Apply Process): সরাসরি।
- আবেদনের সময়সীমা (Application Deadline): ১০/০৪/২০২২ইং তারিখ অফিস চলাকালীন পর্যন্ত।
- নতুন শিক্ষাবৃত্তির খবরগুলোও দেখতে পারেন-
- জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি 2022
- ০৭ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক শিক্ষাবৃত্তি 2022
- ৭২,০০০/- সিজেডএম জিনিয়াস শিক্ষাবৃত্তি 2022
- জেলা পরিষদ শিক্ষাবৃত্তি ২০২২
- সুবর্ণ জয়ন্তী শিক্ষাবৃত্তি 2022
- ইমদাদ সিতারা খান শিক্ষাবৃত্তি ২০২২
- বঙ্গবন্ধু ছাত্রবৃত্তির বিজ্ঞপ্তি ২০২২ দেখুন বিস্তারিত
- বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শিক্ষাবৃত্তি
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শিক্ষাবৃত্তি ২০২২
সদর দপ্তর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
বিজ্ঞপ্তি বিজিবি’র অবসর প্রাপ্ত/শারীরিক অক্ষমতার দরুন চাকুরী হতে অবসর প্রাপ্ত সদস্যদের সন্তান, বিজিবি’র মৃত সদস্যদের সন্তান এবং বিজিবি’র শহীদ/মুক্তিযােদ্ধা সদস্যদের সন্তান/সন্তানদের সন্তানকে বিজিবি শিক্ষা বৃত্তি প্রদান-২০২১
বিজিবি’র অবসর প্রাপ্ত/শারীরিক অক্ষমতার দরুন চাকুরী হতে অবসর প্রাপ্ত সদস্যদের সন্তান, বিজিবি’র মৃত সদস্যদের সন্তান এবং বিজিবি’র শহীদ/মুক্তিযােদ্ধা সদস্যদের সন্তান/সন্তানদের সন্তানকে ২০২১ সালের জন্য বিজিবি শিক্ষা বৃত্তি প্রদান করা হবে। সত্যায়িত মার্কসীট/একাডেমিক ট্রান্সক্রিপ্ট/টেবুলেশন সীটসহ বিজিবি কর্তৃক ছাপানাে ফরমে যথাস্থানে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান/বিভাগীয় প্রধানের সীল ও স্বাক্ষর গ্রহণপূর্বক আবেদনপত্র আগামী ১০ এপ্রিল ২০২২ তারিখের মধ্যে ডাকযােগে সদর দপ্তর বিজিবি, প্রশাসন শাখা, প্রশাসন পরিদপ্তর (কল্যাণ সেকশন), পিলখানা, ঢাকা বরাবরে প্রেরণ করতে হবে। বৃত্তির জন্য নির্ধারিত ফরম বিজিবি এর সকল ইউনিট হতে পাওয়া যাবে। নীতিমালা অনুযায়ী কোন কোন শ্রেণীর বৃত্তি প্রদান করা হবে তা নিম্নে উপস্থাপন করা হলাে।
ক। এইচএসসি/সমমানের পরীক্ষায় গােল্ডেন জিপিএ-৫ গ্রেডিং প্রাপ্ত।
খ। এসএসসি/সমমানের পরীক্ষায় গােল্ডেন জিপিএ-৫ গ্রেডিং প্রাপ্ত।
গ। ষষ্ঠ শ্রেণী হতে দশম শ্রেণী পর্যন্ত।
ঘ। প্রথম শ্রেণী হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত পূর্ববর্তী শ্রেণীর সত্যায়িত মার্কসীট (শুধুমাত্র বিজিবি এর
মৃত সদস্যদের সন্তান এবং শহীদ/ মুক্তিযােদ্ধা সদস্যদের সন্তান/নাতী/নাতনীদের জন্য প্রযােজ্য)। আবেদন ফরমের সাথে স্কুল এবং কলেজে অধ্যয়নরত ছাত্র/ছাত্রীদেরকে পূর্ববর্তী ক্লাসের মার্কসীট/পরীক্ষার ফলাফল সীট/একাডেমিক ট্রান্সক্রিপ্ট/টেবুলেশন সীট এর সত্যায়িত ছায়াকপি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এর নিকট হতে মেধাবী/সাফল্য ও আচরণ সম্পর্কে প্রদত্ত সনদপত্র এবং সদ্য তােলা এক কপি পাসপাের্ট আকারের সত্যায়িত রঙ্গীন ছবিসহ দাখিল করতে হবে। সংশ্লিষ্ট বিজিবি সদস্যদের তালিকাপত্র অনুযায়ী শিক্ষার্থীর নামের সঠিকতা নিশ্চিত করতে হবে। নামের কোন গরমিল আবেদন ফরমে কোন ভুলত্রুটি পরিলক্ষিত হলে এবং আবেদন ফরমে কোন অসম্পূর্ণতা থাকলে তা বৃত্তির জন্য বিবেচিত হবে না। উল্লেখ্য যে, নির্ধারিত তারিখের পর আবেদন ফরম প্রেরণ করা হলে তা অগ্রহণযােগ্য হবে।
বিজিবি শিক্ষাবৃত্তি আবেদন যোগ্যতা
ক । এইচএসসি / সমমানের পরীক্ষায় গোল্ডেন জিপিএ -৫ গ্রেডিং প্রাপ্ত ।
খ । এসএসসি / সমমানের পরীক্ষায় গোল্ডেন জিপিএ -৫ গ্রেডিং প্রাপ্ত ।
গ । ষষ্ঠ শ্রেণী হতে দশম শ্রেণী পর্যন্ত ।
ঘ । প্রথম শ্রেণী হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত পূর্ববর্তী শ্রেণীর সত্যায়িত মার্কসীট ( শুধুমাত্র বিজিবি এর মৃত সদস্যদের সন্তান এবং শহীদ / মুক্তিযোদ্ধা সদস্যদের সন্তান / নাতী / নাতনীদের জন্য প্রযোজ্য ) ।
সাফল্য ও আচরণ সম্পর্কে প্রদত্ত সনদপত্র এবং সদ্য তোলা এক কপি পাসপোর্ট আকারের সত্যায়িত রঙ্গীন ছবিসহ দাখিল করতে হবে ।
আবেদনের শেষ তারিখ
আগ্রহী প্রার্থী প্রার্থীর অভিভাবক আগামী ১০ এপ্রিল ২০২২ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আরও দেখুন বিস্তারিত অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে

সূত্র: বাংলাদেশ প্রতিদিন।