বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১,০০০ (এক হাজার) বৃত্তি প্রদানের ঘোষণা দিযেছেন। সুবর্ণ জয়ন্তী শিক্ষাবৃত্তি ২০২২ বিজ্ঞপ্তি অফিসিয়ালভাবে 20 মার্চ ২০২২ তারিখ প্রকাশিত হয়েছে। Suborna Jayonti Scholarship 2022 has been published on the official website www.shed.gov.bd.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা (www.shed.gov.bd) সুবর্ণ জয়ন্তী শিক্ষাবৃত্তি বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে।
আমাদের ওয়েবসাইটে প্রতিদিন নতুন নতুন স্কলারশীপ খবর/ শিক্ষাবৃত্তি/ উপবৃত্তি খবর এবং সরকারি চাকরি / কোম্পানী চাকরি সার্কুলার প্রকাশ করা হয়। আপডেট পেতে নিয়মিত ভিসিট করুন inbdjob.com
- নতুন শিক্ষাবৃত্তির খবরগুলোও দেখতে পারেন-
- জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি 2022
- ০৭ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক শিক্ষাবৃত্তি 2022
- ৭২,০০০/- সিজেডএম জিনিয়াস শিক্ষাবৃত্তি 2022
- জেলা পরিষদ শিক্ষাবৃত্তি ২০২২
- সুবর্ণ জয়ন্তী শিক্ষাবৃত্তি 2022
- ইমদাদ সিতারা খান শিক্ষাবৃত্তি ২০২২
- বঙ্গবন্ধু ছাত্রবৃত্তির বিজ্ঞপ্তি ২০২২ দেখুন বিস্তারিত
- বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শিক্ষাবৃত্তি
আমাদের ওয়েবসাইটে প্রতিদিন নতুন নতুন স্কলারশীপ খবর/ শিক্ষাবৃত্তি/ উপবৃত্তি খবর এবং সরকারি চাকরি / কোম্পানী চাকরি সার্কুলার প্রকাশ করা হয়। আপডেট পেতে নিয়মিত ভিসিট করুন inbdjob.com
Topics in this Post
এক নজরে সুবর্ণ জয়ন্তী শিক্ষাবৃত্তি ২০২২
বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ভারত সরকার প্রদত্ত Suborno Jayanti Scholarship সংক্রান্ত বিজ্ঞপ্তির সারাংশ। Suborna Jayonti Scholarship 2022 Scholarship summary is below:
- প্রতিষ্ঠানের নাম (Name of the Organization): মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ
- বৃত্তির ধরণ (Type of Scholarship): শিক্ষাবৃত্তি এবং শিক্ষা জীবন উভয়ই।
- শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) : নিচের সার্কুলার দেখুন।
- লিঙ্গ (Gender): পুরুষ-নারী সবাই আবেদন করতে পারবে (Men-Women)
- স্থান (Job Location): বাংলাদেশের সেকোন স্থান থেকে আবেদন করতে পারবে।
- শিক্ষাবৃত্তির পরিমান (Amount of scholarship): উল্লেখ নেই।
- আবেদনের মাধ্যম (Apply Process): অনলাইনে- https://www.sjsdhaka.gov.in/ থেকে।
- আবেদনের সময়সীমা (Application Deadline): ৩০/০৪/২০২২ইং তারিখ রাত ১২.০০ টা পর্যন্ত।
সুবর্ণ জয়ন্তী শিক্ষাবৃত্তি বিজ্ঞপ্তি
সুবর্ণ জয়ন্তী শিক্ষাবৃত্তি | Suborna Jayonti Scholarship 2022। শিক্ষার্থীদের জন্য একটি বৃত্তি বা স্কলারশিপের ঘোষণা করেছিলেন এই স্কলারশিপটিই সুবর্ণ জয়ন্তী স্কলারশিপ। উক্ত স্কলারশিপে বাংলাদেশ বাদেও বিভিন্ন দেশের ছেলে-মেয়েরা যারা ভারতে এসে পড়াশোনা করতে চান তারা আবেদন করতে পারে।
• এই স্কলারশিপে মোট ১০০০ টি আসন রয়েছে। যার মধ্যে সাধারণ ছাত্র-ছাত্রীদের ( ICCR) জন্য ৫০০ টি এবং সরকারী অফিসারদের (ITEC) স্কলারশিপের জন্য ৫০০ টি আসন।
• অনার্স, মাস্টার্স, পিএইচডি কোর্সে আবেদন করা যাবে। সাইন্স, আর্টস, কমার্স, সোশ্যাল সাইন্স সহ অনেক সাবজেক্টের পড়ুয়ারা এই স্কলারশিপের সুবিধা পেয়ে যাবে।
আবেদনের পদ্ধতি
সুবর্ণ জয়ন্তী শিক্ষাবৃত্তি Suborna Jayonti Scholarship ওয়েব সাইট www.sjsdhaka.gov.in-এর Register অপশন থেকে ছাত্রবৃত্তির আবেদন করা যাবে।
ছাত্রবৃত্তিতে আবেদনের সময়সীমা (Deadline of Bangladesh Freedom Fighter Welfare Trust (BFFWT) Scholarship)
অনলাইনে আবেদনের শেষ তারিখঃ ৩০ এপ্রিল ২০২২ খ্রি: রাত ১২.০০ ঘটিকা।
Descriptions | Dates |
---|---|
Publishing Date | 20 March 2022 |
Application Start | 20 March 2022 |
Last date of application | 30 April 2022 |
সুবর্ণ জয়ন্তী শিক্ষাবৃত্তির বিজ্ঞপ্তির অফিসিয়াল সার্কুলা – Suborna Jayonti Scholarship Scholarship 2022 Official Circular:


Pingback: ১০,০০০/- সোনালী ব্যাংকের শিক্ষাবৃত্তি ২০২২ এর রেজাল্ট দেখুন এখানে | Sonali Bank Scholarship 2022 - inbdjob.com
Pingback: জেলা পরিষদ শিক্ষাবৃত্তি | Zila Parishad Naogaon Scholarship 2022 - District Council - inbdjob.com