Skip to content
Home » জেলা পরিষদ শিক্ষাবৃত্তি | Zila Parishad Naogaon Scholarship 2022 – District Council

জেলা পরিষদ শিক্ষাবৃত্তি | Zila Parishad Naogaon Scholarship 2022 – District Council

জেলা পরিষদ শিক্ষাবৃত্তি | Zila Parishad Naogaon Scholarship 2022 - District Council

সমগ্র বাংলাদেশেই বিভিন্ন জেলার ন্যায় নওগাঁ জেলা পরিষদ শিক্ষাবৃত্তি এর বিজ্ঞপ্তি অফিসিয়ালভাবে প্রকাশিত হয়েছে ১০/০৩/২০২২ তারিখে। Zila Parishad Naogaon Scholarship 2022 – District Council Circular has been published on the official website zp.naogaon.gov.bd today. ২০২১ সালে এইচএসসি/ সমমান জিপিএ ৫.০০ প্রাপ্ত দরিদ্র ও মেধাবী ছাত্র/ছাত্রীদের বৃত্তি প্রদানের উদ্দেশ্যে উক্ত স্কলারশীপ সার্কুলার প্রদান করা হয়েছে।

আমাদের ওয়েবসাইটে প্রতিদিন নতুন নতুন স্কলারশীপ খবর/ শিক্ষাবৃত্তিউপবৃত্তি খবর এবং সরকারি চাকরি / কোম্পানী চাকরি সার্কুলার প্রকাশ করা হয়। আপডেট পেতে নিয়মিত ভিসিট করুন inbdjob.com

এক নজরে জেলা পরিষদ শিক্ষাবৃত্তি ২০২২

জেলা পরিষদ শিক্ষাবৃত্তি বিজ্ঞপ্তি ২০২২ এর মূল বিষয়গুলো দেখলে প্রাথমিক ধারণা পাবেন। Zila Parishad Naogaon Scholarship summary is below:

  • প্রতিষ্ঠানের নাম (Name of the Organization): জেলা পরিষদ, নওগাঁ – District Council, Naogaon
  • বৃত্তির ধরণ (Type of ‍Scholarship): এককালীন।
  • শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) : এইচএসসি পাশ।
  • লিঙ্গ (Gender): পুরুষ-নারী সবাই আবেদন করতে পারবে (Men-Women)
  • স্থান (Job Location): বাংলাদেশের সেকোন স্থান থেকে আবেদন করতে পারবে।
  • শিক্ষাবৃত্তির পরিমান  (Amount of scholarship): উল্লেখ নেই।
  • আবেদনের মাধ্যম (Apply Process): সরাসরি/ ডাকে।
  • অফিসিয়াল ওয়েবসাইট : zp.naogaon.gov.bd
  • আবেদনের সময়সীমা (Application Deadline): ১৯/০৫/২০২২ইং তারিখ অফিস চলাকালীন পর্যন্ত।

জেলা পরিষদ শিক্ষাবৃত্তি ২০২২

জেলা পরিষদ শিক্ষাবৃত্তি | Zila Parishad ‍Shikkha Britti Biggopti is available here. District Council Scholarship Circular 2022 has been published on their official.

আবেদন পদ্ধতি

নওগাঁ জেলা পরিষদ হতে নওগাঁ জেলার স্থায়ী বাসিন্দা ২০২১ সনে এইচএসসি/সমমানের পরীক্ষায় জি.পি.এ-৫.০০ প্রাপ্ত দরিদ্র মেধাবী ছাত্র/ছাত্রীদের নির্ধারিত ফরমে এককালীন বৃত্তি প্রদানের জন্য আবেদন আহ্বান করা যাচ্ছে। নির্ধারিত আবেদন ফরম আগামী ১৯-০৫-২০২২ খ্রিঃ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে

আবেদনকারীর যোগ্রতা

  • নওগাঁ জেলার স্থায়ী বাসিন্দা।
  • এইচএসসি পাশের সন ২০২১।
  • এইচএসসি রেজাল্ট ৫.০০ পেয়ে উত্তীর্ণ।
  • কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ফরম সংগ্রহ, পুরণ এবং জমাদান।

আবেদনের সময়সীমা

আগামী ১৯-০৫-২০২২ খ্রিঃ তারিখ অফিস চলাকালীন সময়।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

সরাসরি অথবা ডাকযােগে জেলা পরিষদ কার্যালয়ে পৌঁছাতে হবে।

আবেদন ফরম ডাউনলোড

এ বিজ্ঞপ্তি ও নির্ধারিত বৃত্তির আবেদন ফরম জেলা পরিষদ, নওগাঁর ওয়েবসাইট (zp.naogaon.gov.bd) হতে ডাউনলােড করা যাবে।

জেলা পরিষদ শিক্ষাবৃত্তি | Zila Parishad Naogaon Scholarship 2022 – District Council

জেলা পরিষদ শিক্ষাবৃত্তি | Zila Parishad Naogaon Scholarship 2022
জেলা পরিষদ শিক্ষাবৃত্তি | Zila Parishad Naogaon Scholarship 2022
জেলা পরিষদ শিক্ষাবৃত্তি | Zila Parishad Naogaon Scholarship 2022 ‍application form.
Zila Parishad Naogaon Scholarship 2022 application form

হেল্প-লাইন

কোন বিষয়ে স্পষ্টীকরণের প্রয়ােজন হলে টেলিফোন নং০২৫৮৮৮৮১৪৮৯ এবং মােবাইল নং-০১৭৪৬-১৫৯৬৫৩ এ যােগাযােগ করা যাবে।

সূত্র: জেলা পরিষদ, নওগাঁ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *