Skip to content
Home » ইমদাদ সিতারা খান শিক্ষাবৃত্তি ২০২২| Imdad Sitara scholarship 2022 [SSC & HSC]

ইমদাদ সিতারা খান শিক্ষাবৃত্তি ২০২২| Imdad Sitara scholarship 2022 [SSC & HSC]

ইমদাদ সিতারা খান শিক্ষাবৃত্তি ২০২২| Imdad Sitara scholarship 2022 [SSC & HSC]

ইমদাদ সিতারা খান বৃত্তি ২০২২ অফিসিয়ালাভে নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করেছে কর্তৃপক্ষ। IMDAD SITARA KHAN FOUNDATION SSC and HSC SCHOLARSHIP 2022 has been published on the official website www.spaandanb.org. যারা গত বছর এসএসসি অথবা এইচসি পাশ করেছেন তারা আবেদন করেত পারবেন। ক্ষেত্র বিশেষে মাত্র জিপিএ ৪.০০ পেলেও উপবৃত্তি পাবেন।

আমাদের ওয়েবসাইটে প্রতিদিন নতুন নতুন স্কলারশীপ খবর/ শিক্ষাবৃত্তিউপবৃত্তি খবর এবং সরকারি চাকরি / কোম্পানী চাকরি সার্কুলার প্রকাশ করা হয়। আপডেট পেতে নিয়মিত ভিসিট করুন inbdjob.com

এক নজরে ইমদাদ সিতারা খান শিক্ষাবৃত্তি ২০২২ (At a Glance Imdad Sitara scholarship 2022)

ইমদাদ সিতারা খান শিক্ষাবৃত্তি বিজ্ঞপ্তি ২০২২ এর মূল বিষয়গুলো দেখলে প্রাথমিক ধারণা পাবেন। IMDAD-SITARA KHAN FOUNDATION SCHOLARSHIP Scholarship summary is below:

  • প্রতিষ্ঠানের নাম (Name of the Organization): ইমদাদ সিতারা খান – IMDAD-SITARA KHAN FOUNDATION
  • বৃত্তির ধরণ (Type of ‍Scholarship): এককালীন।
  • শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) : এসএসসি এবং এইচএসসি সকল শ্রেণির জন্য।
  • লিঙ্গ (Gender): পুরুষ-নারী সবাই আবেদন করতে পারবে (Men-Women)
  • স্থান (Job Location): বাংলাদেশের সেকোন স্থান থেকে আবেদন করতে পারবে।
  • শিক্ষাবৃত্তির পরিমান  (Amount of scholarship): উল্লেখ নেই।
  • আবেদনের মাধ্যম (Apply Process): কুরিয়ার, ডাকযোগে বা সরাসরি।
  • অফিসিয়াল ওয়েবসাইট: www.spaandanb.org
  • আবেদনের সময়সীমা (Application Deadline): ১৭/০৪/২০২২ইং তারিখ অফিস চলাকালীন পর্যন্ত।

ইমদাদ সিতারা খান শিক্ষাবৃত্তি ২০২২

ইমদাদ-সিতারা খান ফাউন্ডেশন এর অর্থায়নে প্রবাসী বাংলাদেশীদের সেবামূলক প্রতিষ্ঠান স্পন্দনবি ২০২১ সালে এসএসসি (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য) পরীক্ষায় পাশ করে বর্তমানে এইচএসসি (শিক্ষাবর্ষ ২০২১-২০২২) বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখায় অধ্যয়নরত এবং ২০২০ সালে এইচএসসি পরীক্ষায় পাশ করে বর্তমানে ডিগ্রী পর্যায়ে প্রম বর্ষ (শিক্ষাবর্ষ ২০২০-২০২১) বিএসসি অনার্স; বিএসসি অনার্স (কৃষি ও পশুপালন এর সকল অনুষদ); এমবিবিএস; বিডিএস; বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিএ অনার্স, বিএসএস অনার্স এবং বিবিএ এ অধ্যয়নরত মেধাবী ছাত্র/ছাত্রীদের কাছ থেকে ইমদাদ-সিতারা খান বৃত্তির জন্য দরখাস্ত আহবান করা যাচ্ছে।

আবেদনের যোগ্যতা

  • আবেদনের যোগ্যতা (উচ্চ মাধ্যমিক পর্যায়): এসএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগের জন্য ৪র্থ বিষয় ছাড়া জিপিএ ৫.০০ এবং মানবিক ও বাণিজ্য বিভাগের জন্য ৪র্থ বিষয় ছাড়া জিপিএ ৪.৫০ থাকতে হবে। দৃষ্টি/শারীরিক প্রতিবন্ধী (Physically Challenged/ স্বাভাবিক জীবন যাপনে সক্ষম নয়) এর ক্ষেত্রে সকল বিভাগে জিপিএ ৪.০০ থাকতে হবে।
  • আবেদনের যোগ্যতা (স্নাতক পর্যায়): এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় ৪র্থ বিষয় ছাড়া বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীদের জন্য ন্যূনতম মোট জিপিএ ৯.৫০ এবং অন্যান্য বিভাগের ছাত্র-ছাত্রীদের জন্য ন্যূনতম জিপিএ ৯.২০ থাকতে হবে। দৃষ্টি/শারীরিক প্রতিবন্ধী (Physically Challenged/ স্বাভাবিক জীবন যাপনে সক্ষম নয়) এর ক্ষেত্রে উভয় পরীক্ষায় ৪র্থ বিষয় ছাড়া সকল বিভাগে মোট জিপিএ ৮.০০ থাকতে হবে।

আবেদন করার নিয়ম

A4 সাইজ সাদা কাগজে আবেদন পত্র/নিদিষ্ট ছকে ((www.spaandanb.org) ওয়েব সাইট থেকে পাওয়া যাবে) পূরণ করে তা নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রাদি সংযুক্ত করে নির্ধারিত স্থানে/ ঠিকানায় পৌছাতে হবে।

আবেদনের সময়সীমা

আগ্রহী শিক্ষার্থীগণ আবেদনপত্র আগামী ১৭ এপ্রিল, ২০২২ ইং তারিখে পর্যন্ত করতে পারবেন।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

চেয়ারম্যান, ইমদাদ-সিতারা খান বৃত্তি নির্বাচন কমিটি, বাসা # ০৭/২, শ্যামলছায়া#১, ফ্ল্যাট# বি/২, গার্ডেন স্ট্রিট, রিং রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।

আবেদন পত্রের সাথে প্রয়োজনীয় কাগজপত্রাদি

যে সব তথ্য আবেদন পত্রের সাথে অবশ্যই যুক্ত করতে হবে

  • ১. বর্তমানে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নের প্রমাণপত্র/প্রত্যয়ন পত্রের ফটোকপি (প্রতিষ্ঠানের প্রধান/বিভাগীয় প্রধান/হল সুপার/প্রভোষ্ট কর্তৃক সত্যায়িত)।
  • ২. পরীক্ষা পাশের (সকল) মার্কশিট/ট্রান্সক্রিপ্ট এর ফটোকপি (অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্তৃক সত্যায়িত)।
  • ৩. সাম্প্রতিক তোলা ২ কপি পাসপোর্ট সাইজ ছবি (অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্তৃক সত্যায়িত)।
  • ৪. আবেদনকারী কেন নিজেকে এই বৃত্তির যোগ্য মনে করেন ৩০০-৪০০ শব্দে তার বর্ণনা (স্বহস্তে বাংলায় লিখিত)।
  • ৫. পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমমের সাথে সম্পৃক্ত থাকলে প্রমাণপত্র/প্রত্যয়নপত্র এর ফটোকপি (অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্তৃক সত্যায়িত)।
  • ৬. প্রার্থীর প্রদানকৃত তথ্যে কোন রকম অসঙ্গতি অথবা করো সাথে মিল/নকল পাওয়া গেলে আবেদনটি বাতিল করা হবে।
  • ৭. শুধুমাত্র এমবিবিএস এবং বিডিএস এর ক্ষেত্রে ২০১৯ সালে পাশ করা ছাত্র-ছাত্রীরাও আবেদন করতে পারবে।
  • ৮. শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর/ প্রতিষ্ঠান কর্তৃক সনদ বা পরিচয়পত্র দাখিল করতে হবে।

অফিসিয়াল বৃত্তি সার্কুলার ২০২২

ইমদাদ সিতারা খান শিক্ষাবৃত্তির অফিসিয়াল সার্কুলার – Imdad Sitara scholarship 2022 Official Circular PDF is below:

SSC & HSC পাশে ইমদাদ সিতারা খান উপবৃত্তি দিচ্ছে সাবইকে। IMDAD SITARA KHAN FOUNDATION SCHOLARSHIP 2022। স্পন্দনবি বৃত্তি প্রদান করবে apply now

ইমদাদ সিতারা খান শিক্ষাবৃত্তি আবেদন ফরম সমূহ

ইমদাদ সিতারা খান শিক্ষাবৃত্তি 2022 এ নির্ধারিত আবেদন ফরম (যারা এসএসসি পাশ করেছে)।

ইমদাদ সিতারা খান শিক্ষাবৃত্তি 2022 এ নির্ধারিত আবেদন ফরম (যারা এসএসসি পাশ করেছে)।
ইমদাদ সিতারা খান শিক্ষাবৃত্তি 2022 এ নির্ধারিত আবেদন ফরম (যারা এসএসসি পাশ করেছে)।

ইমদাদ সিতারা খান শিক্ষাবৃত্তি 2022 এ নির্ধারিত আবেদন ফরম (যারা এইচএসসি পাশ করেছে)।

ইমদাদ সিতারা খান শিক্ষাবৃত্তি 2022 এ নির্ধারিত আবেদন ফরম (যারা এইচএসসি পাশ করেছে)।
ইমদাদ সিতারা খান শিক্ষাবৃত্তি 2022 এ নির্ধারিত আবেদন ফরম (যারা এইচএসসি পাশ করেছে)।

2 thoughts on “ইমদাদ সিতারা খান শিক্ষাবৃত্তি ২০২২| Imdad Sitara scholarship 2022 [SSC & HSC]”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *